বাড়ি বসে মাস গেলে মোটা টাকা আয়! এই স্কিমে টাকা রাখলে মালামাল হয়ে যাবে প্রবীণ নাগরিকরা

বর্তমানে বিনিয়োগের (Investment Plan) প্রচুর অপশন থাকলেও, এখনও বহু মানুষের প্রথম পছন্দ ফিক্সড ডিপোজিট। এটি অত্যন্ত জনপ্রিয় একটি ইনভেস্টমেন্ট স্কিম (Investment Scheme)। সুরক্ষিত বিনিয়োগ এবং নিশ্চিত রিটার্নের কারণে এখনও বহু মানুষ এফডিতে (Fixed Deposit) নিজের কষ্টার্জিত টাকা ইনভেস্ট করে থাকেন। এই স্কিমে টাকা রাখলে মেয়াদপূর্তির পর মোটা টাকা পাওয়া যায়। তবে আপনি কি জানেন, এফডি থেকেও আপনি প্রত্যেক মাসে আয় করতে পারেন। সেই প্ল্যানের নাম হল ফিক্সড ডিপোজিট মান্থলি ইনকাম প্ল্যান (Fixed Deposit Monthly Income Plan)।

ফিক্সড ডিপোজিটের (FD) কথা উঠলেই কমবেশি প্রত্যেকে ভাবেন, এখানে এককালীন টাকা বিনিয়োগ করতে হয়, এরপর মেয়াদ শেষে সুদ সমেত মোটা টাকা রিটার্ন পাওয়া যায়। তবে এফডিতেও যে মান্থলি ইনকাম প্ল্যান (Monthly Income Plan) আছে তা অনেকেই জানেন না। আজকের প্রতিবেদনে সেই বিষয়েই বিশদে তুলে ধরা হল।

Fixed Deposit Monthly Income Scheme

ফিক্সড ডিপোজিট মান্থলি ইনকাম প্ল্যান (Fixed Deposit Monthly Income Plan)

সাধারণত এফডিতে (Fixed Deposit) দু’টি বিকল্প পাওয়া যায়। যথা- কিউমুলেটিভ এফডি এবং নন-কিউমুলেটিভ এফডি। প্রথম ক্ষেত্রে ম্যাচুরিটির পর আসল এবং সুদ মিলিয়ে মোট টাকা বিনিয়োগকারীর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়। অপরদিকে দ্বিতীয় ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময় অন্তর বিনিয়োগকারীকে টাকা দেওয়া হয়।

আরও পড়ুনঃ FD-তে চোখ ধাঁধানো সুদ দিচ্ছে এই সরকারি ব্যাঙ্ক! বিনিয়োগ করলে হু হু করে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স

অ্যাপ্লাই করার সময় বিনিয়োগকারীকে মাসিক/ত্রৈমাসিক/অর্ধবার্ষিক/বার্ষিক প্ল্যান বেছে নিতে হয়। কেউ যদি মাসিক প্ল্যান করেন তাহলে তিনি প্রত্যেক মাসে সুদের টাকা পাবেন। একইভাবে ত্রৈমাসিক করলে তিন মাস অন্তর, অর্ধবার্ষিক করলে বছরে দু’বার এবং বার্ষিক প্ল্যানের ক্ষেত্রে বছরে একবার সুদের টাকা পাওয়া যাবে।

প্ল্যানের বৈশিষ্ট্য (Fixed Deposit Monthly Income Plan Features)

ফিক্সড ডিপোজিট মান্থলি ইনকাম প্ল্যানের কিছু বৈশিষ্ট্য রয়েছে তা নিম্নে তুলে ধরা হল।

  1. এই প্ল্যান শুরু করতে কোনও প্রসেসিং ফি দরকার হয় না।
  2. এই প্ল্যানে নূন্যতম ১০০০ টাকা জমা করা যায়। বিনিয়োগের কোনও ঊর্ধ্বসীমা নেই।
  3. এই প্ল্যানে বিনিয়োগের ঝুঁকি নেই। বাজারে ওঠানামা হলেও বিনিয়োগকারী নির্দিষ্ট সময় অন্তর সুদ পাবেন।
  4. এই স্কিমে ঋণের সুবিধা পাওয়া যায়।
  5. দরকার পড়লে যে কোনও সময় বিনিয়োগকারী টাকা তুলে নিতে পারেন। সেক্ষেত্রে কিছু নিয়ম আছে তা মানতে হয়।

যে প্রবীণ নাগরিকরা অবসর গ্রহণের পর নিজের গচ্ছিত আমানত থেকে প্রত্যেক মাসে আয় করতে চান, তাঁদের জন্য ফিক্সড ডিপোজিট মান্থলি ইনকাম প্ল্যান একটি ভালো বিকল্প হতে পারে।

আরও পড়ুনঃ ৫০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করে হয়ে যান লাখপতি! এই ৩ স্কিমে টাকা রাখলে হু হু করে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স

আয়কর সম্বন্ধিত নিয়ম (Income Tax Rules)

কোনও ব্যক্তি যদি ট্যাক্স সেভার ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে নিজের টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে আয়কর আইনের ৮০সি ধারা অনুযায়ী, একটি আর্থিক বছরে ১,৫০,০০০ টাকা অবধি আয়কর ছাড় পেতে পারেন। কিন্তু একটি আর্থিক বছরে সংশ্লিষ্ট ব্যক্তির মাসিক আয় অথবা রিটার্ন যদি ৪০,০০০ টাকার বেশি হয় তাহলে ব্যাঙ্কের তরফ থেকে ১০% টিডিএস কেটে নেওয়া হবে। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সেই অঙ্কটা হল ৫০,০০০ টাকা।

Leave a Comment