মোটা টাকা আয় হবে সিনিয়র সিটিজেনদের, এই স্কিমে বিনিয়োগ করলে লক্ষ্মীলাভ গ্যারান্টি!

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের (Senior Citizen Savings Scheme) কথা কমবেশি আমরা প্রত্যেকেই জানি। এটি মূলত অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্য। এবার পোস্ট অফিসের (Post Office) সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম থেকেই প্রত্যেক মাসে ২০ হাজার টাকারও বেশি আপনি আয় করতে পারবেন! কারা এই স্কিমে আবেদন করতে পারবেন, কী কী সুবিধা আছে তা এই প্রতিবেদনে বিশদে তুলে ধরা হল।

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (Senior Citizen Savings Scheme)

২০০৪ সালে ভারত সরকার সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম শুরু করেছিল। অবসরপ্রাপ্ত সিনিয়র সিটিজেনদের মাসিক আয়ের একটি বেশ ভালো উৎস। যা বৃদ্ধ বয়সে ব্যক্তিদের আর্থিক নিরাপত্তা প্রদান করে। এই স্কিমের একাধিক সুবিধাও রয়েছে। প্রথমেই বলতে হয় এটি ভারত সরকার (Central Government) দ্বারা পরিচালিত। সেই জন্য সম্পূর্ণ নিরাপদ বিনিয়োগ এটি। সেই সঙ্গেই ভালো রকমের সুদ পাওয়া যায়। ফলে প্রত্যেক মাসে মোটা টাকা আয় হয় সিনিয়র সিটিজেনদের (Senior Citizen)। এছাড়াও এই সেভিংস স্কিমে (Savings Scheme) আরও একাধিক সুবিধা আছে।

Man Counting 500 Rupees Notes

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে কারা অ্যাকাউন্ট খুলতে পারবেন?

  1. সাধারণত ৬০ পেরিয়ে যাওয়ার পর যে কোনও ব্যক্তি এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারেন।
  2. ৫৫ বছরের বেশি বয়সে অবসর গ্রহণ করা ব্যক্তি যার বয়স ৬০ বছরের নীচে তিনি এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে এক্ষেত্রে কিছু শর্ত আছে। ৫৫ থেকে ৬০ বছরের চাকুরিজীবীদের অবসর লাভের এক মাসের মধ্যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্ট খোলার জন্য আবেদন করতে হবে।
  3. ভারতীয় সৈনিক হিসেবে কাজ করে থাকলে ৫০ পেরোলেই এই স্কিমের সুবিধা পাওয়া যায়। ৫০ থেকে ৬০ বছরের সৈনিকদের অবসর গ্রহণের এক মাসের মাথায় এই স্কিমে অ্যাকাউন্ট খোলার জন্য আবেদন করতে হয়।
  4. সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে অ্যাকাউন্ট একা এবং জয়েন্ট দু’ভাবেই খোলা যায়। তবে জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে একজন পুরুষ তাঁর স্ত্রী এবং একজন মহিলা তাঁর স্বামীর সঙ্গে অ্যাকাউন্ট খুলতে পারবেন। ছেলে-মেয়ে কিংবা অন্য আত্মীয়ের সঙ্গে খোলা যায়।

আরও পড়ুনঃ চাইলেও বিয়ে করা যাবে না! নতুন বছরে নির্দেশিকা জারি হতেই মাথায় হাত পাত্র-পাত্রীদের

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের অ্যাকাউন্ট পোস্ট অফিস সহ একাধিক ব্যাঙ্কে খোলা যায়। SBI, ব্যাঙ্ক অফ বরোদা, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাঙ্ক সহ একাধিক ব্যাঙ্কের নাম রয়েছে সেই তালিকায়। এছাড়া আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেখানে একবার জিজ্ঞেস করে দেখতে পারেন সেখানে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে অ্যাকাউন্ট খোলা যায় কিনা।

Senior Citizen Savings Scheme এর অ্যাকাউন্ট কীভাবে অ্যাকাউন্ট খুলবেন?

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে অ্যাকাউন্ট খোলার পদ্ধতি নিম্নে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।

  1. প্রথমে ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসে গিয়ে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের আবেদনপত্র সংগ্রহ করতে হবে।
  2. এরপর যথাযথভাবে সেই আবেদনপত্র ফিল আপ করতে হবে।
  3. রেশন কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, বার্থ সহ প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করতে হবে।
  4. সবকিছু হয়ে যাওয়ার পর ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসে গিয়ে জমা করতে হবে।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গে মাত্র ৪৫০ টাকায় পাবেন LPG সিলিন্ডার! নববর্ষে সুখবর পেতেই খুশি আম জনতা

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে নূন্যতম ১০০০ টাকা ডিপোজিট করা যায়। সর্বোচ্চ পরিমাণ হল ৩০ লাখ টাকা। এই মুহূর্তে এই স্কিমের সুদের হার হল ৮.২%। ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত এই হার থাকবে। এই স্কিমে বছরে চার বার সুদ পাওয়া যায়। ৩১ মার্চ, ৩০ জুন, ৩০ সেপ্টেম্বর এবং ৩১ ডিসেম্বর সুদের টাকা ক্রেডিট হয় এবং বিনিয়োগের ৫ বছর পর এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম ম্যাচুওর হয়।

Leave a Comment