বাড়ছে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ! ভোটের আগে মাস্টারস্ট্রোক রাজ্য সরকারের

মহিলাদের উন্নয়নের জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে মাঝেমধ্যেই নানান উদ্যোগ গ্রহণ করা হয়, চালু করা হয় একাধিক প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফ থেকেই যেমন কন্যাশ্রী (Kanyashree), রূপশ্রী (Rupashree), লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) মতো বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প শুরু করা হয়েছে। এই প্রকল্পগুলির (Government Scheme) অধীনে রাজ্যের মহিলাদের অর্থ প্রদান করা হয়। এবার শোনা যাচ্ছে, এই প্রকল্পগুলিতে টাকার পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে!

সামনেই লোকসভা ভোট। তার আগে গত ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন বাজেট (Union Budget 2024) পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আশা করা হয়েছিল, এই বাজেটে বিরাট কোনও ঘোষণা করা হবে। তবে তেমনটা হয়নি। কোনও গুরুত্বপূর্ণ ঘোষণাও করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তবে নারী ক্ষমতায়ন এবং উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

Lakshmir Bhandar Amount Might Increase

একাধিক প্রকল্পের টাকা বৃদ্ধি করবে পশ্চিমবঙ্গ সরকার!

অন্তর্বর্তীকালীন বাজেটে বিরাট কোনও ঘোষণা না করা হলেও বিজেপি শাসিত রাজ্যগুলিতে লাখপতি দিদি যোজনা, আয়ুষ্মান ভারত যোজনা, লাডলি বেহেন যোজনা সহ একাধিক প্রকল্পের (Government Scheme) সুবিধা প্রদান করা হচ্ছে। ইতিমধ্যেই বেশ কিছু রাজ্যে গ্যাসের ভর্তুকির পরিমাণও বৃদ্ধি করা হয়েছে। একইরকমভাবে পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফ থেকেও একাধিক জনদরদী প্রকল্প চালু করা হয়েছে। জনসাধারণের জন্য চালু করা প্রকল্পের সুবিধা বৃদ্ধি নিয়ে একপ্রকার যেন টক্কর চলছে!

আরও পড়ুনঃ ৫০০-১০০০ অতীত, এবার রাজ্যের মহিলাদের ৩০০০০ দেবে সরকার! আজই করুন আবেদন

কন্যাশ্রী প্রকল্পের (Kanyashree Scheme) আওতায় ছাত্রীদের ১৮ বছর হলেই রাজ্য সরকারের তরফ থেকে ২৫,০০০ টাকা দেওয়া হয়। পরবর্তীকালে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরেও অর্থ সাহায্য করে সরকার। অন্যদিকে রূপশ্রী প্রকল্পের (Rupashree Scheme) অধীনে নূন্যতম ১৮ বছরের মেয়ের সঙ্গে কমপক্ষে ২১ বছর বয়সী ছেলের বিয়ে হলে রাজ্য সরকারের তরফ থেকে আবেদনকারীকে ২৫,০০০ টাকা দেওয়া হয়। তবে এই সুবিধার জন্য রেজিস্ট্রি বাধ্যতামূলক। সেই সঙ্গেই সামাজিক বিয়ের অন্তত দু’মাস আগে এই প্রকল্পের জন্য আবেদন করতে হয়।

আরও পড়ুনঃ আর হবে না চুরি! শুধুমাত্র যোগ্যরাই পাবে, রেশন ব্যবস্থা নিয়ে বড় ঘোষণা সরকারের

কত টাকা বাড়ানো হবে?

শোনা যাচ্ছে, সব যদি ঠিক থাকে তাহলে ভোটের আগে আগামী সপ্তাহে অর্থ বাজেট পেশ করবে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। ওয়াকিবহাল মতের দাবি, আসন্ন এই বাজেটে বিরাট কোনও চমক দিতে চলেছে রাজ্য সরকার। অন্যদিকে রাজনৈতিক মহলের অনুমান, নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) মতো জনপ্রিয় স্কিমগুলিতে হয়তো বরাদ্দ টাকার পরিমাণ বৃদ্ধি করতে পারে সরকার। কত টাকা বৃদ্ধি করা হবে সেই বিষয়ে পাকা কোনও খবর এখনও পাওয়া যায়নি।

Leave a Comment