১ তারিখ হলেই অ্যাকাউন্টে আসবে ১০০০ টাকা! ঝটপট আবেদন করুন নতুন রাজ্য সরকারের প্রকল্পে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসনে আসীন হওয়ার পর থেকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রীর মাধ্যমে উপকৃত হয়েছেন অগুনতি মানুষ। এবার সেই তালিকাতেই যুক্ত হল খেলাশ্রীর (Khelashree Scheme) নাম। সম্প্রতি ধনধান্য স্টেডিয়ামে আয়োজিত একটি সভায় এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

খেলাশ্রী প্রকল্প (Khelashree Scheme)

পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) খেলাশ্রী প্রকল্পের দ্বারা জাতীয়স্তরে সাফল্য অর্জন করা ক্রীড়াবিদদের মাসিক ভাতা প্রদান করা হবে। শুধু তাই নয়, তাঁদের চাকরির পথ সুপ্রশস্ত করার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এই প্রকল্পের অধীনে কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, বিশ্বকাপ, অলিম্পিক কিংবা জাতীয়স্তরে সাফল্য অর্জন করা খেলোয়াড়দের প্রত্যেক মাসে ১০০০ টাকা করে ভাতা প্রদান করবে রাজ্য সরকার। পাশাপাশি নিয়ম বদল করে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ সহ বিভিন্ন দফতরে রাজ্য এবং আন্তর্জাতিক স্তরের খেলোয়াড়দের চাকরির সুযোগ করে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Chief Minister of West Bengal Mamata Banerjee announces Khelashree scheme

প্রসঙ্গত, ইতিমধ্যেই পাঞ্জাব, হরিয়ানা সহ এদেশের একাধিক রাজ্যে খেলোয়াড়দের (Sportspersons) চাকরির সুযোগ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট রাজ্য সরকারের তরফ থেকে এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এতদিন পর্যন্ত এই রাজ্যের ক্রীড়াবিদরা এই সুবিধা থেকে একপ্রকার বঞ্চিত ছিলেন। যা নিয়ে অনেকে অসন্তোষও প্রকাশ করেছেন। তবে এবার মুখ্যমন্ত্রীর ঘোষণায় তাঁদের মুখে হাসি ফুটবে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুনঃ মাসে ৩০০০ টাকা দেবে মোদী সরকার! এই কার্ড না থাকলে এখুনি করুন আবেদন

আবেদনপত্র কোথায় জমা দিতে হবে?

সম্প্রতি ধনধান্য স্টেডিয়ামে প্রাক্তন এবং বর্তমান খেলোয়াড়দের উপস্থিতিতে খেলাশ্রী প্রকল্পের (Khelashree Scheme) শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী। সেদিনই তিনি জানান, ইচ্ছুক খেলোয়াড়দের অর্জিত সার্টিফিকেটের কপি সহ নিজের বায়োডাটা রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের দফতরে জমা করতে হবে। তাহলেই চাকরির ব্যবস্থা হয়ে যাবে বলে জানা গিয়েছে। তবে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখার জন্য ক্রীড়া দফতর কয়েকদিন সময় নেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ ব্যবহার করা যাবে না ৫ বছর পুরনো ফোন! সরকারের নতুন নিয়ম শুনে মাথায় হাত আমজনতার

প্রসঙ্গত, ক্রীড়াবিদদের রাজ্যের সরকারের বিভিন্ন দফতরে চাকরি দিতে গেলে কিছু আইনি পরিবর্তন করতে হবে। সেই প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সম্পন্ন করা হবে বলে খবর। উল্লেখ্য, সুন্দরবন কাপ, জঙ্গলমহল কাপ, তরাই উৎসবে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে চাকরি দেওয়া হয়েছে। এবার খেলাশ্রী প্রকল্পের আওতায় আরও সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের চাকরি দেওয়ার কথা ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার।

Leave a Comment