৩ লাখ টাকা দেবে কেন্দ্রীয় সরকার! পেতে পারেন আপনিও, ঝটপট জানুন আবেদনের পদ্ধতি

দেশবাসীর উন্নয়নের কথা ভেবে মাঝেমধ্যেই কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফ থেকে নানান প্রকল্প শুরু করা হয়। এমনই একটি জনপ্রিয় প্রকল্প হল প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা (PM Vishwakarma Yojana)। শুরু থেকেই এই স্কিম দেশবাসীর মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এর প্রধান কারণ হল অনেকেই চাকরির অভাবে ব্যবসা খোলার কথা চিন্তা করছেন বা ব্যবসা শুরু করে মূলধনের অভাব বুঝতে পারছেন। তাদের জন্য এই প্রকল্পে সত্যিই খুবই সাহায্য করছে।

ইতিমধ্যেই অনেকে এই প্রকল্পের জন্য আবেদন করে ফেলেছেন। অনেকে আবার আবেদন করার কথা ভাবছেন। এই যোজনার আবেদন করলে সরকারের তরফ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত দেওয়া হয়। কারা এই টাকা পেতে পারেন? কীভাবে আবেদন করবেন? সেই সকল তথ্য জানতে এই প্রতিবেদনটি শুরু থেকে শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা : PM Vishwakarma Yojana

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় কারা আবেদন করতে পারবেন? (Who Can Apply For PM Vishwakarma Yojana)

কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে ভারতের যে কোনও নাগরিক আবেদন করতে পারে। তবে আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে। শুধু তাই নয়, এই পেশায় আবেদন করতে হলে আপনাকে নিম্নলিখিত ১৮টি পেশার অন্তর্গত হতে হবে। সেই পেশাগুলি হল-

  1. কাঠমিস্ত্রি
  2. নৌকা নির্মাতা
  3. কামার
  4. হাতুড়ি এবং টুল কিট কারিগর
  5. তালার মিস্ত্রি
  6. ভাস্কর তথা মূর্তিকর, স্টোন কার্ভার এবং স্টোন ব্রেকার
  7. স্বর্ণকার
  8. মুচি
  9. কুমোর
  10. রাজমিস্ত্রি
  11. নাপিত
  12. ধোপা
  13. মালাকার
  14. খেলনা এবং পুতুল বিক্রেতা
  15. ঝুড়িওয়ালা, ঝাড়ুওয়ালা, মাদুরওয়ালা
  16. দর্জি
  17. অস্ত্র নির্মাণকারী অথবা মেরামতকারী
  18. মাছ ধরার জাল তৈরি করা

আরও পড়ুনঃ জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট থাকলে পাবেন ১০০০০ টাকা! শুধু করতে হবে এই ছোট্ট কাজ

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার সুবিধা (PM Vishwakarma Scheme Benifits)

এই প্রকল্পের (Government Scheme) আওতায় বিভিন্ন পেশার ব্যক্তিদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং তাঁদের ব্যবসা বৃদ্ধি করার জন্য নানান পরামর্শ দেওয়া হয়। প্রশিক্ষণের সঙ্গে সরকারের তরফ থেকে শিল্পীদের ভাতাও দেওয়া হয়। শিল্পীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। বলে রাখি, এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন।

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার দ্বারা উপরে উল্লিখিত পেশার সঙ্গে জড়িত ব্যক্তি ৫ বছরের জন্য ৩ লাখ টাকা অবধি ৭% সুদে লোন পেতে পারেন। লোন তুলে সেই অর্থ দিয়ে একজন ব্যক্তি নিজের ব্যবসা বৃদ্ধি করতে পারবেন। বলে রাখি, কেন্দ্রীয় সরকারের এই যোজনায় আবেদন করার জন্য ভোটার কার্ড, আধার কার্ড, মোবাইল নম্বর, পেশার প্রমাণপত্র, ব্যাঙ্ক ডিটেলস, কাস্ট সার্টিফিকেট, পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট সহ বেশ কিছু নথি লাগবে।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবে না পশ্চিমবঙ্গের পড়ুয়ারা! কারণ চমকে দেওয়ার মত

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় কীভাবে আবেদন করবেন?

অনলাইন এবং অফলাইন দু’ভাবেই প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার জন্য আবেদন করা যায়। অনলাইনে আবেদন করার পদ্ধতি নিম্নে ধাপে ধাপে তুলে ধরা হল।

  1. প্রথমে আপনাকে https://pmvishwakarma.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে।
  2. এরপর রেজিস্ট্রেশন করতে হবে।
  3. রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর যথাযথ তথ্য এবং প্রয়োজনীয় নথি দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

অপরদিকে যদি অফলাইনে আবেদন করতে হবে তাহলে আপনাকে জেলা শিল্প কেন্দ্র তথা DIC অফিসে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করতে হবে।

Leave a Comment