১০০০-২০০০ নয়, এবার প্রতিমাসে ৫০০০ টাকা দেবে সরকার! ধামাকা প্রকল্প আনল কেন্দ্র সরকার

লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যুবশ্রী, রাজ্য সরকারের একাধিক প্রকল্পের মাধ্যমে মাসে মাসে সাধারণ মানুষকে ভাতা দেওয়া হয়। তবে এবার আর ১০০০ কিংবা ২০০০ টাকা নয়, মাসে মাসে ৫০০০ টাকা দেবে সরকার! হ্যাঁ, ঠিকই দেখছেন। আজ কেন্দ্রীয় সরকারের এমনই একটি প্রকল্প (Central Government Pension Scheme) নিয়ে আলোচনা করবো আমরা।

আজকের প্রতিবেদনে কেন্দ্রের যে স্কিমের (Central Government Scheme) বিষয়ে আলোচনা করা হবে তার নাম হল অটল পেনশন যোজনা (Atal Pension Yojana)। সরকারি কোনও চাকরি না করলেও এই প্রকল্পের অধীনে ৬০ বছর বয়স হলেই মাসে মাসে ৫০০০ টাকা অবধি পেনশন পাওয়া যাবে। যে সকল ব্যক্তি কোনও সরকারি চাকরি করেন না কিংবা বড় কোনও বেসরকারি সংস্থায় উচ্চপদে কর্মরত নন, মূলত তাঁদের কথায় মাথায় রেখেই এই প্রকল্প চালু করা হয়েছে।

Indian Rs 500 in hand

অটল পেনশন যোজনা (Atal Pension Yojana)

কেন্দ্রের এই পেনশন যোজনার (Atal Pension Yojana) মাধ্যমে উপকৃত হয়েছেন এদেশের একাধিক মানুষ। তবে যে সকল ব্যক্তি স্থায়ী সরকারি চাকরি করেন কিংবা নামী বেসরকারি সংস্থায় কর্মরত তাঁরা কিন্তু এই প্রকল্পের সুবিধা বঞ্চিত হবেন। মূলত এদেশের ছোটখাটো ব্যবসায়ী, দিন এনে দিন খাওয়া মানুষদের কথা সুবিধার্থের অটল পেনশন যোজনা চালু করা হয়েছে।

আরও পড়ুনঃ রাজ্যের মহিলাদের জন্য সুখবর, ২৫,০০০ টাকা দেবে সরকার! বিরাট ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

সরকারি চাকরি কিংবা মোটা মাইনের চাকরি না থাকলে অবসরের পর কী হবে তা নিয়ে দুশ্চিতা করতে দেখা যায় বহু মানুষকে। ৬০ বছর বয়সের পর তাঁদের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে সেই কারণে কেন্দ্রের (Central Government) তরফ থেকে অটল পেনশন যোজনা চালু করা হয়েছে। যার ফলে অনেকেরই ভবিষ্যতের চিন্তা দূর হয়েছে। এই সরকারি স্কিমের (Central Government Pension Scheme) অধীনে ৬০ বছর বয়স হওয়ার পর প্রত্যেক মাসে ১০০০-৫০০০ টাকা অবধি পেনশন (Pension) মেলে! তবে এক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত মানতে হবে!

অটল পেনশন যোজনার কিছু শর্ত!

  1. এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই পাবেন।
  2. আবেদনকারীর বয়স ১৮-৪০ বছরের মধ্যে হতে হবে।
  3. প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে।
  4. যত কম বয়সে এই প্রকল্পে বিনিয়োগ করবেন তত প্রিমিয়ামের অঙ্ক কম হবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রিমিয়ামের পরিমাণ বাড়বে।

আরও পড়ুনঃ গরমেও হাফ হবে কারেন্টের বিল! জনগণের জন্য দারুন প্রকল্প ঘোষণা সরকারের, এভাবে করুন আবেদন

উদাহরণ হিসেবে বলা যায়, কোনও ব্যক্তি যদি ৩৫ বছর বয়সে অটল পেনশন যোজনায় নাম লেখান, তাহলে তাহলে পরবর্তী ২৫ বছর অবধি অর্থাৎ ৬০ বছর না হওয়া অবধি প্রিমিয়াম দিতে হবে। এবার যদি সংশ্লিষ্ট ব্যক্তি ৬ মাস অন্তর ৫৩২০ টাকা করে বিনিয়োগ করেন, তাহলে ৬০ বছর হওয়ার পর প্রত্যেক মাসে ৫০০০ টাকা করে তিনি পেনশন পাবেন।

একইভাবে যদি কোনও ব্যক্তি ১৮ বছর বয়স হওয়ার পর অটল পেনশন যোজনায় নাম লেখান, তাহলে তাঁকে মাসিক ৫০০০ টাকা পেনশন পাওয়ার জন্য ৬ মাস অন্তর মাত্র ১২৩৯ টাকা প্রিমিয়াম দিতে হবে! অর্থাৎ মাসে ২১০ টাকা মতো দিলেই ৬০ বছর বয়সের পর তিনি ৫০০০ টাকা করে সরকারের তরফ থেকে পেনশন পাবেন।

Leave a Comment