গরমেও হাফ হবে কারেন্টের বিল! জনগণের জন্য দারুন প্রকল্প ঘোষণা সরকারের, এভাবে করুন আবেদন

বিদ্যুতের বিল (Electric Bill) নিয়ে কমবেশি চিন্তায় থাকে প্রত্যেক মানুষ। লাইট, ফ্যান থেকে শুরু করে ফ্রিজ, এসি- সবকিছু চালাতেই ইলেকট্রিকের দরকার হয়। এদিকে যত ইলেকট্রিক খরচ হবে ততই বাড়তে থাকে বিল। সেই কারণে দেশবাসীর সুবিধার্থে সূর্যোদয় যোজনার (PM Suryodaya Yojana) কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের আওতায় বাড়ি বাড়ি সৌর প্যানেল (Solar Panel) লাগানো হবে।

গত ২২ জানুয়ারি সূর্যোদয় যোজনার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। অনেকেই এই প্রকল্পের নাম শুনলেও, কীভাবে আবেদন করতে হবে সেই বিষয়ে এখনও জানেন না। আজকের প্রতিবেদনে এই সম্বন্ধে বিশদে তুলে ধরা হল। সূর্যোদয় যোজনার (PM Suryodaya Yojana) জন্য কীভাবে আবেদন করতে হবে? কী কী নথিপত্র লাগবে? এই বিষয়ে বিশদে জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

Budget 2024 Big Announcement on Indian House Solar Project

সূর্যোদয় যোজনা (PM Suryodaya Yojana)

কেন্দ্রের পিএম সূর্যোদয় যোজনা প্রকল্পের (PM Suryodaya Yojana) অধীনে প্রাথমিক দেশের ১ কোটি বাড়ির ছাদে সৌর প্যানেল লাগানো হবে বলে জানানো হয়েছে। এই প্রকল্পের পিছনে ১০,০০০ কোটি টাকা বিনিয়োগ করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। যে সকল পরিবার এই প্রকল্পের (Government Scheme) দ্বারা নিজের বাড়ির ছাদে সোলার প্যানেল লাগাবেন, তাঁরা চাইলে বাড়তি উৎপাদিত বিল বিক্রি করে প্রত্যেক মাসে ৩০০ ইউনিট অবধি ইলেকট্রিক ফ্রি-তে পাওয়ার সুযোগ পাবেন।

আরও পড়ুনঃ বিনা মেঘে বজ্রপাত, হটাৎই মাইনে কমছে পশ্চিমবঙ্গের এই শিক্ষকদের! প্রকাশ্যে কড়া বিজ্ঞপ্তি

আবেদনের যোগ্যতা (PM Suryodaya Yojana Application Eligibility)

এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীর কী কী যোগ্যতা লাগবে তা নিম্নে তুলে ধরা হল।

  1. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
  2. প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে।
  3. পরিবারের কোনও সদস্য সরকারি চাকরিজীবী হলে হবে না।
  4. ইনকাম ট্যাক্স জমা আবেদনকারী হলে এই প্রকল্পের সুযোগ পাবেন না।

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for PM Suryodaya Yojana Application)

সূর্যোদয় প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীকে কী কী নথিপত্র দিতে হবে চলুন দেখে নেওয়া যাক।

  1. আবেদনকারী প্রার্থীর আধার নম্বর।
  2. কাস্ট সার্টিফিকেট।
  3. ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস।
  4. আয়ের শংসাপত্র।
  5. প্যান নম্বর।
  6. ঠিকানার প্রমাণপত্র।
  7. আবেদনকারীর নামে বাড়ি থাকার নথি।
  8. আবেদনকারী প্রার্থীর সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি।

এছাড়াও বর্তমান সক্রিয় মোবাইল ফোন নম্বর এবং ইমেল আইডি দিতে হবে। এই সকল নথি জোগাড় করার পর সূর্যোদয় যোজনার জন্য অনলাইনে আবেদন করা যাবে।

আরও পড়ুনঃ Paytm-র পর আরও ৪ ব্যাঙ্ককে শাস্তি দিল RBI, বন্ধ হয়ে যাবে লেনদেন! বিপদে পড়ার আগে জেনে নিন

আবেদনের পদ্ধতি (How to Apply for PM Suryodaya Yojana)

  1. উপরিউক্ত প্রকল্পে কীভাবে আবেদন করতে হবে তা নিম্নে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।
  2. প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট https://solarrooftop.gov.in –এ যেতে হবে।
  3. এরপর ‘Apply for Rooftop Solar’ অপশনে ক্লিক করতে হবে।
  4. নতুন একটি পেজ খোলার পর সেই পেজে ‘Register Here’ লেখায় ক্লিক করতে হবে।
  5. যে সকল নথি চাওয়া হবে সেগুলি সঠিকভাবে দিতে হবে।
  6. এরপর আবেদনকারীর নথি যাচাই করে তাঁর বাড়ির ছাদে সৌর প্যানেল লাগানোর ব্যবস্থা করা হবে।

অফিশিয়াল ওয়েবসাইটঃ ক্লিক করুন

Leave a Comment