পোস্ট অফিসের এই প্রকল্পে লক্ষ্মীলাভ গ্যারান্টি! হু হু করে বাড়বে মহিলাদের ব্যাঙ্ক ব্যালেন্স

মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফ থেকে একাধিক প্রকল্প আনা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট (Mahila Samman Savings Certificate)। ভারতীয় মহিলাদের জন্য এটি একটি দুর্দান্ত স্কিম। অল্প বিনিয়োগে দুর্দান্ত রিটার্ন পাওয়া যায় এই প্রকল্পে। আপনি যদি একজন মহিলা হন এবং বিনিয়োগের (Investment) জন্য একটি ভালো স্কিমের খোঁজে থেকে থাকেন তাহলে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটে কিন্তু টাকা রাখতে পারেন।

এই স্কিমের অন্যতম আকর্ষণ হল এর স্বল্প মেয়াদ। মাত্র ২ বছরের জন্য নিজের অর্থ বিনিয়োগ করে মোটা টাকা রিটার্ন পেতে পারেন আপনি। কারা এই স্কিমে (Mahila Samman Savings Certificate) আবেদন করতে পারবেন? সর্বোচ্চ কত টাকা বিনিয়োগ করা যায়? কীভাবে বিনিয়োগ করতে হয়? এই বিষয়ে বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইল।

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম : Mahila Samman Savings Certificate scheme

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট (Mahila Samman Savings Certificate)

২০২৩-২৪ অর্থবর্ষে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। গত বছর ১ এপ্রিল থেকে এই প্রকল্প কার্যকর হয়। আপনি পোস্ট অফিস (Post Office) থেকে এই ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে নিজের অর্থ বিনিয়োগ করতে পারবেন।

আরও পড়ুনঃ বদলে গেল পোস্ট অফিসে টাকা রাখার নিয়ম! গ্রাহকদের সুবিধা বাড়লো নাকি অসুবিধা? জেনে নিন ঝটপট

কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন?

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটে কারা আবেদন করতে পারবেন তা নিম্নে তুলে ধরা হল।

এই স্কিমে শুধুমাত্র ভারতীয় মহিলারা বিনিয়োগ করতে পারবেন। এদেশের যে কোনও প্রাপ্তবয়স্ক মহিলা এই প্রকল্পে টাকা রাখতে পারেন।

কোনও মা-বাবা চাইলে নিজের শিশুকন্যার জন্য নামে এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন।

শুধুমাত্র সিঙ্গেল অ্যাকাউন্ট খোলা যায়। এই স্কিমে জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যায় না।

কত টাকা রাখা যায় ?

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটে বিনিয়োগের একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই স্কিমে কোনও মহিলা নূন্যতম ১০০০ টাকা থেকে সর্বাধিক ২ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। একজন মহিলা চাইলে একাধিক অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে সব অ্যাকাউন্ট মিলিয়ে বিনিয়োগের সীমা ২ লাখ টাকা অতিক্রম করলে চলবে না। এছাড়া, একটি অ্যাকাউন্ট খোলার ৩ মাস পর আর একটি অ্যাকাউন্ট খোলা যায়।

আরও পড়ুনঃ আধার কার্ড থাকলেই মিলবে ১০ লাখের লোন! এভাবে করুন আবেদন

সুদের হার কত?

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটের মেয়াদ হল ২ বছর। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর সুদ সহ টাকা ফেরত পাবেন। এই মুহূর্তে এই প্রকল্পে ৭.৫% হারে সুদ পাওয়া যাচ্ছে। প্রত্যেক কোয়ার্টারে এই সুদের পরিমাণের হিসেব হয়। পাশাপাশি দরকার পড়লে আপনি মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে আপনি এই স্কিম থেকে টাকা তুলে নিতে পারেন। এছাড়া যদি অ্যাকাউন্ট হোল্ডার প্রয়াত হন তাহলে নমিনির হাতে বিনিয়োগের অর্থ তুলে দেওয়া হয়।

কত টাকা রিটার্ন পাওয়া যায়?

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেটে কত টাকা রাখলে ২ বছর পর কত রিটার্ন পাওয়া যায় তা নিম্নে দেওয়া মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট ক্যালকুলেটরের মাধ্যমে হিসেব করে দেখে নিতে পারেন।

মহিলা সম্মান সেভিং সার্টিফিকেট ক্যালকুলেটর- ক্লিক করুন

Leave a Comment