মাধ্যমিক শুরুর আগে ২০০টি সেন্টার বাতিল! বদলে যাবে পড়ুয়াদের পরীক্ষা কেন্দ্র? পর্ষদ কী বলছে দেখুন

আর মাত্র হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষা। এরপর গোটা রাজ্য জুড়ে শুরু হয়ে যাবে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha 2024)। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক ২০২৪। এই মুহূর্তে জোরকদমে প্রস্তুতি চালাচ্ছেন প্রত্যেক পরীক্ষার্থী। তবে তার আগে সামনে এল পরীক্ষা কেন্দ্র (Exam Center) নিয়ে একটি বিরাট আপডেট।

২০২৪ মাধ্যমিক শুরুর আগে ২০০টি পরীক্ষা কেন্দ্র বাতিল করে দিল মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। চলতি বছর পরীক্ষার্থীর সংখ্যা বাড়লেও সেন্টারের (Madhyamik Pariksha Exam Center) সংখ্যা কমতে চলেছে বলে খবর। তাহলে কি কম পরীক্ষাকেন্দ্রেই এবার পরীক্ষা দেবেন ছাত্রছাত্রীরা? বদলে যাবে সেন্টার? এই বিষয়ে বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইল।

Madhyamik 2024 venue change

মাধ্যমিক শুরুর আগে পরীক্ষা কেন্দ্র বাতিল!

পর্ষদ সূত্রে জানা গিয়েছে, চলতি বছর প্রায় ১০ লাখ শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik Pariksha) বসতে চলেছেন। গত বারের তুলনায় এই বছর প্রায় ৩ লাখ পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে। তবে পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেলেও চলতি বছর পরীক্ষা কেন্দ্রের (Exam Center) সংখ্যা কিন্তু কমেছে।

আরও পড়ুনঃ সমস্যা দেখলেই সোজা ফোন, মাধ্যমিকের কন্ট্রোল রুম খুললো মধ্যশিক্ষা পর্ষদ! নোট রাখুন নম্বর

২০২৩ মাধ্যমিক প্রধান ভেন্যু এবং সাব ভেন্যু মিলিয়ে মাধ্যমিকের সর্বমোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল ২,৮৬৭টি। তবে এই বছর প্রায় ২০০টি কেন্দ্র কমিয়ে দেওয়া হয়েছে বলে খবর। ২০২৪ মাধ্যমিকে মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা হয়েছে ২,৬৭৫টি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, চলতি বছর ২৪০টি প্রধান ভেন্যু কমানো হয়েছে এবং ৪৮টি সাব ভেন্যুর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

কেন বাতিল/পরিবর্তন হল পরীক্ষা কেন্দ্র?

জানা গিয়েছে, যে পরীক্ষাকেন্দ্রগুলি বাতিল করা হয়েছে সেখানে উপযুক্ত পরিকাঠামোর অভাব ছিল। বেশিরভাগ বিদ্যালয়ে সিসিটিভির ব্যবস্থা নেই। কয়েকটি বিদ্যালয়ে আবার বাউন্ডারি অথবা পাঁচিল নেই। বেশ কিছু বিদ্যালয়ে আবার প্রশ্নপত্র নিয়ে প্রবেশ করার জন্য প্রশস্ত জায়গা তথা পথ নেই। তাছাড়া ভানলারেবল বিদ্যালয়গুলিকেও এবার মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্বাচন করা হয়নি। এক কথায়, যে সকল বিদ্যালয় তিনটি আবশ্যিক শর্ত পূরণে ব্যর্থ হয়েছে, তাদের মাধ্যমিকের ভেন্যুর লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ হটাৎই বদলে গেল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়! কটা থেকে শুরু পরীক্ষা? জানাল পর্ষদ-সংসদ

অনেকে অনুমান করছেন, এভাবে পরীক্ষা কেন্দ্র কমে যাওয়ায় শিক্ষার্থীদের সমস্যা হলেও হতে পারে। তবে আশা করা হচ্ছে, সবার ভেন্যু বদল হবে না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো পরিবর্তন হওয়ার সম্ভাবনা হবে। অ্যাডমিড কার্ড পাওয়ার পরেই এই বিষয়ে বিশদে জানতে পারবেন শিক্ষার্থীরা।

Leave a Comment