বদলে গেল ন্যাশানাল পেনশন সিস্টেমে টাকা তোলার নিয়ম! সমস্যায় পড়ার আগে জেনে নিন

সরকারি চাকরি ছাড়া বেসরকারি চাকরি কিংবা ব্যবসায় কোনও পেনশনের (Pension) ব্যবস্থা থাকে না। সেই কারণে দেশের বহু নাগরিক রিটায়ারমেন্টের পর আর্থিক সুরক্ষা পেতে বিভিন্ন ধরণের প্রকল্প নিজের টাকা বিনিয়োগ করে থাকেন। এমনই একটি স্কিম হল ন্যাশানাল পেনশন সিস্টেম (National Pension System)। সরকার দ্বারা পরিচালিত এই প্রকল্পে টাকা বিনিয়োগ করলে রিটায়ারমেন্টের পর ভালো টাকা পাওয়া যায়। সেই সঙ্গে রয়েছে মাসে মাসে পেনশনের ব্যবস্থা।

২০০৪ সালে কেন্দ্রের (Central Government) তরফ থেকে ন্যাশানাল পেনশন সিস্টেমের সূচনা করা হয়েছিল। প্রথমদিনে শুধুমাত্র সরকারি কর্মীরা এই স্কিমে (National Pension System) টাকা বিনিয়োগ করতে পারতেন। তবে বর্তমানে ভারতের যে কোনও নাগরিক এই প্রকল্পে টাকা রাখার সুযোগ পাওয়া শুরু করেন। এদেশের অগুনতি মানুষ কেন্দ্রের এই পেনশন সিস্টেমের (NPS) দ্বারা উপকৃত হয়েছেন। তবে এবার এই প্রকল্পের একটি নিয়মেই বদল (NPS Rules Change) আনা হচ্ছে। কী সেই বদল? বিশদে এই প্রতিবেদনে তুলে ধরা হল।

পেনশন, Pension

National Pension System New Rules

পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির (PFRDA) তরফ থেকে ন্যাশানাল পেনশন সিস্টেমে (National Pension System) টাকা তোলার নিয়মে বদল আনা হচ্ছে। ইতিমধ্যেই এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে NPS প্রকল্পে টাকা তোলার নিয়মে (NPS Rules Change) বদল আনা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ আধার কার্ড আর জন্মের প্রমাণ পত্র নয়! EPFO এর ঘোষণায় চিন্তায় লক্ষাধিক কর্মী, দেখুন সমাধান

নতুন নিয়মে কী বলা হয়েছে? (New Rule in NPS)

ন্যাশানাল পেনশন সিস্টেমে (National Pension System) টাকা তোলার নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে সময়ের আগে ২৫%-এর বেশি টাকা তোলা যাবে না। NPS প্রকল্পের নিয়মানুযায়ী, বিনিয়োগ করার ৩ বছর পর দরকার অনুযায়ী টাকা তুলতে পারবেন বিনিয়োগকারীরা। বিনিয়োগের মোট মেয়াদের মধ্যে ৩বার এভাবে টাকা তোলা যায়।

চিকিৎসা থেকে শুরু করে ছেলেমেয়ের শিক্ষা-বিয়ে সহ বেশ কিছু বিশেষ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের টাকা তোলার সুযোগ প্রদান করা যায়। নতুন নিয়মে টাকা তোলার সুযোগ থাকলেও ২৫%-এর বেশি তোলা যাবে না বলে জানানো হয়েছে। ন্যাশানাল পেনশন সিস্টেমে টাকা বিনিয়োগের ৩ বছর পর কোনও বিনিয়োগকারীর যদি টাকা তোলার দরকার হয়, সেক্ষেত্রে তাঁকে CRA তথা সেন্ট্রাল রেকর্ডকিপিং এজেন্সির প্রতিনিধি সরকারি নোডাল অফিসারের কাছে গিয়ে আবেদন জানাতে হবে এবং তার পরিপ্রেক্ষিতে তিনি টাকা তুলতে পারবেন।

আরও পড়ুনঃ আর পাওয়া যাবে না ফ্রি রেশন? কেন্দ্র টাকা বন্ধ করতেই বিস্ফোরক পশ্চিমবঙ্গ সরকার

তবে বিনিয়োগকারী কেন টাকা তুলতে চাইছেন সেই কারণ অবশ্যই জানাতে হবে। বিনিয়োগকারী অসুস্থ হলে তাঁর পরিবারের কোনও সদস্য প্রতিনিধি হিসেবে টাকা তোলার আবেদন জানাতে পারবেন। NPS প্রকল্পের অধীনে, বিনিয়োগকারীর ৬০ বছর বয়স হয়ে যাওয়ার পর একবারই ৬০% অর্থ তোলা যায়। বাকি ৪০% অর্থ মাসে মাসে পেনশনের জন্য বিনিয়োগে জমা করা হয়ে থাকে।

Leave a Comment