দুয়ারে সরকারের ক্যাম্পেই কন্যাশ্রী প্রকল্পের আবেদন, মাসে ৬০০০ পেতে হলে জেনে নিন আবেদন পদ্ধতি

মেয়েদের উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক উন্নয়নমূলক প্রকল্প চালু করেছে। এমনই একটি প্রকল্প হল কন্যাশ্রী প্রকল্প (Kanyashree Prakalpa)। আজ অবশ্য দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে সমাদৃত হয়েছে রাজ্য সরকারের এই স্কিম। আর্থিক দুরবস্থার কারণে যে সকল মেয়েদের পড়াশোনা বাধাপ্রাপ্ত হচ্ছে তাঁদের জন্য কন্যাশ্রী প্রকল্প চালু করা হয়েছে। আগে বিদ্যালয়ে পাঠরত মেয়েরা এই প্রকল্পের সুবিধা পেত। এখন কলেজ পড়ুয়ারাও এই প্রকল্পের আওতায় চলে এসেছে।

কন্যাশ্রী প্রকল্পে আবেদনের পদ্ধতিঃ (Kanyashree Prakalpa Apply Details)

রাজ্য সরকারের তরফে শুরু করা উন্নয়নমূলক স্কিম কন্যাশ্রী প্রকল্পকে তিনটি বিভাগ রয়েছে, যথা- K1, K2 এবং K3। K1-এর ক্ষেত্রে শুধুমাত্র সদ্য কন্যাশ্রী স্কিমে নাম নথিভুক্ত করা ছাত্রীরা আবেদন করতে পারবে। বয়সসীমা হল ১৩ থেকে ১৮ বছর। এই প্রকল্পে ছাত্রীরা প্রত্যেক বছর সরকার কর্তৃক অনুদান পাবে। ১৮ বছর বয়সী ছাত্রীরা K2-এর ক্ষেত্রে আবেদন করতে পারবে।

এক্ষেত্রে একজন ছাত্রী একসঙ্গে ২৫০০০ টাকা পাবে। তবে তাঁকে শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। পড়াশোনা বন্ধ করলে হবে না। অন্যদিকে Kanyashree Prakalpa K3-র ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে পাঠরত ছাত্রীরা আবেদন করতে পারে।

পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকারের ক্যাম্পে কন্যাশ্রী প্রকল্পে আবেদন : Kanyashree Prakalpa 2023 K3 How to Apply

তবে স্নাতক স্তরে নূন্যতম ৪৫% নম্বর থাকলেই এই প্রকল্পের জন্য আবেদন করা যায়। এক্ষেত্রে কলা বিভাগের ছাত্রীরা মাসিক ২০০০ টাকা এবং বিজ্ঞান বিভাগের ছাত্রীরা মাসিক ২৫০০ টাকা পাবে। ওয়েবসাইটের নাম- www.svmcm.wbhed.gov.in.

কন্যাশ্রী প্রকল্পে আবেদনের যোগ্যতা

  • স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করতে হবে।
  • স্নাতক স্তরের পরীক্ষায় ছাত্রীকে কমপক্ষে ৪৫% নম্বর পেতে হবে।
  • এক্ষেত্রে কোনও বয়সসীমা নেই।
  • বার্ষিক পারিবারিক আয় ৬০০০০-এর কম হতে হবে।

কন্যাশ্রী প্রকল্পে আবেদনের পদ্ধতি

  1. আবেদনকারীকে www.svmcm.wbhed.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
  2. পাবলিক ইনস্ট্রাকশন (ডিপিআই) ট্যাবে যেতে হবে। এরপর কন্যাশ্রী প্রকল্পের (K3) জন্য আবেদনে ক্লিক করতে হবে।
  3. নিজের কন্যাশ্রী আইডি, নাম, জন্মতারিখ, বাবা-মায়ের নাম লিখতে হবে।
  4. আইডি যাচাই হয়ে গেলে আবেদন ফর্ম থেকে ইনফরমেশন আপডেট করা যায়। আবার নতুন করে রেজিস্টার করে আরও একটি নতুন আইডি বানানো যায়।
  5. এরপর কন্যাশ্রী প্রকল্প এডিট অ্যাপ্লিকেশন অপশনে যেতে হবে এবং সেখানে গিয়ে সকল তথ্য আপডেট করার পর নিজের ছবি ও স্বাক্ষর আপলোড করে দিতে হবে।
  6. প্রয়োজনীয় যাবতীয় তথ্য আপলোড করে দিতে হবে।
  7. সবকিছু হয়ে যাওয়ার পর রিভিউ অপশনে গিয়ে দেখে নেবেন সব তথ্য ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে তাহলে সাবমিট করে দেবেন।

কন্যাশ্রী প্রকল্পের আবেদনের জন্য প্রয়োজনীয় নথি

  1. মাধ্যমিক পরীক্ষার মার্কশিটের কপি।
  2. উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিটের কপি।
  3. স্নাতক স্তরের মার্কশিটের কপি।
  4. স্নাতকোত্তর স্তরের যে বর্ষে পাঠরতা, তার আগের বর্ষের মার্কশিটের কপি।
  5. আধার কার্ডের কপি।
  6. পরিবারের আয়ের সার্টিফিকেটের কপি।

তবে এখন গোটা রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp) চলছে। এই ক্যাম্পের ৩৬টি স্কিমের মধ্যে একটি হল কন্যাশ্রী। যারা আবেদন করতে ইচ্ছুক তাঁরা চাইলে ক্যাম্পে চলে যেতে পারেন। কিংবা নিজের বিদ্যালত অথবা বিশ্ববিদ্যালয়ে গিয়েও যোগাযোগ করতে পারেন।

Leave a Comment