শিশুরাই ভবিষ্যৎ, তাদের স্বাস্থ্যের দায়িত্ব নেবে সরকার! বড় ঘোষণা মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

তেরো থেকে তিরাশি, রাজ্যের প্রায় সকল বাসিন্দার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কোনও না কোনও জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন। এমনই একটি স্কিম হল শিশু সাথী প্রকল্প (Sishu Saathi Scheme)। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্প নিয়েই এবার সামনে এল একটি দারুণ খবর। এবার আর ছেলেমেয়ের চিকিৎসা নিয়ে চিন্তা করতে হবে না। সেই দায়িত্ব বহন করবে রাজ্য সরকার! রাজ্যের শিশুদের জন্য এমনই উদ্যোগ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী।

Sishu Saathi Scheme

পশ্চিমবঙ্গে এমন অনেক পরিবার আছে যারা দিন এনে দিন খায়। সন্তান অসুস্থ হলে তাঁদের পক্ষে চিকিৎসা খরচ জোগাড় করা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। এমন পরিবারের সুবিধার্থেই শিশু সাথী প্রকল্পের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই প্রকল্পের দ্বারা নিজের ছোট্ট শিশুকে উন্নত এবং অত্যাধুনিক মানের চিকিৎসা করানো যাবে। দুঃস্থ পরিবারগুলিকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করবে রাজ্য সরকার (Government of West Bengal)।

Child Health Care will be Paid by West Bengal Government

২০১৩ সালের আগস্ট মাসে শিশু সাথী প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব স্বাস্থ্য দিবসের দিন শুরু হয়েছিল এই প্রকল্প (Government Scheme)। পশ্চিমবঙ্গের শিশুদের রোগমুক্ত, সুস্থ একটি জীবন প্রদান করাই হল এই স্কিমের উদ্দেশ্য। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই ছোট থেকেই তাঁদের স্বাস্থ্যের দিকে নজর রাখা উচিত। সেই কারণে রাজ্যের শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে শিশু সাথী (Sishu Saathi) প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী।

প্রকল্পের সুবিধা (Sishu Saathi Scheme Benefits)

পশ্চিমবঙ্গ সরকারের শিশু সাথী প্রকল্পের অধীনে মূলত শিশুদের হার্ট অপারেশনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই রাজ্যে এমন অনেক শিশু আছে, যাঁরা জন্ম থেকেই হৃদরোগে আক্রান্ত। কারোর হার্টে ফুটো থাকে, কারোর আবার হৃদয়ে রক্ত চলাচলে সমস্যা সহ আরও নানান রোগ থাকে। শিশু সাথী প্রকল্পের দ্বারা পশ্চিমবঙ্গের শিশুদের হৃদয় সংক্রান্ত যে কোনও সার্জারির ক্ষেত্রে আর্থিক সাহায্য প্রদান করা হয়।

আরও পড়ুনঃ নতুন বিপদ! ফেব্রুয়ারিতে করতেই হবে এই কাজ, না হলেই তালা পড়বে ব্যাঙ্ক অ্যাকাউন্টে!

কারা পাবেন এই সুবিধা? (Who will be benefitted from Sishu Saathi?)

  1. শিশু সাথী প্রকল্পের সুবিধা কারা পাবেন চলুন দেখে নেওয়া যাক।
  2. দরিদ্র সীমার নীচে থাকা পরিবারগুলি এই প্রকল্পের সুবিধা পাবে।
  3. শিশুর জন্ম থেকে ১২ বছর বয়স অবধি এই প্রকল্পের মাধ্যমে ফ্রি-তে চিকিৎসা করানো যায়।
  4. চিকিৎসার পর অন্যান্য কোনও দরকার হলে সেই শিশুকে ওষুধ এবং অন্যান্য খরচ প্রদান করা হবে।

কোন কোন হাসপাতালে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে? (Sishu Saathi Scheme Hospital)

স্বাস্থ্য সাথীর মতো যে কোনও হাসপাতালে এই প্রকল্পের সুবিধা পাওয়া যায় না। কয়েকটি নির্বাচিত হাসপাতালেই এই প্রকল্পের সুবিধা পাওয়া যায়।

  1. দুর্গাপুর মিশন হাসপাতাল।
  2. কলকাতার এসএসকেএম হাসপাতাল।
  3. কলকাতার বি এম বিড়লা হাসপাতাল।
  4. কলকাতার আর এন টেগোর, ইন্টারন্যাশানাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সেস।
  5. কলকাতার বি সি রায় মেমোরিয়াল হসপিটাল ফর চিলড্রেন।
  6. কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ।

আরও পড়ুনঃ লোন শোধ করতে না পারলেও চিন্তা নেই! গ্রাহকদের জন্য বড় ঘোষণা করল RBI

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for Sishu Saathi Scheme Application)

  1. শিশু এবং তাঁর অভিভাবকের আধার কার্ড।
  2. শিশুর মা কিংবা অন্য অভিভাবকের ভোটার কার্ড।
  3. শিশুর অভিভাবকের আয়ের শংসাপত্র।
  4. বিপিএল ক্যাটাগরির রেশন কার্ড।
  5. পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র।
  6. আবেদনকারীর দু’টি পাসপোর্ট সাইজের ছবি।

আবেদনের পদ্ধতি (How to Apply for Sishu Saathi Scheme)

পশ্চিমবঙ্গ সরকারের শিশু সাথী প্রকল্পে আবেদন অফলাইনে করতে হবে। নির্দিষ্ট ফর্ম নিয়ে তা যথাযথ তথ্য দিয়ে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে তা নিয়ে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রের হেলথ অফিসারের সঙ্গে যোগাযোগ করতে হবে। এরপর একটি আবেদনপত্র দেওয়া হবে। সেই আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে উপরিউক্ত নথিপত্র যুক্ত করে তা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে দিতে হবে।

অফিশিয়াল ওয়েবসাইটঃ ক্লিক করুন

Leave a Comment