১০০০-১২০০ নয়, এবার বাড়ি বসে মিলবে ৫০০০ টাকা! নয়া প্রকল্প ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে একাধিক চমক দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। রাজ্য সরকার যে এত চমক দেবে তা অনেকেই কল্পনা করেননি। তবে জনসাধারণের সুবিধার্থে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার। স্কুলপড়ুয়া থেকে শুরু করে রাজ্যের পুরুষ-মহিলা, সদ্য পেশ হওয়া বাজেটে সকলের জন্যই কিছু না কিছু ঘোষণা করা হয়েছে।

২০২২-২৩ সালের তুলনায় ২০২৪-২৫ সালের বাজেটে রাজ্যের আর্থিক ঘাটতি প্রায় ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২২-২৩ সালে তা ছিল ৪৯,৯৬৬ কোটি টাকা। ২০২৪-২৫ সালের বাজেটে তা বেড়ে দাঁড়িয়েছে ৬৮,২৫০ কোটি টাকায়। যদিও রাজ্য সরকার বৃহস্পতিবার পেশ হওয়া বাজেটে একদিকে যেমন নতুন প্রকল্পের (Government Scheme) কথা ঘোষণা করেছে, তেমনই বিদ্যমান বেশ কিছু প্রকল্পের বরাদ্দও বৃদ্ধি করেছে।

Mamata Banerjee Government of West Bengal announces new scheme Samudra Sathi

নয়া প্রকল্প ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার!

সদ্য পেশ হওয়া রাজ্য বাজেটে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে মৎসজীবীদের সুবিধার্থে করা রাজ্য সরকারের ঘোষণা। পশ্চিমবঙ্গের মৎসজীবীদের (Fisherman) জীবন-জীবিকার সুবিধার জন্য ‘সমুদ্রসাথী’ প্রকল্পের (Samudra Sathi Scheme) কথা ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুনঃ গরমেও হাফ হবে কারেন্টের বিল! জনগণের জন্য দারুন প্রকল্প ঘোষণা সরকারের, এভাবে করুন আবেদন

বাজেট পেশ করার সময় অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, এপ্রিল থেকে জুন মাসের মাঝামাঝি অবধি আবহাওয়ার দরুন মৎসজীবীরা সমুদ্রে যেতে পারেন না। যে কারণে তাঁদের জীবন-জীবিকা প্রভাবিত হয়। সমস্যার সম্মুখীন হতে হয় অনেক মানুষকে। সেই কারণে সমুদ্রসাথী প্রকল্পের অধীন রাজ্যের মৎসজীবীদের বছরে দু’মাস ৫০০০ টাকা করে দেবে সরকার।

রাজ্য সরকারের নয়া প্রকল্পে উপকৃত হবেন লক্ষাধিক মানুষ!

পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) সমুদ্রসাথী প্রকল্পের (Samudra Sathi Scheme) ফলে বাংলার উপকূলবর্তী জেলাগুলির প্রায় ২ লাখ মৎসজীবীর সুবিধা হবে। রাজ্য সরকারের এই নয়া প্রকল্পের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। বাজেট পেশের সময় একথা জানান অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী।

আরও পড়ুনঃ ১ তারিখ হলেই অ্যাকাউন্টে আসবে ১০০০ টাকা! ঝটপট আবেদন করুন নতুন রাজ্য সরকারের প্রকল্পে

রাজ্যের উপকূলবর্তী জেলা, বিশেষত উত্তর এবং দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর জেলার মৎসজীবীরা সমুদ্রসাথী প্রকল্পের দ্বারা উপকৃত হবেন। প্রত্যেক বছর এপ্রিল থেকে জুন মাস অবধি এই জেলাদের মৎসজীবীরা আর্থিক নানান সমস্যার সম্মুখীন হন। সেই কারণে এই প্রকল্পের সূচনা করা হয়েছে। সমুদ্রসাথী প্রকল্পে তিন জেলার সকল নথিভুক্ত জেলেরা বছরে দু’মাসে ৫০০০ টাকা পাবেন।

Leave a Comment