প্রতিমাসে পাবেন ১০০০, সাথে বিনা সুদে ১ লাখের লোন! রেশন কার্ড নিয়ে বিরাট ঘোষণা সরকারের

সামনেই লোকসভা নির্বাচন। এর আগে সাধারণ মানুষের জন্য একাধিক ঘোষণা করছে কেন্দ্র এবং রাজ্য সরকার। সম্প্রতি যেমন রেশন কার্ড (Ration Card) গ্রাহকদের নিয়ে একটি বিরাট ঘোষণা করা হল। যার মাধ্যমে উপকৃত হবেন রাজ্যের একাধিক মানুষ। এর জন্য শুধু দরকার হবে রেশন কার্ড। কী কী সুবিধা পাওয়া যাবে? কারা পাবেন এই সুবিধা? বিশদে জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

সম্প্রতি রাজ্য সরকারের (State Government) তরফ থেকে ঘোষণা করা হয়েছে, রেশন কার্ড গ্রাহকরা প্রত্যেক মাসে ১০০০ টাকা করে ভাতা পাবেন। শুধু তাই নয়, বিনা সুদে এক লাখ টাকা অবধি লোনের (Ration Card Loan) সুবিধাও মিলতে পারে। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (Naveen Patnaik) সম্প্রতি রাজ্যবাসীকে এই সুখবর দিয়েছেন। গত সোমবার মন্ত্রীসভার একটি বৈঠকে ওড়িশার সকল রেশন কার্ড হোল্ডারদের জন্য সর্বমোট ২৬টি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। যার দরুন ব্যাপক উপকৃত হতে চলেছেন সেই রাজ্যের রেশন কার্ড গ্রাহকরা।

Ration Card

রেশন কার্ড গ্রাহকরা পাবেন মাসিক ভাতা!

এদেশের সকল মানুষের কাছে রেশন কার্ড (Ration Card) অত্যন্ত জরুরি একটি নথি। এর মাধ্যমে বিনামূল্যে কিংবা স্বল্প টাকায় প্রত্যেক মাসে রেশন সামগ্রী (Ration Items) পাওয়া যায়। করোনাকাল থেকে এই নথির গুরুত্ব আরও অনেকখানি বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি ওড়িশার খাদ্য সরবরাহ এবং গ্রাহক কল্যাণ মন্ত্রী অতনু সব্যসাচী নায়ক এই বিষয়ে জানিয়েছেন।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণায় বাড়ল স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা! বাংলার বাইরেও মিলবে ফ্রি চিকিৎসা

রেশন কার্ডে পাওয়া যাবে একাধিক সুবিধা!

সংশ্লিষ্ট রাজ্যের প্রত্যেক রেশন কার্ডধারী পরিবারগুলিকে সরকারের (Government of Odisha) তরফ থেকে মাসিক ১০০০ টাকা ভাতা দেওয়া হবে। যে সকল পরিবারের মাসিক আয় খুব কম তাঁদের এই টাকা অনেকটা কাজে আসবে। এই জন্য প্রায় ৯৫৯.০৫ কোটি টাকা দরকার হবে বলে জানানো হয়েছে। রাজ্য বাজেট থেকে এই জন্য প্রায় ১২৩৭.৭৪ কোটি টাকার তহবিল তৈরি করা হয়েছে। শীঘ্রই সেই টাকা আমজনতার মধ্যে সরবরাহ করে দেওয়া হবে।

এছাড়া রাজ্যের প্রত্যেক রেশন কার্ডধারী পরিবারগুলির সুবিধার্থে সরকারের তরফ থেকে আরও একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার দৈনিক ব্যবহারের জন্য ২০ কেজি এবং ১০ কেজি মাল বহন করার ক্ষমতা সম্পন্ন পাটের ব্যাগ সরকারের তরফ থেকে দেওয়া হবে। এই জন্য রাজ্য বাজেট থেকে প্রায় ২৭৮.৬৯ কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। সেই সঙ্গেই ওড়িশার বেকার যুবক-যুবতীদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে ‘স্বয়ং’ প্রকল্পও চালু করা হচ্ছে।

আরও পড়ুনঃ বউ থাকলেই সোনায় সোহাগা! জয়েন্ট অ্যাকাউন্টে পাবেন এত্ত সুবিধা, শুনলে আপনিও চমকে যাবেন

রেশন কার্ড থাকলেই পাবেন ঋণ!

রাজ্যের বেকার যুবক-যুবতীরা যাতে স্বাবলম্বী হতে পারে সেই জন্য সরকারের তরফ থেকে বিনা সুদে ১ লাখ টাকা ঋণ (Ration Card Loan) প্রদান করা হবে। যারা নিজের ব্যবসা শুরু করতে চাইছেন কিংবা নিজের ব্যবসা আরও বাড়াতে চাইছেন তাঁদের অনেকটা সুবিধা হবে। তবে এক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। ১৮-৩৫ বছর বয়সী ব্যক্তিরাই এই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। দু’বছর অবধি এই স্কিম চালু থাকবে বলে খবর।

এই দু’বছরের মধ্যে রাজ্যের বাজেট থেকে প্রায় ৬৭২ কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন মন্ত্রী। পাশাপাশি এই বলা হয়েছে, রেশন কার্ডের মাধ্যমে এই ঋণের জন্য কোনও প্রসেসিং চার্জ লাগবে না। লোন শোধ করার মেয়াদ হল ৪ বছর। এছাড়া সুবিধার জন্য এর মধ্যে নির্দিষ্ট কোনও অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে ৩-৬ মাসের একটি স্থগিত পিরিয়ডও রাখা হবে।

মন্ত্রীসভার বৈঠকে ওড়িশার মৎসজীবীদের কল্যাণের জন্য একটি যোজনার কথাও বলা হয়েছে এদিন। রাজ্যের মৎসজীবীদের জীবনযাত্রার উন্নয়ন এবং মৎসের উৎপাদন বৃদ্ধি, দুইয়ের দিকেই এই যোজনার মাধ্যমে জোর দেওয়া হবে। এর দ্বারা মোট ১১,০০০ মহিলা স্বনির্ভর গোষ্ঠী ও ১ লাখেরও বেশি মৎসজীবী পরোক্ষভাবে আয়ের সুযোগ পাবেন। এই প্রকল্পের জন্য ওড়িশা রাজ্যের তহবিল থেকে প্রায় ৪৪৮ কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে।

Leave a Comment