প্রতিমাসে ১ লক্ষ টাকা আয়! SBI-এর এই স্কিমে বিনিয়োগ করলে লক্ষ্মীলাভ গ্যারেন্টি

সরকারি চাকরি পাওয়া এখন হাতে চাঁদ পাওয়ার মতো হয়ে গিয়েছে। যে কারণে বেশিরভাগ চাকুরিজীবী এখন বেসরকারি সেক্টরে কাজ করছেন। তবে এখানে অবসরের পর পেনশন (Pension) পাওয়ার কোনও ব্যাপার নেই। সেই কারণে বেশিরভাগ বেসরকারি চাকুরিজীবীরা কাজ করতে করতেই পেনশন প্ল্যানে (SBI Pension Plan) বিনিয়োগ করে থাকেন। যাতে অবসর গ্রহণ করার পরেও তাঁদের আর্থিক অবস্থা পরিপক্ক থাকে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা SBI যেমন একটি দুর্দান্ত প্ল্যান (SBI Pension Plan) নিয়ে এসেছে সকলের জন্য SBI Life Retire Smart Pension Plan- এমন একটি স্কিম যেখানে গ্রাহকরা দীর্ঘসময়ের জন্য বিনিয়োগ করতে পারবেন। পরিবর্তে অবসর গ্রহণের পর প্রত্যেক মাসে পেনশনের সুবিধা পাওয়া যাবে। এটি একটি পেনশন কাম লাইফ ইনস্যুরেন্স প্ল্যান। যেখানে দুর্দান্ত রিটার্ন পাবে গ্রাহকরা।

Indian Man with Money Smile

SBI Life Retire Smart Pension Plan Benefits

এটি একটি ইউনিট লিঙ্কড ইনস্যুরেন্স প্ল্যান (ULIP)। এই স্কিমের মাধ্যমে আপনি যেমন ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারবেন তেমনই আবার লাইফ ইনস্যুরেন্স কভারেজও পাবেন। চলুন তাহলে দেখে নেওয়া যায় এই প্ল্যানে বিনিয়োগ করতে কী কী সুবিধা পাওয়া যাবে-

  1. নিজের প্রয়োজন অনুযায়ী আপনি এই দীর্ঘমেয়াদী স্কিমে বিনিয়োগ করতে পারেন। গ্রাহক চাইলে ৫ বছর পর এই ইনস্যুরেন্স withdraw করে নিতে পারেন।
  2. এটি যেহেতু SBI Life Retire Smart Insurance Scheme সেই কারণে গ্রাহকরা ডেথ বেনিফিট পাবেন।
  3. মেয়াদ শেষ হওয়ার সময় যে মার্কেট ভ্যালু থাকবে গ্রাহকরা সেই হিসেবে রিটার্ন পাবেন।

এগুলি ছাড়াও SBI Life Retire Smart Pension Plan-এ বিনিয়োগ করার আরও বেশ কয়েকটি সুবিধা রয়েছে। যা সম্পর্কে বিস্তারিত জানতে হল নিকটবর্তী SBI ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন।

আরও পড়ুনঃ ব্যাঙ্ক না পোস্ট অফিস? ১ লাখ টাকা বিনিয়োগে কোথায় সুদ বেশি? ক্যালকুলেশন সহ নিজেই দেখে নিন

এসবিআই রিটায়ারমেন্ট স্মার্ট পেনশন প্ল্যানে কারা বিনিয়োগ করতে পারবেন? (Who can Invest in SBI Retirement Smart Pension Plan?)

  1. এই স্কিমে বিনিয়োগ করার জন্য নূন্যতম বয়স হতে হবে ৩০ এবং সর্বোচ্চ বয়সসীমা হল ৬০।
  2. ১০-৩৫ বছরের মধ্যে বছর একটি পলিসি নির্বাচন করতে পারবেন গ্রাহক।
  3. এই স্কিমে বিনিয়োগের কোনও সর্বোচ্চ সীমা নেই। SBI ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে আলোচনা করে আপনি বিনিয়োগের অঙ্ক নির্ধারণ করতে পারেন।

এই প্ল্যান সম্বন্ধে বিশদে জানতে নিকটবর্তী ব্যাঙ্কে যোগাযোগ করতে পারেন অথবা অফিশিয়াল ওয়েবসাইটে একবার চেক করতে পারেন।

আরও পড়ুনঃ ৬০০০ লাগিয়ে ফেরত পাবেন ১০ লাখ টাকা! পোস্ট অফিসের এই স্কিমে লক্ষ্মীলাভ গ্যারান্টি

SBI Life Retire Smart Pension Plan-এর জন্য কীভাবে আবেদন করবেন?

আপনি চাইলে এই স্কিমের জন্য অনলাইনে আবেদন করতে পারেন। কীভাবে করবেন? সেই পদ্ধতি নিম্নে ধাপে ধাপে তুলে ধরা হল।

  1. প্রথমে https://www.sbilife.co.in/ ওয়েবসাইটে যেতে হবে।
  2. এরপর একটি নতুন পেজ খুলবে। সেখানে আপনাকে প্রোডাক্টের লিঙ্ক সিলেক্ট করতে হবে। এরপর Individual Life Insurance Scheme নির্বাচন করতে হবে।
  3. এরপর রিটায়ারমেন্ট প্ল্যান ফিল্টার সিলেক্ট করুন।
  4. এবার SBI Life Retire Smart Scheme নির্বাচন করুন।
  5. এবার অনলাইন আবেদনপত্র পূরণ করুন।
  6. নিজের ক্যাটাগরি অনুযায়ী ইনস্যুরেন্স প্ল্যান সিলেক্ট করুন।
  7. সবকিছু হয়ে যাওয়ার পর সাবমিট করে দিন।

এরপর ব্যাঙ্কের তরফ থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে। আপনার যা যা প্রশ্ন থাকবে আপনি সংশ্লিষ্ট ব্যাঙ্ক আধিকারিককে জিজ্ঞেস করে নিতে পারবেন। ব্যাঙ্কের তরফ থেকে আপনার আবেদন ভেরিফাই করা হবে এবং এরপর আপনাকে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য ব্যাঙ্কে ডেকে পাঠানো হবে। SBI Life Retire Smart Pension Plan-এর জন্য প্রিন্সিপাল অ্যামাউন্ট জমা দিলেই শুরু হয়ে যাবে আপনার প্ল্যান।

Leave a Comment