এবছর মাধ্যমিক দেওয়া পরীক্ষার্থীদের জন্য দারুন সুখবর! সবাইকে টাকা দেওয়া হবে, ঘোষণা পর্ষদের

২০২৪ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে খুব বেশিদিন হয়নি। এই বছর মাধ্যমিকে একাধিক বদলের সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার্থীরা (Madhyamik Examinee 2024)। পরীক্ষার সূচি এগোনো থেকে শুরু করে পরীক্ষা শুরু হওয়ার সময়ে বদল এনেছিল মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। এছাড়া প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় সেই জন্য একাধিক কড়াকড়ি অবলম্বন করা হয়েছিল।

সব মিলিয়ে, মোটের ওপর সুষ্টুভাবে সম্পন্ন হয়েছে ২০২৪ মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha 2024)। এবার চলতি বছর মাধ্যমিক দেওয়া সকল পরীক্ষার্থীকে টাকা দেওয়ার কথা ঘোষণা করলো পর্ষদ। বোর্ডের (WBBSE) তরফ থেকে জানানো হয়েছে, এই বছর মাধ্যমিক পরীক্ষা দেওয়া সকল ছাত্রছাত্রী এই টাকা পাওয়ার যোগ্য। কীভাবে পাওয়া যাবে এই টাকা? বিশদে তুলে ধরা এই প্রতিবেদনে।

মাধ্যমিক পরীক্ষায় নিয়ম বদল : Madhyamik Exam Rule Change

মাধ্যমিক পরীক্ষার্থীদের টাকা দেবে মধ্যশিক্ষা পর্ষদ!

গত বছর সেপ্টেম্বর মাসেই মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) তরফ থেকে টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। বোর্ডের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিল, সফলভাবে পরীক্ষায় বসা সকল ছাত্রছাত্রীকে অনুদান দেওয়া হবে। ২০২৪ মাধ্যমিক পরীক্ষার্থীর (Madhyamik Examinee) জন্য এই অনুদানের টাকা বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ আবেদন করলেই ১০,০০০! মাধ্যমিকের পর কোন কোন স্কলারশিপে অ্যাপ্লাই করা যাবে? দেখুন তালিকা

চলতি বছর মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha) শেষ হতেই এবার টাকা দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেল। এই প্রেক্ষিতে শীঘ্রই একটি ওয়েবসাইট শুরু করা হবে। সেখানে ২০২৪ মাধ্যমিক পরীক্ষার্থীদের অনুদানের জন্য আবেদন করতে হবে। পর্ষদ সূত্রে খবর, জলদি এই পোর্টাল চালু করা হবে এবং ৪৫ দিন এই পোর্টালটি খোলা থাকবে। ওয়েবসাইট খোলার ৪৫ দিনের মধ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের অনুদানের জন্য অ্যাপ্লাই করতে হবে।

কত টাকা দেওয়া হবে?

এখন প্রশ্ন হল, অনুদান স্বরূপ ছাত্রছাত্রীদের কত টাকা দেবে মধ্যশিক্ষা পর্ষদ? এই বছরের প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থীকে বোর্ডের তরফ থেকে ১০ টাকা করে অনুদান দেওয়া হবে। যে সকল পড়ুয়া আবেদন করবেন তাঁরা টাকা পাবেন। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা দেওয়া ছাত্রছাত্রীদের স্বস্তি প্রদানের উদ্দেশে এই টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ এবার বছরে দুবার হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক! নতুন নিয়ম কেন্দ্রের, এই বছর থেকেই হবে চালু

তবে অনুদান স্বরূপ মাত্র ১০ টাকা দেওয়া হবে শুনে অনেকেরই প্রশ্ন, বর্তমান সময়ে দাঁড়িয়ে ১০ টাকা দিয়ে কী হয়? এই প্রেক্ষিতে পর্ষদ তরফ থেকে জানানো হয়েছে, এক একজন শিক্ষার্থীর কাছে ১০ টাকা খুব নগন্য হলেও, সব মিলিয়ে এই খাতে সরকারের কোটি কোটি টাকা খরচ হবে। ওই ১০ টাকা দিয়ে একজন মাধ্যমিক পরীক্ষার্থী পেন, জলের বোতল কিংবা অন্য কোনও সামগ্রী কিনতে পারবেন।

Leave a Comment