এক টাকাও লাগবে না, ছেলেদের ফ্রীতে স্মার্টফোন দেবে সরকার! ঝটপট করুন আবেদন

রাজ্যবাসীর উন্নয়নের কথা মাথায় রেখে নানান রকম উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করে রাজ্য সরকার। এমনই একটি প্রকল্প হল ডিজিশক্তি (DigiShakti Scheme )। ডিজিটাল এই যুগে এখনও বহু মানুষ আছেন যাঁদের স্মার্টফোন (Smartphone) কেনার সামর্থ্যটুকু নেই। এবার তাঁদের কথা মাথায় রেখে শুরু করা হলো ডিজিশক্তি প্রকল্প। এই স্কিমের (Government Scheme) দ্বারা সরকারের তরফ থেকে ফ্রি-তে স্মার্টফোন প্রদন করা হবে।

Free Smartphone in DigiShakti Scheme

সাধারণ মানুষের উন্নয়নের কথা ভেবে কেন্দ্র এবং রাজ্য সরকারের (State Government) তরফ থেকে একাধিক উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যার দ্বারা উপকৃত হয়েছেন অগুনতি মানুষ। এবার তাঁদের জন্যই শুরু করা হবে ডিজিশক্তি প্রকল্প (DigiShakti Scheme)। কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন? কীভাবে আবেদন করতে হবে? এই বিষয়ে বিশদে এই প্রতিবেদনে তুলে ধরা হল।

Digishakti Scheme will give Free Smart Phones to Boys

বিনামূল্যে স্মার্টফোন দেবে সরকার! (Free Smartphone From State Government!)

করোনাকালে রাজ্যের উচ্চমাধ্যমিক পড়ুয়াদের স্মার্টফোন/ট্যাবলেট কেনার জন্য ১০,০০০ টাকা দেওয়া শুরু করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায় (Mamata Banerjee)। তরুণের স্বপ্ন নামের সেই প্রকল্প (Government Scheme) আজও চলছে। দুঃস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনা যাতে আটকে না যায়, সেই জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছিল। এবার তরুণের স্বপ্নের ধাঁচে খানিকটা একই রকম প্রকল্প আনতে চলেছে উত্তরপ্রদেশ সরকার (Government of Uttar Pradesh)। সেই প্রকল্পের নাম হল ডিজিশক্তি (DigiShakti Scheme)।

আরও পড়ুনঃ UPI লেনদেনে ৭৫০০ টাকা ক্যাশব্যাক পাবেন এই ব্যাঙ্কের গ্রাহকরা! কীভাবে? দেখুন সেই পদ্ধতি

ডিজিশক্তি প্রকল্পের সুবিধা (DigiShakti Scheme Benefits)

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) দ্বারা সম্প্রতি ডিজিশক্তি প্রকল্প (DigiShakti Scheme) চালু করা হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তিনিও এই স্কিম পড়ুয়াদের জন্য শুরু করেছেন। ডিজিটাল এই যুগে একটি স্মার্টফোন অথবা ট্যাবলেট থাকলে শিক্ষার্থীদের অনেকখানি সুবিধা হয়। পড়াশোনার খবর জানার পাশাপাশি স্কলারশিপ, চাকরি সংক্রান্ত খবরও তাঁরা এর মাধ্যমে জানতে পারবে। পাশাপাশি রাজ্যে বিজ্ঞান এবং প্রযুক্তির চর্চা বৃদ্ধি পাবে। যে কারণে আদতে উন্নতি হবে রাজ্যেরই।

এই প্রকল্পের সুবিধা কারা পাবেন? (Who Can Apply for DigiShakti Scheme)

ডিজিশক্তি প্রকল্পের সুবিধা কারা পাবেন চলুন দেখে নেওয়া যাক।

  • এই স্কিমের সুবিধা শুধুমাত্র ছাত্ররা পাবেন। কোনও ছাত্রী আবেদন করতে পারবেন না।
  • আবেদনকারী ছাত্রকে অবশ্যই উত্তরপ্রদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে।

প্রার্থীকে সরকারি অথবা বেসরকারি কলেজ, বিশ্ববিদ্যালত, প্রতিষ্ঠান থেকে উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা, আইটিআই, মেডিক্যাল, কারিগরি শিক্ষা (ডিপ্লোমা) ইত্যাদি বিষয়ে পাঠরত হতে হবে।

আরও পড়ুনঃ এই ৫ টাকার নোট বেচে লাখপতি হতে পারেন আপনিও! কিভাবে? দেখে নিন বিক্রির পদ্ধতি

আবেদনের পদ্ধতি (How to Apply for DigiShakti Scheme)

উপরিউক্ত প্রকল্পের সুবিধার জন্য ছাত্রদের অনলাইনে আবেদন করতে হবে না। তাঁরা এখন যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন, সেখান থেকেই উদ্যোগ গ্রহণ করে তাঁদের এই স্কিমের সুবিধা প্রদান করা হবে। নির্দিষ্ট সময়ে তাঁদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আবেদনের পদ্ধতি বলে দেওয়া হবে।

Leave a Comment