গরিব পরিবার পিছু ২,০০,০০০ টাকা দেবে সরকার! কীভাবে? ঝটপট দেখে নিন

রাজ্যের গরিব পরিবারগুলির জন্য নতুন উদ্যোগ নিল সরকার (State Government)। কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য শুরু হতে চলেছে নতুন যোজনা (Government Scheme)। সেই প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় ৯৪.৩৩ লাখ পরিবারের অন্তত ১জন সদস্যকে ২ লাখ টাকা প্রদান করা হবে। কোন পরিবারগুলি সরকারের তরফ থেকে সেই আর্থিক সহায়তা পাবে? কীভাবে বাছাই করা হবে তাদের? জানার জন্য এই প্রতিবেদনটি শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

Bihar Laghu Udyami Yojana

রাজ্যের ৯৪ লাখেরও বেশি গরিব পরিবারের সহায়তার জন্য নতুন যোজনা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিহার সরকার (Bihar Government)। মঙ্গলবার বিহারের মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা ‘বিহার লঘু উদ্যোগী যোজনা’য় অনুমোদন দিয়েছে। সংশ্লিষ্ট রাজ্যের বিভিন্ন দফতরের তরফ থেকে যে ১৮টি প্রস্তাব দেওয়া হয়েছিল, তার মধ্যে ‘বিহার লঘু উদ্যমী যোজনা’ (Bihar Laghu Udyami Yojana) অন্যতম।

Government Scheme to help Poor Indians Financially

গরিব পরিবারের জন্য নয়া উদ্যোগ সরকারের! (New Govt Scheme to Help Poor Indians)

বিহারের রাজ্য সরকারের আধিকারিকদের তরফ থেকে জানানো হয়েছে, এই যোজনার অধীনে রাজ্যের প্রায় ৯৪,৩৩,৩১২ নিম্নবিত্ত পরিবারকে ২ লাখ টাকা অবধি দেওয়া হবে। সম্প্রতি সেই রাজ্যে একটি জাতিভিত্তিক সমীক্ষা করা হয়েছিল। সেখানে নিম্নবিত্ত হিসেবে মোট ২,৭৬,২৮,৯৯৫টি পরিবারকে চিহ্নিত করা হয়েছিল। তাঁদের পারিবারিক মাসিক আয় ৬,০০০ টাকারও কম। এই পরিবারগুলির মধ্যে থেকে প্রাথমিকভাবে ৯৪ লাখ ৩৩ হাজার ৩১২টি পরিবারকে সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ কোথাও যেতে হবে না, বাড়ি বসে এভাবে ২ মিনিটে হবে রেশন কার্ড সংশোধন! দেখুন পদ্ধতি

এই প্রসঙ্গে বিহারের অতিরিক্ত সচিব (মন্ত্রিসভা) এস সিদ্ধার্থ বলেন, ছোট কারখানা অথবা প্রক্রিয়াকরণ ইউনিট গড়ে তা চালানোর জন্য তিন দফায় নিম্নবিত্ত পরিবারের অন্তত ১জন সদস্যকে সরকারের তরফ থেকে দু’লাখ টাকা অবধি প্রদান করা হবে। এই প্রকল্পের ফলে ১০.৮৬ লাখ জেনারেল ক্যাটাগরির পরিবার, ২৪.৭৮ লাখ অনগ্রসর ক্যাটাগরির পরিবার, ৩৩.১৯ লাখ অত্যধিক অনগ্রসর ক্যাটাগরির পরিবার, ২৩.৪৯ লাখ তফশিলি ক্যাটাগরি এবং ২.০১ লাখ তফশিলি জনজাতিভুক্ত পরিবার উপকৃত হবে।

কীভাবে নির্বাচন করা হবে এই পরিবার? (Bihar Laghu Udyami Yojana Eligibility)

এখন প্রশ্ন হল এই ৯৪.৩৩ লাখ পরিবারকে কীভাবে নির্বাচন করা হবে? এই প্রসঙ্গে এস সিদ্ধার্থ জানান, বরাদ্দ বাজেটের ওপর নির্ভর করে লটারির ধাঁচে কম্পিউটার ভিত্তিক প্রক্রিয়ার দ্বারা পরিবারগুলিকে নির্বাচন করা হবে। এই যোজনা বাস্তবায়িত করার জন্য প্রত্যেক শিল্প দফতরের কার্যনির্বাহী প্রধানদের নিয়ে একটি কমিটি তৈরি করা হবে। জেলাস্তরে এই কমিটিগুলির নেতৃত্ব দেবেন জেলাশাসকরা।

আরও পড়ুনঃ মহিলাদের জন্য সুখবর, ১২০০০ টাকা দেবে কেন্দ্র সরকার! দেখে নিন কারা পাবেন

আসন্ন লোকসভা নির্বাচনের আগে নীতিশ কুমারের এই সিদ্ধান্তের ফলে বিহারের লাখ লাখ গরিব পরিবার যেমন উপকৃত হবে, তেমনই এর প্রভাব ভোটব্যাঙ্কের ওপর পড়বে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, নিম্নবিত্ত মানুষদের ভোট টানতে এমন বৃহৎ যোজনার কথা ঘোষণা করেছে নীতিশ কুমারের সরকার।

Leave a Comment