গরিবদের জন্য ফ্রী বিদ্যুৎ! লক্ষাধিক মানুষের মুখে হাসি ফোটালো পশ্চিমবঙ্গ সরকার

বর্তমান সময়ে বিদ্যুৎ (Electricity) ছাড়া এক মুহূর্তও কল্পনা করা যায় না। বাড়ির লাইট, ফ্যান থেকে শুরু করে ফ্রিজ, এসি- সব কিছুই বিদ্যুতে চলে। তবে মাসের শেষে যখন বিল আসে তা দেখে পিলে চমকে যায় অনেকের! ইলেকট্রিক বিল (Electric Bill) দিতে গিয়েই বেরিয়ে যায় অনেক টাকা! তবে আপনি কি জানেন, পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) এমন একটি প্রকল্প রয়েছে যার দ্বারা ৭৫ ইউনিট অবধি বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পাওয়া যায়।

২০২০ সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এই প্রকল্পের সূচনা করেছিলেন। রাজ্য সরকারের এই স্কিমের নাম হাসির আলো (Hasir Alo Scheme)। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের কয়েক লাখ পরিবার এই প্রকল্পের (Government Scheme) উপকৃত হয়েছেন। আজ এই রাজ্য সরকারের এই স্কিমের বিষয়েই বিশদে তুলে ধরা হল।

Free Electricity For Poor Peoples of West Bengal

Free Electricity Scheme for People of West Bengal

২০২০ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরে শুরু হওয়া হাসির আলো প্রকল্পের সুবিধা অবশ্য সবাই পাবেন না। শুধুমাত্র অন্ত্যোদয় অন্ন যোজনা বা বিপিএল তালিকাভুক্ত পরিবারগুলির সুবিধার্থে এই স্কিম (Government Scheme) চালু করা হয়েছে। রাজ্যের নিম্নবিত্ত পরিবারগুলি যাতে উপকৃত হয় সেই জন্য হাসির আলো প্রকল্পের উদ্যোগ গ্রহণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

আরও পড়ুনঃ ইচ্ছে মতো জল ব্যবহারের দিন শেষ, জলের জন্য এবার দিতে হবে বিল! কবে থেকে শুরু হচ্ছে এই নিয়ম?

এই প্রকল্পে কী সুবিধা পাওয়া যায়? (Hasir Alo Scheme Benefits)

হাসির আলো প্রকল্পে (Hasir Alo Scheme) থাকা পরিবারগুলি ০.৩ কিলোওয়াট ক্ষমতাযুক্ত বিদ্যুৎ পরিষেবায় ৭৫ ইউনিট বিদ্যুৎ একেবারে ফ্রি-তে পাবেন। এক্ষেত্রে বলে রাখি, ৩ মাসে ৭৫ ইউনিট ইলেকট্রিসিটি ফ্রি-তে পাবেন এই প্রকল্পের গ্রাহকরা। অর্থাৎ হাসির আলো প্রকল্পে থাকা কোনও পরিবারের যদি তিন মাসে ৭৫ ইউনিট বিদ্যুৎ খরচ হয় তাহলে তাঁদের বিল হিসেবে এক পয়সাও দিতে হবে না। এর চেয়ে বেশি যেটুকু বিদ্যুৎ খরচ হবে, শুধু সেটুকু টাকা তাঁদের দিতে হবে।

আরও পড়ুনঃ ইচ্ছে মতো জল ব্যবহারের দিন শেষ, জলের জন্য এবার দিতে হবে বিল! কবে থেকে শুরু হচ্ছে এই নিয়ম?

আবেদন পদ্ধতি (How to Apply for Hasir Alo)

হাসির আলো প্রকল্পে আবেদনের সবচেয়ে সহজ পদ্ধতি হল দুয়ারে সরকার ক্যাম্প। এছাড়া আপনি চাইলে নিকটবর্তী বিদ্যুৎ দপ্তরের অফিসে গিয়েও এই বিষয়ে কথা বলতে পারেন। এই প্রকল্পে আবেদনের জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হবে। সেই অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে জমা দেওয়ার প্রেক্ষিতেই হাসির আলো প্রকল্পের সুবিধা প্রদান করা হবে।

Leave a Comment