কেউ ফেল করবে না, এবারের মাধ্যমিকে সবাই পাশ! কারণ জানলে অবাক হয়ে যাবেন

গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ২০২৪ মাধ্যমিক (Madhyamik 2024)। পরীক্ষা শেষ হবে আগামী ১২ ফেব্রুয়ারি। মাধ্যমিকের মূল ৭টি বিষয়ের পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে। যে সকল পড়ুয়া চলতি বছর পরীক্ষা দিয়েছে কমবেশি তাঁদের প্রত্যেকের মনে নানান প্রশ্ন ঘোরাফেরা করছে। রেজাল্ট (Madhyamik Result 2024) কেমন হবে? কোন নম্বরে কত মার্কস আসবে? এমন নানান ভাবনাচিন্তা এখন মাথার মধ্যে ঘুরছে। এসবের মাঝেই গুঞ্জন শোনা যাচ্ছে, ২০২৪ মাধ্যমিকে নাকি সকল পরীক্ষার্থীকে পাশ করিয়ে দেওয়া হবে!

মাধ্যমিক পরীক্ষার আবহে সমাজমাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বেশ কিছু,মন্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে। সেই কথাগুলি শুনে অনেকেই মনে করছেন, এবার যারা মাধ্যমিক (Madhyamik 2024) দিয়েছে তাদের হয়তো অতিরিক্ত নম্বর দিয়ে পাশ করিয়ে দেওয়া হবে। চলতি বছর যেহেতু লোকসভা ভোট রয়েছে, সেই কারণে কি সত্যি সত্যি এমনটা করা হবে?

ক্লাস নাইনে রেজিস্ট্রেশন সংক্রান্ত কড়া নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদের : West Bengal Board of Secondary Examination on Madhyamik Pariksha registration

২০২৪ মাধ্যমিকে সবাই পাশ! (WBBSE Madhyamik Result 2024)

এক্ষেত্রে বলে রাখি, যে সকল WBBSE মাধ্যমিক (Madhyamik) পরীক্ষার্থী স্কুল প্রোজেক্ট জমা করেনি, তাঁদের যদি স্কুলের তরফ থেকে কোনও নম্বর না দেওয়া হয় তাহলে তাঁরা পাশ করতে পারবে না। কিন্তু যে সকল পরীক্ষার্থী প্রত্যেকটি স্কুল প্রোজেক্ট জমা দিয়েছে এবং সকল পরীক্ষাতেও বসেছে, তাঁদের হয়তো পাশ করিয়ে দেওয়া হতে পারে।

আরও পড়ুনঃ আবেদন করলেই মিলবে ১২০০০ টাকা! মাধ্যমিকের পরেই আবেদন করা যাবে এই ৩ স্কলারশিপে

মাধ্যমিকের প্রোজেক্টে ১০ নম্বর থাকে। এবার যদি শিক্ষার্থী লিখিত পরীক্ষায় ১২, ১৩ অথবা ১৪ পায়, সেক্ষেত্রে তাঁকে গ্রেস নম্বর দিয়ে তা ১৫ করে প্রোজেক্ট এবং লিখিত পরীক্ষা মিলিয়ে ২৫ নম্বর করে পাশ করিয়ে দেওয়া হতে পারে। তবে এটা কিন্তু কোনও সরকারি নিয়ম নয়। যে শিক্ষক/শিক্ষিকা খাতা দেখবেন তিনি যদি চান তাহলে কোনও ছাত্রছাত্রীকে গ্রেস নম্বর দিয়ে পাশ করাতে পারেন।

একটি বিষয়ে ফেল করলে কী হবে?

যদি কোনও পড়ুয়া মাধ্যমিক পরীক্ষায় একটি বিষয়ে অনুত্তীর্ণ হয় তাহলে তাঁকে পুরো ফেল হিসেবেই গণ্য করা হয়। কিন্তু কোনও শিক্ষার্থী যদি একটি বিষয়ে ফেল করে এবং রেজাল্ট বেরনোর পর পর্ষদের কাছে রিভিউরজন্য আবেদন করে তাহলে সংশ্লিষ্ট শিক্ষার্থী অন্যান্য বিষয়ের নম্বর খুটিয়ে দেখে তাঁকে ওই বিষয়ে গ্রেস নম্বর দিয়ে পাশ করিয়ে দিতে পারে।

আরও পড়ুনঃ উচ্চমাধ্যমিক শুরুর আগেই বড় খবর! বদলে গেল এই নিয়ম, পরীক্ষার্থীদের সুবিধা হবে নাকি অসুবিধা?

তাই কোনও ছাত্রছাত্রী যদি একটি বিষয়ে অনুত্তীর্ণ হয় তাহলে ভেঙে পড়ার কোনও কারণ নেই। সে রিভিউর জন্য পর্ষদের কাছে আবেদন করতে পারে। সেক্ষেত্রে অন্যান্য বিষয় বিবেচনা করে তাঁকে গ্রেস নম্বর দিয়ে পাশ করিয়ে দেওয়া হতে পারে।

মধ্যশিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইটঃ ক্লিক করুন

Leave a Comment