মধ্যবিত্তের মুখে ফুটবে হাসি! হোমলোন নিয়ে বড় ঘোষণা করতে কোমর বাঁধছে কেন্দ্রীয় সরকার

সারা জীবনের আয় সঞ্চয় করে কমবেশি প্রত্যেক মানুষ নিজের একটি বাড়ি তৈরি করতে চান। তবে বর্তমানে গৃহঋণের (Home Loan) সুদ যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে সেই স্বপ্ন পূরণ করা কার্যত দায় হয়ে গিয়েছে! বাড়ি তৈরির স্বপ্ন পূরণ করতে গিয়ে মোটা টাকা সুদ দিতে হচ্ছে অনেককে। এহেন পরিস্থিতিতে গত বছর স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে গৃহঋণ সংক্রান্ত একটি প্রকল্পের (Home Loan Scheme) কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

প্রধানমন্ত্রী বলেছিলেন, হোম লোনের সুদে ভর্তুকি সংক্রান্ত একটি স্কিম চালু করবে কেন্দ্র (Central Government)। এখন শোনা যাচ্ছে, আসন্ন বাজেটে হয়তো সেই প্রকল্প বাস্তবায়িত হতে পারে। যদি সত্যি এই প্রকল্প (Home Loan Scheme) বাস্তবায়িত হয় তাহলে দেশের অগুনতি মানুষের মুখে হাসি ফুটবে। সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন কেন্দ্রীয় গৃহ নির্মাণ ও শহরাঞ্চল বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরী।

Big Announcement may come in Home Loans in Budget 2024

Big Announcement on Home Loan in Budget 2024!

সম্প্রতি হরদীপ সিং পুরী বলেন, ‘প্রকল্প প্রণয়নে অনেকটা কাজ হয়েছে। সূক্ষ্মতা নিয়েও আলোচনা হয়েছে। এখন এটি চূড়ান্ত পর্যায়ে আছে’। কেন্দ্রীয় গৃহ নির্মাণ ও শহরাঞ্চল বিষয়ক মন্ত্রীর এই বক্তব্য শুনে অনেকের অনুমান, আসন্ন বাজেটেই (Budget 2024) হয়তো এই প্রসঙ্গে ঘোষণা করা হবে।

আরও পড়ুনঃ নতুন বছরে পাল্টে যাচ্ছে সব মেট্রো স্টেশনের নিয়ম, বিপদে পড়ার আগে জেনে রাখুন

হরদীপ সিং পুরী এর আগে জানিয়েছিলেন, গত বছর সেপ্টেম্বর মাসে এই প্রকল্প আসতে পারে। কিন্তু শেষ মুহূর্তের কিছু সংস্করণের জন্য তা সেপ্টেম্বরে প্রকাশ্যে আসেনি বলে জানা যায়। তবে কেন্দ্রীয় গৃহ নির্মাণ ও শহরাঞ্চল বিষয়ক মন্ত্রী এখনও নিশ্চিতভাবে জানাতে পারেননি, আগামী ১ ফেব্রুয়ারি নির্মলা সীতারামনের বাজেটে এই প্রকল্প (Home Loan Scheme) থাকবে কিনা।

New Home Loan Subsidy by Indian Government

গত বছর ১৫ আগস্ট লালকেল্লা থেকে গৃহঋণে ভর্তুকি সংক্রান্ত এই প্রকল্প সংক্রান্ত একটি ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছিলেন, এই লোনের সুদের হার ব্যাঙ্কের চেয়ে কম হবে। এই মুহূর্তে ব্যাঙ্কের হোম লোনের সুদের হার ৯%-১০% মতো। মনে করা হচ্ছে, কেন্দ্রের এই প্রকল্পে সুদের হার ৭.৫%-৮.৫% মতো হতে পারে। অর্থাৎ ব্যাঙ্কের তুলনায় অনেকটাই কম হবে।

আরও পড়ুনঃ নতুন বছরে বদলে গেল পেনশনের নিয়ম! কী পরবর্তন হল? ঝটপট জেনে নিন

গত বছর লালকেল্লার ভাষণে প্রধানমন্ত্রী বলেছিলেন, আগামী বছরগুলিতে একটি নতুন প্রকল্প নিয়ে আসা হবে যার ফলে উপকৃত হবেন শহরের ভাড়া বাড়ি, চউল, বস্তি কিংবা অনুমোদনহীন কলোনিতে বসবাস করা মানুষরা। তাঁরা যদি নিজের বাড়ি তৈরি করতে চান, তাহলে তাঁদের সুদের হারে ত্রাণ ও ব্যাঙ্ক থেকে ঋণ দিয়ে সাহায্য করা যাবে। যার মাধ্যমে তাঁদের লাখ লাখ টাকা বাঁচবে। পাশাপাশি প্রধানমন্ত্রী এও বলেছিলেন, মধ্যবিত্ত পরিবারের জন্য আয়কর বন্ধনী ২ লাখ টাকা থেকে বৃদ্ধি করে ৭ লাখ টাকায় উন্নীত করা হয় তাহলে বেতনভোগী শ্রেণী এবং মধ্যবিত্ত মানুষদের বিরাট উপকার হবে।

Leave a Comment