কন্যাদের উন্নয়নের জন্য ১০টি ধামাকা প্রকল্প! এক ঝলকে দেখে নিন এই সরকারি স্কিমগুলির সুবিধা

২০০৮ সাল থেকে প্রত্যেক বছর ২৪ জানুয়ারি দিনটি জাতীয় শিশু কন্যা দিবস (National Girl Child Day) হিসেবে উদযাপন করা হয়। ভারতের বহু জায়গায় এখনও ছেলে এবং মেয়েদের মধ্যে তফাৎ করা হয়। ছেলেদের যেখানে পরিবারের গর্ব হিসেবে গণ্য করা হয়, সেখানে মেয়েদের (Girl Child) ভাবা হয় বোঝা! এই বৈষম্য দূর করে শিশুকন্যাদের রক্ষা এবং উন্নয়নের উদ্দেশে কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুরু করা হয়েছে নানান প্রকল্প (Government Scheme)। আজ এমনই ১০টি প্রকল্পের সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক।

বেটি বাঁচাও বেটি পড়াও (Beti Bachao Beti Padhao)

২০১৫ সালের ২২ জানুয়ারি ভারত সরকারের তরফ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের সূচনা করা হয়েছিল। এই প্রকল্পের দ্বারা কমতে থাকা চাইল্ড সেক্স রেশিও এবং মহিলাদের উন্নয়নের বিষয়ে ফোকাস করা হয়। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র ভারতীয় শিশুকন্যারাই পায়। অনাবাসী ভারতীয়রা বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের সুবিধা পায় না। এছাড়া এই প্রকল্পের অধীনেই শিশুকন্যার নামে ব্যাঙ্কে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলার কথাও বলা হয়।

National Girl Child Day Central Government and State Government schemes for girl child

সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana)

বেটি বাঁচাও বেটি পড়াও ক্যাম্পেনের অংশ হিসেবে সুকন্যা সমৃদ্ধি যোজনার সূচনা হয়েছিল। এটি ভারত সরকারের একটি স্মল ডিপোজিট স্কিম। শিশুকন্যার পড়াশোনা এবং বিবাহ সংক্রান্ত খরচের কথা মাথায় রেখে এই প্রকল্প শুরু করা হয়। ১০ বছরের মধ্যে যে কোনও শিশু কন্যার নামে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খোলা যায়।

আরও পড়ুনঃ ২৫০ ইনভেস্ট করেই মিলবে ২২ লক্ষ! কেন্দ্রের এই প্রকল্পে সুরক্ষিত হবে মেয়েদের ভবিষ্যৎ

বালিকা সমৃদ্ধি যোজনা (Balika Samriddhi Yojana)

বিপিএল তালিকাভুক্ত পরিবারগুলির শিশুকন্যাদের জন্য বালিকা সমৃদ্ধি যোজনা শুরু করা হয়। ১৫ আগস্ট ১৯৯৭ কিংবা তার পরে জন্মগ্রহণ করা কন্যারা এই প্রকল্পের সুবিধা লাভ করতে পারবেন।

মুখ্যমন্ত্রী রাজশ্রী যোজনা (Mukhyamantri Rajshri Yojana)

২০০৮ সালে রাজস্থান সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী রাজশ্রী যোজনার সূচনা করা হয়। রাজ্যের শিশু কন্যারা যাতে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে সেই জন্য এই ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স স্কিম শুরু করা হয়। এই প্রকল্পে আবেদনের জন্য বেশ কিছু যোগ্যতামান রয়েছে।

মুখ্যমন্ত্রী লাডলি লক্ষ্মী যোজনা (Mukhyamantri Laadli Laxmi Yojana)

মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী লাডলি লক্ষ্মী যোজনা শুরু করা হয়। রাজ্যে শিশুকন্যার জন্ম থেকে শুরু করে সামগ্রিক উন্নয়নের দিকে ফোকাস করে এই স্কিম শুরু হয়। এই প্রকল্পে আবেদনেরও একাধিক যোগ্যতামান নির্দিষ্ট করে দেওয়া আছে।

সিবিএসই উড়ান স্কিম (CBSE Udaan Scheme)

