কবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হাতে পাবে ছাত্রছাত্রীরা? দিনক্ষণ ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের

একজন শিক্ষার্থীর জীবনে প্রথম সবচেয়ে বড় পরীক্ষা হল মাধ্যমিক (WBBSE Madhyamik Exam)। সেই জন্য এই পরীক্ষার আগে কমবেশি প্রত্যেক পড়ুয়াই বেশ উৎকণ্ঠার মধ্যে থাকেন। জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করার চেষ্টা করেন সকলে। তবে এই মাধ্যমিক পরীক্ষা যে নথি ছাড়া দেওয়া সম্ভব নয় তা হল অ্যাডমিট কার্ড (Madhyamik Exam Admit Card)।

ইতিমধ্যেই ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ সূচি প্রকাশ্যে এসে গিয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই বছরের মাধ্যমিক (Madhyamik Exam)। মূল ৭টি বিষয় সহ ঐচ্ছিক বিষয় ধরা হলে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই পরীক্ষা। চলতি বছর ৬ লাখের কিছু বেশি ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছেন।

Madhyamik Exam Admit Card Distrubution Dates 2024

মাধ্যমিকের আগে জারি একাধিক নিয়মাবলী! (New Madhyamik Rules)

অন্যান্য বছরের মতো চলতি বছরও সকাল ১১:৪৫ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়বেন শিক্ষার্থীরা। পরবর্তী ৩ ঘণ্টা উত্তর লেখার জন্য। মাধ্যমিক শুরু হওয়ার আগে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বেশ কিছু নিয়মাবলী জারি করা হয়েছে। সেগুলি পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবকদেরও মেনে চলতে হবে।

 আরও পড়ুনঃ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নিয়ে কড়া সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের! না মানলে সমস্যায় পড়তে পারে শিক্ষার্থীরা

কবে দেওয়া হবে ২০২৪ সালের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড? (Madhyamik Admit Card Distribution Date)

একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পর্ষদ সূত্রে খবর, আগামী ১৫ জানুয়ারি বিদ্যালয়গুলিতে মাধ্যমিকের অ্যাডমিট পৌঁছে দেওয়া হবে। এরপর নিয়ম মাফিক, পরীক্ষা শুরুর এক সপ্তাহ তথা ৭ দিন আগে থেকে শিক্ষার্থীদের অ্যাডমিট দেওয়া (Admit Card Distribution) শুরু করবে বিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ সকল ছাত্রছাত্রীদের জন্য বাধ্যতামূলক ABC Card! কীভাবে করবেন? ঝটপট দেখে নিন সেই পদ্ধতি

সেই হিসেবে ২৫ জানুয়ারির পর থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট দেওয়া শুরু করবে পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলি। ২৬ জানুয়ারি ছুটি থাকার দরুন হয়তো ২৭ জানুয়ারি থেকে শুরু হতে পারে প্রক্রিয়া। প্রসঙ্গত, মাধ্যমিক শুরু হতে আর মাত্র মাস খানেকের অপেক্ষা। এই মুহূর্তে প্রত্যেক ছাত্রছাত্রী পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ত। বাংলা হান্টের তরফ থেকে তাঁদের জন্য রইল আগাম শুভেচ্ছা।

Leave a Comment