নতুন ভাতায় মাসে ১৫০০ টাকা দেবে রাজ্য সরকার! নববর্ষের আগেই বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

আমরা সকলেই জানি, নির্বাচনের আগে নানান রকমের প্রতিশ্রুতি দেওয়া হয়। জয়লাভের পর এর মধ্যে কিছু কিছু প্রতিশ্রুতি পূরণ হয়, কিছু আবার হয় না। শেষ লোকসভা ভোটের আগে যেমন ডুয়ার্সের বন্ধ হয়ে থাকা ৭টি চা বাগান (Tea Garden) অধিগ্রহণ করার কথা বলা হয়েছিল কেন্দ্র সরকারের তরফ থেকে। তবে এখনও সেই কার্য সম্পন্ন হয়নি।

সেই চা বাগানগুলির শ্রমিকরা এখনও ভালো খবরের অপেক্ষায় দিন গুনছেন। এই অবস্থায় এবার একটি উদ্যোগ গ্রহণ করলো রাজ্য সরকার (West Bengal Government)। কী সেই উদ্যোগ? চা বাগানের শ্রমিকদের জন্য কী সিদ্ধান্ত নিল রাজ্য সরকার? জানতে হলে পড়তে হবে এই প্রতিবেদনটি।

রাজ্যবাসীর জন্য নতুন প্রকল্পের ঘোষণা সরকারের (New Govt Scheme to)

সাধারণ মানুষের উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু করা হয়েছে। কিছু সময় আগে চালু করা এমনই একটি উন্নয়নমূলক প্রকল্প হল চা সুন্দরী প্রকল্প (Chaa Sundari Scheme)। সেই স্কিমের মাধ্যমে চা বাগানে কর্মরত শ্রমিকদের জমির পাট্টা দিয়ে বাসস্থান তৈরি করে দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ ১ তারিখ হলেই অ্যাকাউন্টে ৫০০০ করে পাবে সমস্ত মহিলারা! সময় থাকতে করে ফেলুন আবেদন

শুধু তাই নয়, রাজ্য সরকারের তরফ থেকে এই প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল যে প্রত্যেক বছর এই চা সুন্দরী প্রকল্পের সঙ্গে নতুন কিছু জিনিস সংযোজন করা হবে। চা বাগানের শ্রমিকদের যাতে কোনও প্রকার অসুবিধা না হয় সেই জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।

চা সুন্দরী প্রকল্প (Chaa Sundari Scheme)

সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে আলিপুরদুয়ারে গিয়েছিলেন। একটি প্রশাসনিক সভায় উপস্থিত হয়েছিলেন তিনি। সেই সভা থেকেই একটি বিরাট ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বন্ধ হয়ে থাকা চা বাগানের শ্রমিকদের এবার থেকে মাসিক ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। পাশাপাশি ফ্রি-তে পানীয় জল এবং বিদ্যুৎ বন্দোবস্ত করে দেওয়ার আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসনকে অতি দ্রুত এই কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন রাজ্যের তিনি।

আরও পড়ুনঃ ১লা তারিখ থেকেই বন্ধ রেশন! নববর্ষের আগে চিন্তার ভাঁজ কোটি কোটি মানুষের কপালে

প্রসঙ্গত, বন্ধ চা বাগানের শ্রমিকদের অনেকদিন ধরে বিনামূল্যে রেশন দিচ্ছে রাজ্য সরকার। এবার প্রত্যেক মাসে তাঁদের হাতে ১৫০০ টাকা ভাতা তুলে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে যে শ্রমিকদের অনেকখানি সুবিধা হবে তা আর আলাদা করে বলে দিতে হয় না।

1 thought on “নতুন ভাতায় মাসে ১৫০০ টাকা দেবে রাজ্য সরকার! নববর্ষের আগেই বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর”

Leave a Comment