কবে প্রকাশ্যে আসবে ২০২৪ মাধ্যমিকের রেজাল্ট? সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ

ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2024)। গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এই বছরের মাধ্যমিক। চলেছে ১২ তারিখ অবধি। এবার রেজাল্ট বেরনোর অপেক্ষায় রয়েছেন পরীক্ষার্থীরা। কবে প্রকাশিত হবে ফলাফল (Madhyamik 2024 Result)? কমবেশি প্রত্যেক ছাত্রছাত্রীর মনেই ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন।

সাধারণত প্রত্যেক বছর মাধ্যমিক (Madhyamik) শেষ হওয়ার তিন মাস অর্থাৎ ৯০ দিনের মাথায় রেজাল্ট বেরোয়। চলতি বছর অবশ্য পরীক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানিয়েছেন, গত বছরের তুলনায় এই বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৩% বৃদ্ধি পেয়েছে। সেই তুলনায় অনেকটাই কমেছে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা। ২০২৩ সালের নিরিখে এই বছর প্রায় ১০০টি পরীক্ষাকেন্দ্র কম ছিল।

মাধ্যমিক রেজাল্ট, Madhyamik 2024 Results

কবে বেরোবে ২০২৪ মাধ্যমিকের রেজাল্ট? (Madhyamik Result 2024)

এই বছর মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বেশ কিছু দুর্নীতিমূলক কার্যকলাপও হয়েছে। সেগুলিও নজর এড়ায়নি প্রশাসনের। জানা গিয়েছে, দুর্নীতির অভিযোগে ৩৬ জন শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। সেই সঙ্গে প্রশ্নপত্র ফাঁস তো রয়েছেই। এছাড়া ৩৭টি স্মার্টফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। দাবি করা হয়েছে, শুধুমাত্র টাকার জন্য নয়, সরকারের (Government of West Bengal) নাম খারাপ করার উদ্দেশেও এই পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিকের সেমিস্টার! কবে থেকে চালু নতুন নিয়ম? বড় আপডেট দিল বিকাশ ভবন

এতকিছুর পরেও ২০২৪ মাধ্যমিক পরীক্ষা সুষ্টুভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানিয়েছেন, প্রত্যেক বছরের মতো এই বছরও পরীক্ষা হওয়ার তিন মাস পরে ফলাফল প্রকাশিত হওয়ার কথা আছে। অর্থাৎ সেই হিসেবে মে মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে রেজাল্ট (Madhyamik 2024 Result Out) বেরোতে পারে। যদিও এটা সম্ভাব্য তারিখ। পরবর্তীকালে মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) তরফ থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে নিশ্চিত দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুনঃ স্টুডেন্টরা আবেদন করলেই পাবে ১৫০০০টাকা! কিভাবে অ্যাপ্লাই করবেন নতুন এই প্রাইভেট স্কলারশিপে?

২০২৫ মাধ্যমিক কবে থেকে শুরু হবে?

চলতি বছরের মাধ্যমিক শেষ হতেই আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়েছে। ২০২৫ মাধ্যমিক শুরু হবে ১৪ ফেব্রুয়ারি থেকে, চলবে ২৪ ফেব্রুয়ারি অবধি। এই বছরের মতো আগামী বছরের মাধ্যমিকেও কড়াকড়ি থাকবে বলে জানা গিয়েছে।

অফিশিয়াল ওয়েবসাইটঃ ক্লিক করুন

Leave a Comment