আত্মনির্ভর হবে সকল মহিলা, প্রতিমাসে পাবে লক্ষ টাকা! ধামাকা স্কিম ঘোষণা করল ভারত সরকার

ভারতীয় মহিলাদের উন্নয়নের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প শুরু করেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। রাজ্য সরকারের পাশাপাশি প্রচুর উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্রও। এবার যেমন দেশের মহিলাদের স্বাবলম্বী করার উদ্দেশে লাখপতি দিদি যোজনা (Lakhpati Didi Yojana) শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! সমাজে নারী-পুরুষের মধ্যেকার বৈষম্য দূর করার জন্য এই প্রকল্প শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। যার দ্বারা নিজেদের দক্ষতা বৃদ্ধি করে লাখ লাখ টাকা আয় করতে পারবেন এদেশের মহিলারা!

Lakhpati Didi Yojana 2024

গত বছর ১৫ আগস্ট লালকেল্লায় দাঁড়িয়ে দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখার সময় লাখপতি দিদি যোজনার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জানা গিয়েছে, এই প্রকল্পের দ্বারা ভারতের প্রায় ২ কোটি মহিলা উপকৃত হবেন। এখন শোনা যাচ্ছে, ঘোষণা হওয়ার প্রায় দেড় বছরের মাথায় রাজস্থানের মহিলাদের হাত ধরে লাখপতি দিদি যোজনা (Lakhpati Didi Yojana) বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।

লাখপতি দিদি যোজনা : New Govt Scheme Lakhpati Didi Yojana for Woman Empowerment

মাসখানেক আগে বিধানসভা নির্বাচনে রাজস্থানের মুখ্যমন্ত্রী হয়েছেন বিজেপি প্রার্থী ভজনলাল শর্মা। মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার কয়েকদিনের মধ্যেই তিনি লাখপতি দিদি সম্মেলনের আয়োজন করেন। জয়সলমেরের শহিদ পুনম সিং স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল সেই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতের প্রথম রাজ্য হিসেবে রাজস্থানে লাখপতি দিদি যোজনা (Lakhpati Didi Yojana) বাস্তবায়নের কাজ শুরু হতে চলেছে বলে খবর। রাষ্ট্রপতি জানান, এই প্রকল্পের দ্বারা সেই রাজ্যের প্রায় ১১.২৪ লাখ মহিলা সুবিধা পাবেন। ইতিমধ্যেই রাজস্থানের প্রায় ৩ লাখ মহিলা এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করিয়ে ফেলেছেন।

 আরও পড়ুনঃ লক্ষীর ভাঙার অতীত, মহিলাদের মাসে ৯০০০ টাকা দেওয়ার ঘোষণা রাজ্য সরকারের!

লাখপতি দিদি যোজনার সুবিধা পাবেন কারা? (Who will get Lakhpati Didi Yojana Benifits?)

মহিলাদের উন্নয়নের জন্য শুরু করা লাখপতি দিদি যোজনার সুবিধা যে শুধুমাত্র ভারতীয় মহিলারাই পাবেন তা আশা করি এতক্ষণে বুঝে গিয়েছেন। এবার দেখে নেওয়া যাক, এই প্রকল্পের সুবিধা ভারতের কোন মহিলারা পেতে চলেছেন।

  1. এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র মহিলারাই পাবেন।
  2. এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য সংশ্লিষ্ট মহিলাকে একটি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা হতে হবে।
  3. যে সকল মহিলা মূলত পারিবারিকভাবে অস্বচ্ছল তাঁদের লাখপতি দিদি যোজনায় অন্তর্ভুক্ত করা হবে।

আরও পড়ুনঃ মধ্যবিত্তের মুখে ফুটবে হাসি! হোমলোন নিয়ে বড় ঘোষণা করতে কোমর বাঁধছে কেন্দ্রীয় সরকার

কী কী নথিপত্র লাগবে? (Documents Required)

লাখপতি দিদি যোজনার সুবিধা পেতে গেলে কী কী নথিপত্র লাগবে তা নিম্নে তুলে ধরা হল।

  1. আধার কার্ড।
  2. মাসিক বা বার্ষিক আয়ের শংসাপত্র।
  3. স্থায়ী বা অস্থায়ী বসবাসের শংসাপত্র।
  4. প্যান কার্ড এবং মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্কড সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
  5. সরকারি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা হওয়ার প্রমাণপত্র।

লাখপতি দিদি যোজনার মাধ্যমে কীভাবে উপকৃত হবেন মহিলারা?

ভারতের মহিলারা যাতে মোটা টাকা উপার্জন করে নিজের পায়ে দাঁড়াতে পারেন সেই জন্য এই প্রকল্প নিয়ে আসা হয়েছে। লাখপতি দিদি যোজনার মাধ্যমে মহিলাদের নানান বিষয়ে প্রশিক্ষণ দিয়ে তাঁদের সেই কাজে দক্ষ করে তোলা হবে। এরপর তাঁরা বিভিন্ন বড় কোম্পানিতে চাকরির সুযোগ পেতে পারেন অথবা নিজের ব্যবসা শুরু করতে পারেন। এই প্রকল্পের দ্বারা মহিলাদের LED বাল্ব তৈরি, হস্তশিল্পের আধুনিক প্রশিক্ষণ, ইলেকট্রিক বোর্ড তৈরির মতো বেশ কিছু কাজের প্রশিক্ষণ দেওয়া হবে।

Leave a Comment