লক্ষ্মীর ভাণ্ডার ঢুকছে না! কবে ঢুকবে টাকা? এভাবে বাড়ি বসে ২ মিনিটে চেক করে নিন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে আসীন হওয়ার পর থেকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিশেষত মহিলাদের সুবিধার জন্য একাধিক উন্নয়নমূলক স্কিম শুরু করেছেন তিনি। এমনই একটি প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)। যার দ্বারা উপকৃত হয়েছে রাজ্যের অগুনতি মহিলা।

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের (Lakshmir Bhandar Scheme) আওতায় রাজ্যের মহিলাদের প্রত্যেক মাসে সরকারের তরফ থেকে ভাতা দেওয়া হয়। ক্যাটাগরি অনুসারে কেউ ৫০০ টাকা, কেউ আবার ১০০০ টাকা ভাতা পেয়ে থাকেন। তবে এই প্রকল্প (Government Scheme) ঘিরেই সাম্প্রতিক সময়ে কিছু জটিলতা দেখা দিয়েছে। শোনা যাচ্ছে, গত বছর সেপ্টেম্বর মাসের দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নাম নথিভুক্ত করিয়েও নাকি এখনও টাকা পাননি অনেকে!

লক্ষ্মীর ভাণ্ডার স্কিম : Lakshmir Bhandar scheme

অ্যাকাউন্টে ঢুকছে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা?

গত ডিসেম্বর মাসে ফের দুয়ারে সরকার ক্যাম্পের (Duare Sarkar) আয়োজন করা হয়েছিল। সেখানেও রাজ্যের বহু মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) জন্য আবেদন করেছেন। তবে তার মাঝে নতুন আবেদনকারীদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা না ঢোকা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিরোধীদের তরফ থেকে অভিযোগ, রাজ্যের কোষাগারের অবস্থা খারাপ। সেই জন্য নাকি লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar Scheme) টাকা দিতে পারছেন না সরকার (Government of West Bengal)। তবে শোনা যাচ্ছে প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, শীঘ্রই নতুন প্রাপকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে।

আরও পড়ুনঃ লক্ষীর ভাণ্ডার অতীত, মহিলাদের মাসে ৯০০০ টাকা দেওয়ার ঘোষণা রাজ্য সরকারের!

এদিকে লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) টাকা ঢুকলো কিনা তা জানার জন্য প্রত্যেক মাসে মহিলারা একে অপরকে প্রশ্ন করছেন। তবে এবার আর চিন্তা করতে হবে না। কারণ এবার বাড়ি বসেই আপনি জানতে পারবেন কবে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। পাশাপাশি নতুন আবেদনকারী হলে কবে থেকে টাকা পাওয়া শুরু হবে সেটাও জানতে পারবেন আপনি। কীভাবে? তা নিম্নে বিশদে তুলে ধরা হল।

কবে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা?

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে তা কীভাবে জানতে হবে তা চলুন দেখে নেওয়া যাক।

  1. প্রথমে socialsecurity.wb.gov.in – এই ওয়েবসাইটে যেতে হবে।
  2. ‘Track Applicant Status’ লেখায় ক্লিক করতে হবে। আপনার সামনে একটি নতুন পেজ খুলবে।
  3. এখানে নিজের অ্যাপ্লিকেশন আইডি বসাতে হবে। প্রসঙ্গত, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করার সময় যে মোবাইল নম্বর দেওয়া হয়েছিল সেখানেই অ্যাপ্লিকেশন আইডি পাঠানো হয়। আবেদনপত্র অনলাইনে এন্ট্রি হওয়ার পর এই নম্বর আসে।
  4. অ্যাপ্লিকেশন আইডির পাশাপাশি আধার কার্ড নম্বর, রেজিস্টার্ড মোবাইল নম্বর কিংবা স্বাস্থ্য সাথী কার্ডের নম্বর দিয়েও আপনি লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন। যে কোনও একটি নম্বর বসিয়ে ক্যাপচা কোড টাইপ করে সার্চ লেখায় ক্লিক করতে হবে।
  5. আপনার স্ক্রিনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সংক্রান্ত যাবতীয় তথ্য ফুটে উঠবে। যদি চলতি উপভোক্তা হয়ে থাকেন তাহলে কবে আপনার ভাতা ঢুকতে তা উল্লিখিত থাকে। আর যদি নতুন উপভোক্তা হিসেবে প্রকল্পের জন্য আবেদন করে থাকেন তাহলে আপনার আবেদনের স্ট্যাটাস এখান থেকে আপনি জেনে নিতে পারবেন।

আরও পড়ুনঃ মহিলাদের জন্য সুখবর, ১২০০০ টাকা দেবে কেন্দ্র সরকার! দেখে নিন কারা পাবেন

সব মিলিয়ে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে কিংবা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কী তা জানার জন্য উপরিউক্ত পদ্ধতি মেনে চললেই হবে। দৌড়োদৌড়ি না করে এবার বাড়ি বসেই সবটা জেনে নিতে পারবেন আপনি।

Leave a Comment