পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণায় বাড়ল স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা! বাংলার বাইরেও মিলবে ফ্রি চিকিৎসা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে রাজ্যবাসীর উন্নয়নে একাধিক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আট থেকে আশি, রাজ্যের সকল মানুষ যাতে সুখে-স্বাচ্ছন্দে থাকেন সেই জন্য চালু করেছেন নানান প্রকল্প। কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর (Swasthya Sathi) মাধ্যমে উপকৃত হয়েছে কোটি কোটি মানুষ।

আজকের প্রতিবেদনে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প (Swasthya Sathi Scheme) নিয়ে আলোচনা করব আমরা। কারণ সম্প্রতি এই প্রকল্প নিয়ে একটি বড় খবর সামনে এসেছে। যার দ্বারা উপকৃত হবে অগুনতি মানুষ। আপনারও যদি স্বাস্থ্যসাথী কার্ড (Swasthya Sathi Card) থেকে থাকে, তাহলে এই প্রতবেদনটি আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে পারে।

স্বাস্থ্যসাথী নিয়ে বড় ঘোষণা, Big Announcement on Swasthya Sathi Scheme

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বিরাট ঘোষণা রাজ্য সরকারের! (Big Update on Swasthyasathi)

স্বাস্থ্য দফতরের স্বাস্থ্যসাথী ড্যাশবোর্ড থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, গোটা বাংলার প্রায় ২.৪ কোটি পরিবার রাজ্যের ফ্ল্যাগশিপ স্বাস্থ্য প্রকল্পের অধীন। এই প্রকল্পের অধীনে প্রায় ২,৪০০ হাসপাতালকে তালিকাভুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, রাজ্য স্বাস্থ্য বিভাগের তরফ থেকে এমন একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে, যার কিনা অনিয়ম ধরা পড়লে স্বয়ংক্রিয়ভাবে স্বাস্থ্যসাথী কার্ড (Swasthya Sathi Card) ব্লক করা দিতে সক্ষম।

আরও পড়ুনঃ Google Pay, PhonePe-র রাজত্ব শেষ! UPI-র নিয়ে বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র

রাজ্য সরকারের (Government of West Bengal) এই দুর্দান্ত পদক্ষেপের ফলে চিকিৎসা করাতে গিয়ে আর তেমন সমস্যার মুখোমুখি হয় না সাধারণ মানুষকে। তবে এবার চলতি বছরের রাজ্য বাজেট পেশ করার সময় স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা নিয়েই একটি বিরাট ঘোষণা করা হল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবে অগুনতি মানুষ।

স্বাস্থ্যসাথী কার্ডে এবার পাওয়া যাবে এই সুবিধা!

আসলে পশ্চিমবঙ্গের বহু বাসিন্দা ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন। কর্মসূত্রে বাংলার বাইরেই বসবাস করতে হয় তাঁদের। এবার থেকে বাংলার বাইরে থাকা এমনই পরিযায়ী শ্রমিকরাও পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের অধীন চলে আসবেন। সম্প্রতি রাজ্য বাজেট পেশ করার সময় পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, বাংলার বাইরে কর্মসাথী পরিযায়ী শ্রমিক পোর্টালে নথিভুক্ত অভিবাসী শ্রমিকরা স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাবেন।

আরও পড়ুনঃ ১০০০-১২০০ নয়, এবার বাড়ি বসে মিলবে ৫০০০ টাকা! নয়া প্রকল্প ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে ২৮ লাখেরও বেশি শ্রমিক উপকৃত হবেন বলে জানা গিয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘এর জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অনন্য স্বাস্থ্যসাথী প্রকল্পের দ্বারা স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। স্বাস্থ্যসাথীর মেয়াদ বৃদ্ধির প্রস্তাব দিতে পেরে আমি খুশি’।

Leave a Comment