সমস্যা দেখলেই সোজা ফোন, মাধ্যমিকের কন্ট্রোল রুম খুললো মধ্যশিক্ষা পর্ষদ! নোট রাখুন নম্বর

মাধ্যমিক (Madhyamik Pariksha 2024) শুরু হতে আর মাত্র হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষা। এই মুহূর্তে প্রায় প্রত্যেক পরীক্ষার্থীই শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। তার আগে ছাত্রছাত্রীদের সুবিধার্থে কন্ট্রোল রুম খুললো মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। ২৬ জানুয়ারি তথা প্রজাতন্ত্র দিবসের দিন প্রধান কন্ট্রোলরুম, তার সঙ্গে পরীক্ষার বিভাগ এবং চারটি রিজিওনাল কন্ট্রোল রুমের (Madhyamik Pariksha Control Room) নম্বর ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

চলতি বছরের মাধ্যমিক (Madhyamik Pariksha 2024) চলাকালীন পরীক্ষা কেন্দ্র সুরক্ষা, প্রশ্নপত্র ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে পরীক্ষার্থীদের সকল প্রকার সমস্যার সমাধান করবে মধ্যশিক্ষা পর্ষদের এই কন্ট্রোল রুমগুলি (Madhyamik Pariksha Control Room)। পড়ুয়াদের সমস্যায় হলে কোন নম্বরে ফোন করতে হবে? তা এই প্রতিবেদনে তুলে ধরা হল।

মাধ্যমিকের কন্ট্রোল রুম খুললো মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE Madhymik Pariksha Control Room 2024)

সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে কন্ট্রোল রুমগুলির নম্বর ঘোষণা করা হয়েছে। মাধ্যমিক (Madhyamik Pariksha) চলাকালীন কোনও প্রকার সমস্যা হলে পড়ুয়ারা examwbbse@gmai.com এই ইমেল আইডিতে মেইল করতে পারবেন। পরীক্ষা বিভাগ তথা Examination Section –এর নম্বর হল ০৩৩-২৩২১৩২১৬, ০৩৩-২৩২১৩৮৪৪।

আরও পড়ুনঃ 

রিজিওনাল অফিসের ফোন নম্বর

চলতি বছর মাধ্যমিক দিতে চলা যে কোনও পরীক্ষার্থী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা অথবা পরীক্ষার্থীদের অভিভাবকরা পরীক্ষা দিতে যাওয়ার সমস্যা, পরীক্ষা কেন্দ্রের সমস্যা সহ যে কোনও সমস্যার সমাধানের জন্য নিম্নে দেওয়া রিজিওনাল কন্ট্রোলরুমে ফোন করতে পারেন।

কন্ট্রোল রুম ০৩৩-২৩৫৯২২৭,
০৩৩-২৩৫৯২২৭৮
বর্ধমান রিজিওনাল অফিস ৯১৪৭১৩৫৭৪৭
মেদিনীপুর রিজিওনাল অফিস ৯১৪৭১৩৫৭৫২
উত্তরবঙ্গ রিজিওনাল অফিস ৯১৪৭১৩৫৭৪৮
কলকাতা রিজিওনাল অফিস ৯১৪৭১৩৫৭৪৯

 

কলকাতা, বর্ধমান, মেদিনীপুর এবং উত্তরবঙ্গ- চারটি জায়গার জন্য মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে চারটি কন্ট্রোল রুমের নম্বর দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরা সমস্যায় পড়লে নিজের নিকটবর্তী কন্ট্রোল রুমে সাহায্যের জন্য ফোন করতে পারবে। ২৬ জানুয়ারি থেকে মাধ্যমিক শেষ হওয়া অবধি এই কন্ট্রোল রুমগুলি ছাত্রছাত্রীদের সমস্যা সমাধান করার জন্য ২৪ ঘণ্টা খোলা থাকবে।     

অফিশিয়াল বিজ্ঞপ্তিঃ অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড

Leave a Comment