MHRD-এর তত্ত্বাবধানে CBSE-এর তরফ থেকে উডান প্রোজেক্টটি লঞ্চ করা হয়েছিল। স্বনামধন্য ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলিতে ছাত্রীদের কম ভর্তি হওয়া এবং স্কুল ও ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার মধ্যে ছাত্রীদের যে গ্যাপ থেকে যাচ্ছে তা দূর করার জন্য এই প্রকল্পের সূচনা হয়। এই স্কিমের মুখ্য উদ্দেশ্যই হল, ছাত্রীদের এম্পাওয়ার করা। যাতে তাঁরা নামী ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে ভর্তি হয় এবং দেশের উন্নয়নে অংশগ্রহণ করে। এই প্রকল্পেরও বেশ কিছু নিয়ম এবং গাইডলাইন রয়েছে।

আরও পড়ুনঃ স্বস্তির হাসি হাসবে দেশবাসী! নতুন প্রকল্পে ৩৬০০০ টাকা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

ন্যাশানাল স্কিম অফ ইনসেনটিভ টু গার্লস ফর সেকেন্ডারি এডুকেশন (National Scheme Of Incentives To Girls For Secondary Education)

কেন্দ্রীয় সরকারের দ্বারা স্পনসরড এই প্রকল্পের সূচনা হয়েছিল ২০০৮ সালের মে মাসে। ১৪-১৮ বছর বয়সী শিশুকন্যাদের সেকেন্ডারি শিক্ষায় ভর্তি করানোর উদ্দেশে এই প্রকল্প শুরু করা হয়। তবে সংশ্লিষ্ট শিশুকন্যাকে অবিবাহিত হতে হবে, বয়স ১৬ বছরের কম হতে হবে প্রভৃতি।

মুখ্যমন্ত্রী কন্যা সুরক্ষা যোজনা (Mukhyamantri Kanya Suraksha Yojana)

মুখ্যমন্ত্রী কন্যা সুরক্ষা যোজনার অধীন বিপিএল ক্যাটাগরির শিশুকন্যাদের ২০০০ টাকা করে দিয়ে থাকে বিহার সরকার। ২২ নভেম্বর ২০০৭ এবং তার পরে জন্মগ্রহণ করা শিশুকন্যারা এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন।

আরও পড়ুনঃ ৮০০০ টাকা সঙ্গে বিনামূল্যে কোর্স! কেন্দ্র সরকারের এই যোজনার সুবিধা কারা পাবেন?

মাজি কন্যা ভাগ্যশ্রী যোজনা (Mazi Kanya Bhagyashree Yojana)

২০১৫ সালের ৮ মার্চ মহিলা এবং শিশু উন্নয়ন দপ্তরের তরফ থেকে এই স্কিমের কথা ঘোষণা করা হয়। এই স্কিমের অধীনের সরকারের তরফ থেকে শিশুকন্যার পরিবারকে ফিনান্সিয়াল ইনসেনটিভ দেওয়া হয়। সংশ্লিষ্ট শিশু কন্যা যাতে পড়াশোনা করে, তার যাতে কম বয়সে বিয়ে না দিয়ে দেওয়া হয়, এসব উদ্দেশ্যকে সামনে রেখে শুরু করা হয়েছিল এই প্রকল্প।

নন্দা দেবী কন্যা যোজনা (Nanda Devi Kanya Yojana)

শিশুকন্যাদের পড়াশোনা, তাদের স্বাবলম্বী করার উদ্দেশে উত্তরাখণ্ড সরকারের তরফ থেকে এই প্রকল্প শুরু করা হয়েছিল। তবে এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র উত্তরাখণ্ডের শিশুকন্যারা পাবে। এই স্কিমের সুবিধা শুধুমাত্র SC/ST এবং BPL ক্যাটাগরির ছাত্রীরা পাবেন এবং তাঁকে দ্বাদশ শ্রেণিতে পাঠরত হতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ছাত্রীর পরিবারের বার্ষিক আয় ১৫,৯৭৬ টাকার কম (গ্রামীণ এলাকা নিবাসী) এবং ২১,২০৬ টাকার কম (শহুরে এলাকা নিবাসী) হতে হবে।

Leave a Comment