২ কোটি নতুন ঘর থেকে বিনামূল্যে বিদ্যুৎ! বাজেটে মধ্যবিত্তদের জন্য বড় ঘোষণা মোদী সরকারের

চলতি বছরই বাজবে লোকসভা ভোটের দামামা। তার আগে ১ ফেব্রুয়ারি মোদী সরকারের শেষ অন্তর্বর্তী বাজেট (Budget 2024) পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। নির্বাচনের আবহে এই বাজেট বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে, বলেছিলেন অনেকেই। বাজেটে কী কী ঘোষণা করা হবে তা নিয়েও চলছিল নানান জল্পনা কল্পনা। অবশেষে মিলল সকল উত্তর।

এবারের বাজেটে দেশের মধ্যবিত্ত মানুষদের (Middle Class) মুখ চেয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী মধ্যবিত্তদের জন্য ভিন্ন আবাসন প্রকল্প চালু করার কথা বলেছেন। সেই সঙ্গেই বিদ্যুতের খরচ কমানোর জন্য সোলার পাওয়ার (Solar Power) নিয়েও বড় ঘোষণা করেছেন। আজ নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) কী কী বললেন চলুন দেখে নেওয়া যাক।

Budget 2024 Big Announcement on Indian House Solar Project

মধ্যবিত্তদের জন্য আবাসন প্রকল্প

আজ পেশ হওয়া বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, দেশের মধ্যবিত্তদের জন্য সরকারের তরফ থেকে নতুন একটি প্রকল্প শুরু করা হবে। নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman) কথায়, ‘ভাড়া বাড়ি, চউল, বস্তি ও অনুমোদিত কলোনি নিবাসী মধ্যবিত্ত মানুষদের নিজের বাড়ি তৈরি করার জন্য কিংবা কেনার জন্য সাহায্য করতে সরকারের তরফ থেকে একটি স্কিম (Government Scheme) চালু করা হবে।

আরও পড়ুনঃ টাকা আপনার ডাবল করার দায়িত্ব ব্যাঙ্কের! এবছরের সেরা স্কিম লঞ্চ করল SBI, আপনি জানেন?

বিনামূল্যে বিদ্যুৎ এবং ছাদে সোলারাইজেশন

প্রত্যেক মাসে বিদ্যুতের পিছনে প্রত্যেকেরই ভালো টাকা খরচ হয়। সেই টাকা বাঁচানোর জন্য এবারের বাজেটে সৌরশক্তি (Solar Energy) নিয়ে বড় ঘোষণা করেছেন। তিনি বলেন, দেশের এক কোটি পরিবারকে ছাদে সোলারাইজেশন প্রকল্পের অধীনে আনার কথা বলা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ছাদে সোলার সিস্টেম ইনস্টল করার মাধ্যমে দেশের এক কোটি পরিবার প্রত্যেক মাসে ৩০০ ইনিউট অবধি ফ্রি-তে ইলেকট্রিক পেতে পারেন। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের পরেই এই প্রকল্পের বিষয়ে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

  1. বিতরণ কোম্পানির কাছে ফ্রিতে সোলার এনার্জি এবং উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করে প্রত্যেক বছর পরিবারগুলি ১৫,০০০-১৮,০০০ টাকা অবধি সাশ্রয় করতে পারবেন।
  2. বৈদ্যুতিক গাড়ির চার্জিং হবে।
  3. সৌরশক্তি সরবরাহ এবং ইনস্টলেশনের জন্য অসংখ্য বিক্রেতার সুবিধা হবে।
  4. উৎপাদন, ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণের টেকনিক্যাল দক্ষতার জন্য যুব সম্প্রদায় কাজের সুযোগ পাবে।

আরও পড়ুনঃ জাল নোটে ছেয়ে গিয়েছে বাজার! কীভাবে চিনবেন ১০০-৫০০ টাকার আসল নোট? বলে দিল RBI

সব মিলিয়ে, সদ্য পেশ হওয়া বাজেটে মধ্যবিত্তদের জন্য একাধিক ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এর ফলে দেশের মধ্যবিত্ত মানুষদের সুবিধা হবে বলে অনুমান করছেন প্রত্যেকে।

Leave a Comment