বেড়ে গেল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফর্ম ফিলাপের দিন, ভুল সংশোধনও হবে! জানুন লাস্ট ডেট

আপনি কি পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স ২০২৪ (WBJEE 2024) পরীক্ষায় বসতে চান? কোনও কারণবশত সময় মতো ফর্ম ফিল আপ করে উঠতে পারেননি? আর চিন্তা নেই। কারণ এবার ফর্ম ফিল আপের মেয়াদ বৃদ্ধি করলো WBJEE Board। শেষ মুহূর্তে পড়ুয়াদের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সেই সঙ্গেই কতদিন অবধি ভুল সংশোধন করা যাবে তাও জানানো হয়েছে।

আবেদনপত্র পূরণ করতে গিয়ে অনেক সময়ই বানান ভুল, টাইপিং মিসটেক সহ নানান ধরণের ভুল হয়ে গিয়ে থাকে। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফর্ম ফিল আপের (WBJEE Form Fill Up) ক্ষেত্রেও অনেক সময় দেখা যায় এই সমস্যা। যে কারণে চিন্তায় পড়ে যান ছাত্রছাত্রীরা। তাই এবার তাঁদের সুবিধার্থে আবেদনের মেয়াদের পাশাপাশি ভুল সংশোধনের দিনক্ষণও ঘোষণা করলো WBJEE বোর্ড। কতদিন চলবে পরীক্ষার ফর্ম ফিল আপ? ভুল সংশোধনের মেয়াদও বা কতদিন? বিশদে জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, West Bengal Joint Entrance Exam 2024 Annoucement

WBJEE Board 2024 Form Fill Up Date Extension

গত ৩১ জানুয়ারি WBJEE Board-এর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার্থীদের বারংবার অনুরোধের কারণে WBJEE-2024-এর রেজিস্ট্রেশনের তারিখ ০৫-০২-২০২৪ অবধি বাড়ানো হল। রেজিস্ট্রেশন থেকে শুরু করে ফর্ম ফিল আপ- সবকিছুর জন্যই আগামী ৫ ফেব্রুয়ারি অবধি ওয়েবসাইট খোলা থাকবে।

আরও পড়ুনঃ ২০,০০০ টাকা পাবে পড়ুয়ারা! দুর্দান্ত এই স্কলারশিপে আজই করুন আবেদন, দেখুন সম্পূর্ণ পদ্ধতি

ভুল সংশোধন কবে থেকে করা যাবে? (WBJEE Form Correction)

আবেদনপত্র পূরণ করার সময় কোনও বানান ভুল অথবা নথিপত্র সংক্রান্ত ভুল হয়ে থাকলে তা সংশোধনের সময়সীমাও ঘোষণা করেছে WBJEE Board। আগামী ০৭-০২-২০২৪ তারিখ থেকে ভুল সংশোধনের প্রক্রিয়া শুরু হবে, চলবে ০৯-০২-২০২৪ তারিখ অবধি। অন্যান্য সকল শর্তাবলী একই আছে।

আরও পড়ুনঃ প্রতিবছর ৬০০০০ টাকা! পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ঘোষণায় আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা

যে সকল ছাত্রছাত্রী এখনও অবধি কোনও কারণবশত WBJEE 2024 পরীক্ষার ফর্ম ফিল আপ করে উঠতে পারোনি তাঁরা ঝটপট ফর্ম ফিল আপ করে নাও। বাকি সকল অফিশিয়াল আপডেটের জন্য চোখ রাখতে হবে অফিশিয়াল ওয়েবসাইটে।

অফিশিয়াল ওয়েবসাইটঃ ক্লিক করুনক্লিক করুন

অফিশিয়াল বিজ্ঞপ্তিঃ অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড

Leave a Comment