দুয়ারে শিক্ষক! স্মার্ট পাঠ্যবইয়ে কোড স্ক্যান করেই অনলাইনে ক্লাস করতে পারবে ছাত্রছাত্রীরা

মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) অভিনব উদ্যোগ। বছরের শুরুতেই রাজ্যের শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই (Text Book) পেয়েছেন। সেই বইগুলিতে যুক্ত করা হয়েছে একাধিক নতুন জিনিস। বইয়ের ভেতরের সাজসজ্জায় এসেছে বদল। সেই সগেই যোগ করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি (WBBSE Madhyamik Textbook)। নবম-দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা এখন থেকে ঘরে বসেই অনলাইন ক্লাসের সুবিধা পাবেন! কোনও বিষয় বুঝতে অসুবিধা হলে বাড়ি বসেই পাবেন সাহায্য।

মাধ্যমিক স্তর তথা নবম-দশম শ্রেণীর পড়ুয়াদের সরকারের (West Bengal Government) তরফ থেকে বাংলার দু’টি বই, ইংরেজি এবং অঙ্ক বই দেওয়া হয়। চলতি শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীদের হাতে যে পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে QR Code। প্রত্যেকটি অধ্যায়ের শুরুতে একটি করে QR Code দেওয়া আছে। এই কোডগুলি মোবাইল ফোনে স্ক্যান করলে কী হবে জানেন?

Madhyamik Exam Admit Card Distrubution Dates 2024

QR Code in WBBSE Madhyamik Books!

আসলে মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) ওয়েবসাইটে মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমের প্রত্যেকটি অধ্যায়ের টিউটোরিয়াল ভিডিও আপলোড করা আছে। ছাত্রছাত্রীরা পড়ার সময় যদি কোনও বিষয় বুঝতে না পারেন, তাহলে অধ্যায়ের শুরুতে দেওয়া QR Code স্ক্যান করে সেই অধ্যায়ের টিউটোরিয়াল ভিডিও দেখে নিতে পারেন। বাংলা, অঙ্ক হোক বা ইংরেজি- মিলবে সব বিষয়ের সমাধান।

আরও পড়ুনঃ ষ্টার মার্কস গ্যারেন্টি! মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই মানতে হবে এই ১০টি টিপস

অঙ্ক বইয়ে আবার বেশ কিছু জটিল অঙ্কের সমাধানের জন্য অধ্যায়ের মাঝেও QR Code দেওয়া হয়েছে। সেগুলি স্ক্যান করলেই সেই অঙ্কের টিউটোরিয়াল ভিডিও দেখতে পাবেন পড়ুয়ারা। কোনও পড়ুয়া যদি কোনও কারণবশত স্কুলের কোনও ক্লাস মিস করেন অথবা বুঝতে না পারেন, তাহলে এই টিউটোরিয়াল ভিডিও দেখে তাঁদের অনেকটা সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

পাঠ্যবইয়ে কেন QR Code যুক্ত করা হয়েছে? (Which Books will Have QR Codes?)

আসলে রাজ্যে এমন অনেক ছাত্রছাত্রী আছেন যাঁদের প্রাইভেট টিউটর নেই। সেক্ষেত্রে স্কুলের ক্লাসই শেখার একমাত্র ভরসা। এমতাবস্থায় একদিনও ক্লাস মিস করলে সমস্যা হয়ে যায়। সেই সঙ্গেই সারা বছর নানান ছুটির কারণে স্কুলের পঠনপাঠন কিছুটা হলেও ব্যাহত হয়। যে কারণে পরীক্ষার আগে অনেক স্কুল সিলেবাস শেষ করে উঠতে পারে না। পর্ষদের নির্দেশ দেওয়া থাকলেও, বেশিরভাগ বিদ্যালয়ে অতিরিক্ত ক্লাস নিয়ে সিলেবাস শেষ করা হয় না। যে কারণে সমস্যার সম্মুখীন হতে হয় ছাত্রছাত্রীদের।

আরও পড়ুনঃ পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি! মেধাবী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

মাধ্যমিক স্তরে এমনটা হলে পড়ুয়াদের ভবিষ্যতের ওপর এর প্রভাব পড়ে। তাই সবকিছু ভাবনাচিন্তা করে পাঠ্যবইয়ে QR Code যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এই কোড স্ক্যান করলেই এখন টিউটোরিয়াল ভিডিও দেখতে পাবেন পড়ুয়ারা। তাতে তাঁদের পড়াশোনায় অনেকটা সাহায্য হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment