মাত্র এক বছরেই মিলবে ৯% সুদ! সবাইকে টেক্কা দিয়ে ধামাকা স্কিম ঘোষণা করল এই ব্যাঙ্ক

বর্তমানে মানুষের কাছে বিনিয়োগের এক নয়, একাধিক বিকল্প রয়েছে। ব্যাঙ্ক, পোস্ট অফিসে এমন অনেক স্কিম রয়েছে যেখানে টাকা রেখে পাওয়া যায় মোটা টাকা রিটার্ন। নতুন বছর পড়তে না পড়তেই যেমন বেশ কয়েকটি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) সুদের হার বাড়িয়েছে। এমনিতেই দেশবাসীর মধ্যে FD বেশ জনপ্রিয় একটি প্রকল্প। এখন সুদের হার (Fixed Deposit Interest Rate) বৃদ্ধি করায় আরও বেশি লাভ হবে বিনিয়োগকারীদের।

এই মুহূর্তে SBI, পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্কের মতো বড় এবং জনপ্রিয় ব্যাঙ্কের নিরিখে বহু ছোট ছোট ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) বেশি টাকা রিটার্ন দিচ্ছে। যে ব্যাঙ্কগুলি এফডির ওপর ভালো রকমের সুদ দিচ্ছে, তাদের মধ্যে অন্যতম হল জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Jana Small Finance Bank)। এখানে ফিক্সড ডিপোজিটে টাকা রাখলে কত টাকা সুদ পাওয়া যাচ্ছে সেই বিষয়ে বিশদে জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি শুরু থেকে শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

PPF or Public Provident Fund Interest Rates

Massive Returns in FD with Highest Interest Rates Ever!

নতুন বছরে ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করেছে জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Jana Small Finance Bank)। গত ২ জানুয়ারি থেকে এই সুদের হার প্রযোজ্য হচ্ছে। নতুন ইন্টারেস্ট রেট অনুযায়ী, এক বছরের জন্য ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) টাকা রাখলে সিনিয়র সিটিজেন তথা প্রবীণ নাগরিকরা সর্বাধিক ৯% এবং সাধারণ নাগরিকরা সর্বাধিক ৮.৫০% হারে রিটার্ন পাচ্ছেন।

আরও পড়ুনঃ ২৫০ ইনভেস্ট করেই মিলবে ২২ লক্ষ! কেন্দ্রের এই প্রকল্পে সুরক্ষিত হবে মেয়েদের ভবিষ্যৎ

কত দিনের জন্য বিনিয়োগ করলে কত রিটার্ন পাওয়া যাবে দেখুন (Highest Return Fixed Deposit Tenure)

জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে ৭-১৪ দিনের ফিক্সড ডিপোজিটে ৩% হারে সুদ পাওয়া যাচ্ছে। ১৫-৬০ দিনের FD-তে সুদের পরিমাণ ৪.২৫%। ৬১-৯০ দিনের বিনিয়োগের ক্ষেত্রে এই অঙ্কটা ৫%। ৯১-১৮০ দিনের ফিক্সড ডিপোজিটে সুদের হার হল ৬.৫০% এবং ১৮১-৩৬৪ দিনের FD-তে ৮% হারে রিটার্ন দেওয়া হচ্ছে। বিনিয়োগকারী যদি এক বছরের জন্য নিজের টাকা ফিক্সড ডিপোজিটে রাখেন তাহলে তিনি ৮.৫০% হারে সুদ পাবেন। প্রসঙ্গত, প্রত্যেকটি মেয়াদে সিনিয়ট সিটিজেনরা অতিরিক্ত ০.৫০% হারে সুদ পাবেন। সেই হিসেবে এক বছরের FD-তে একজন প্রবীণ নাগরিক ৯% হারে সুদ পাবেন।

আরও পড়ুনঃ চড়া সুদ, অল্প সময়েই দুর্দান্ত রিটার্ন, SBI-র এই মালামাল স্কিমে ইনভেস্ট না করলে পস্তাবেন!

এই ব্যাঙ্কে টাকা রাখা কি নিরাপদ?

তুলনামূলক ছোট ব্যাঙ্কে টাকা রাখার আগে কমবেশি প্রত্যেক গ্রাহকের মাথাতেই সেই ব্যাঙ্কে টাকা রাখা কতখানি নিরাপদ এই প্রশ্ন আসে। একজন গ্রাহকের সবসময় জানা উচিত, যদি কোনও ব্যাঙ্ক দেউলিয়া হয়ে গিয়ে থাকে তাহলে ব্যাঙ্কে জমানো পরিমাণের ওপর ৫ লাখ টাকা বীমা কভারেজ পাওয়া যায়। এই পরিমাণ DICGC তথা ডিপোজিট ইনস্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন কর্তৃক দেওয়া হয়। এটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) মালিকানাধীন একটি সংস্থা। DICGC এই দেশের ব্যাঙ্কগুলিকে বীমা কভারেজ দেয়। ভারতের অধিকাংশ ব্যাঙ্কই DICGC রেজিস্ট্রিকৃত। তাই জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে বিনিয়োগ করার আগে অবশ্যই বিনিয়োগকারীর জেনে নেওয়া উচিত এই ব্যাঙ্ক DICGC রেজিস্ট্রিকৃত কিনা।

Leave a Comment