কন্যাশ্রী-লক্ষ্মীর ভাণ্ডার অতীত, মহিলাদের ৩০,০০০ টাকা দেবে সরকার! এভাবে করুন আবেদন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসনে আসীন হওয়ার পর একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিশেষত রাজ্যের মহিলাদের উন্নয়নের জন্য চালু করেছেন একাধিক প্রকল্প। কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, মহিলা সমৃদ্ধি যোজনার নাম রয়েছে সেই তালিকায়। আজকের প্রতিবেদনে মহিলা সমৃদ্ধি যোজনা (Mahila Samridhi Yojana) সম্পর্কেই বিশদে আলোচনা করা হল।

রাজ্যের মহিলারা যাতে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে সেই জন্য পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের দ্বারা উপকৃত হয়েছেন অগুনতি মহিলা। এবার তাঁরা চাইলে মহিলা সমৃদ্ধি যোজনার (Mahila Samridhi Yojana) সুবিধাও গ্রহণ করতে পারেন। কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন? কোথায় আবেদন করতে হবে? এই বিষয়ে বিশদে জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

লাখপতি দিদি যোজনা : New Govt Scheme Lakhpati Didi Yojana for Woman Empowerment

Mahila Samridhi Yojana

মহিলাদের উন্নয়নের উদ্দেশে চালু করা এই প্রকল্পে (Government Scheme) ব্যবসা শুরু (কুটির শিল্প) এবং ব্যবসা বৃদ্ধির জন্য সর্বাধিক ৩০,০০০ টাকা অবধি লোন দেয় সরকার। এর মধ্যে ১০,০০০ টাকা অবধি ৫০% ভর্তুকি বা ছাড় মিলবে। অর্থাৎ এই টাকা পরিশোধ করতে হবে না। বাকি টাকা ৩%-৪% সুদে ত্রৈমাসিক কিস্তিতে তিন বছরের মধ্যে পরিশোধ করতে হবে।

আরও পড়ুনঃ গরিব পরিবার পিছু ২,০০,০০০ টাকা দেবে সরকার! কীভাবে? ঝটপট দেখে নিন

এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন? (Mahila Samridhi Yojana Application Eligibility)

মহিলা সমৃদ্ধি যোজনায় কারা আবেদন করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক।

  1. আবেদনকারী প্রার্থীর বয়সসীমা হল ১৮-৫০।
  2. আবেদনকারীর বার্ষিক আয় দেড় লাখ টাকার মধ্যে হতে হবে।
  3. আবেদনকারীকে তপশিলি জাতি, তপশিলি উপজাতি কিংবা ওবিসি ক্যাটাগরির হতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র (Documents Required for Mahila Samridhi Yojana Application)

উপরিউক্ত প্রকল্পে আবেদনের জন্য কী কী নথি লাগবে তা নিম্নে তুলে ধরা হল।

  1. আবেদনকারীর আধার কার্ড।
  2. জাতিগত শংসাপত্র।
  3. বাৎসরিক আয়ের সার্টিফিকেট (পঞ্চায়েত প্রধান অথবা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান প্রদত্ত)।
  4. ১০ টাকা দামের নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপার।
  5. আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য।

আরও পড়ুনঃ লক্ষ্মীর ভাণ্ডার ঢুকছে না! কবে ঢুকবে টাকা? এভাবে বাড়ি বসে ২ মিনিটে চেক করে নিন

কোথায় আবেদন করতে হবে? (Where to Apply for Mahila Samridhi Yojana)

মহিলা সমৃদ্ধি যোজনায় আবেদনে ইচ্ছুক প্রার্থীকে বিডিও অফিস গিয়ে SC, ST, OBC বিভাগে গিয়ে আবেদন করতে হবে। এরপর সেই অ্যাপ্লিকেশন ফর্ম অনুমোদনের জন্য WBSCSTOBCDFC কলকাতা অফিসে যেতে হবে। সেই অফিস অনুমোদন দিলেই সংশ্লিষ্ট মহিলা উপরে উল্লিখিত প্রকল্পের সুবিধা পাবেন।

Leave a Comment