রুটিন বদলের পর ২০২৫ মাধ্যমিকে নয়া নিয়ম! কড়া সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের

২০২৪ সালের মাধ্যমিক (Madhyamik Pariksha) শেষ হয়েছে এখনও এক মাস হয়নি। এর মধ্যেই সংবাদের শিরোনামে উঠে এসেছে ২০২৫ মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha 2025)। দিন কয়েক আগেই মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) তরফ থেকে আগামী বছরের পরীক্ষার সূচিতে বদল আনা হয়েছে। এবার সামনে এল আরও একটি বড় আপডেট!

গত সোমবার পর্ষদের (West Bengal Board of Secondary Education) তরফ থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা জানানো হয়, আগামী বছর ১৪ ফেব্রুয়ারির বদলে ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা, চলবে ২৪ ফেব্রুয়ারি অবধি। রুটিন বদলের এই খবরের রেশ কাটতে না কাটতেই সামনে এল আরও বড় একটি তথ্য! শোনা যাচ্ছে, আগামী বছর মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik Pariksha) চালু হতে পারে একটি নতুন নিয়ম। কী সেই নিয়ম? বিশদে জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

Indian school students

২০২৫ মাধ্যমিকে নতুন নিয়ম!

চলতি বছর যাতে সুষ্টুভাবে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha 2024) সম্পন্ন হয় সেই জন্য পর্ষদের তরফ থেকে একাধিক নতুন নিয়ম চালু করা হয়েছিল। প্রশ্নপত্র ফাঁস হলে যাতে দ্রুত উৎসের সন্ধান করা যায় সেই জন্য প্রশ্নপত্রে কিউআর কোডের ব্যবহার করা হয়। এর মাধ্যমে ৩৬জন শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। যার মধ্যে ২৩জনই পড়ুয়াই মালদহের। এছাড়াও মালদহ থেকে ৩৭টি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছিল।

আরও পড়ুনঃ এবছর মাধ্যমিক দেওয়া পরীক্ষার্থীদের জন্য দারুন সুখবর! সবাইকে টাকা দেওয়া হবে, ঘোষণা পর্ষদের

গত বছরের তুলনায় ২০২৪ মাধ্যমিকে পরীক্ষার্থীর (Madhyamik Pariksha) সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই বছর ২৬৭৫টি পরীক্ষাকেন্দ্রে মোট ৯,২৩,০৪৫ জন পড়ুয়া মাধ্যমিকের জন্য রেজিস্ট্রেশন করেছিলেন। সব মিলিয়ে, এই বছর মোটের ওপর সুষ্টুভাবে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামী বছরও যাতে ছাত্রছাত্রীরা ভালোভাবে পরীক্ষা দিতে পারে সেই জন্য পর্ষদের (WBBSE) তরফ থেকে পোশাকবিধি চালু করা হতে পারে বলে খবর। শোনা যাচ্ছে, মূলত কারচুপি রুখতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।

নয়া নিয়মে কী বলা হয়েছে?

এখনও অবধি পর্ষদের তরফ থেকে অফিশিয়ালি ঘোষণা না করা হলেও, সংশ্লিষ্ট মহল সূত্রে খবর, সম্পূর্ণ পোশাকবিধি জারি করা না হলেও, কিছু কিছু নির্দিষ্ট পোশাক আনার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হতে পারে। এখন প্রশ্ন উঠতেই পারে, আচমকা কেন এমন সিদ্ধান্ত গ্রহণ করছে বোর্ড?

আরও পড়ুনঃ মাধ্যমিকের পর আবেদন করলেই মিলবে ৬০,০০০ টাকা! রইল পশ্চিমবঙ্গের সেরা ৫ স্কলারশিপের তালিকা

এই বিষয়ে বেশ কিছু শিক্ষক-শিক্ষিকা জানিয়েছেন, ২০২৪ মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় খুব একটা ঠাণ্ডা ছিল না। কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু পরীক্ষাকেন্দ্রে দেখা গিয়েছে, কয়েকজন ছাত্রছাত্রী গরম জামাকাপড় পরে এসেছে। ঘাম হলেও অনেকে সোয়েটার কিংবা জ্যাকেট খুলছিলেন না! এমনকি অনেককে মাথা ঢেকে রাখতেও দেখা গিয়েছে। যা দেখে অনেক ইনভিজিলেটরদের সন্দেহ হয়েছে। অনেকেরই অনুমান, এর নেপথ্যে বিশেষ কারণ থাকতে পারে! তাই এই বিষয়টি মাথায় রেখে আগামী বছর পর্ষদের তরফ থেকে নয়া বিধি চালু করা হতে পারে।

Leave a Comment