মহিলাদের জন্য দুর্দান্ত প্রকল্প আনল মোদী সরকার, এই কাগজ থাকলেই মিলবে ২ লক্ষ টাকা

ভারতের প্রধানমন্ত্রীর হওয়ার পর থেকে একাধিক উন্নয়নমূলক প্রকল্প চালু করেছেন নরেন্দ্র মোদী। সম্প্রতি যেমন মহিলাদের স্বনির্ভর করা লক্ষ্য নিয়ে স্বর্ণিমা প্রকল্প (Swarnima Scheme) চালু করলেন তিনি। ন্যাশানাল ব্যাকওয়ার্ড ক্লাস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের (NBCFDC) মাধ্যমে এই নতুন প্রকল্প রূপায়িত হয়েছে।

অনলাইনে স্বর্নিমা প্রকল্পে আবেদনের পদ্ধতিঃ Swarnima Scheme Apply Process Online

দেশের যে সকল মহিলারা আর্থিক দুরবস্থার সম্মুখীন হয়েছেন তাঁদের আর চিন্তা নেই। কারণ এবার মহিলাদের উন্নয়ন সুনিশ্চিত করতে স্বর্ণিমা প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে ঋণ নিয়ে ছোট ব্যবসা শুরু করে নিজের পায়ে দাঁড়াতে পারবেন দেশের মহিলারা। সেই সঙ্গেই দূর করতে পারবেন আর্থিক অনটন।

স্বর্ণিমা প্রকল্পের মাধ্যমে মহিলাদের এই সুযোগ করে দিয়েছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। তবে এক্ষেত্রে বলা রাখা প্রয়োজন, সমস্ত বিভাগের মহিলা নন বরং শুধুমাত্র ওবিসি (OBC) বিভাগের মহিলারাই এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন।

আসলে পিছিয়ে পড়া শ্রেণির উন্নয়নের লক্ষ্য নিয়ে কেন্দ্রীয় সরকার এই প্রকল্প (Central Government Scheme) চালু করেছেন। মহিলাদের স্বনির্ভর করার জন্য স্বর্ণিমা প্রকল্পের মাধ্যমে ঋণ প্রদান করা হয়। পাশাপাশি এই প্রকল্পের জন্য প্রত্যেক মাসে নয়, বরং তিন মাস অন্তর ইএমআই দিতে হয়। এই স্বর্ণিমা প্রকল্পের মাধ্যমে একজন মহিলা ২ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন। আর এই স্কিমে (Government Scheme) সুদের পরিমাণও বেশ কম। বছরে মাত্র ৫ শতাংশ হাতে সুদ দিতে হয়।

স্বর্ণিমা প্রকল্পের সুবিধা কারা পাবেন?

  1. স্বর্ণিমা প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র মহিলারাই ঋণ নিতে পারবেন।
  2. সমস্ত বিভাগ নয়, শুধুমাত্র ওবিসি বিভাগের মহিলারাই ঋণ পাবেন।
  3. ওবিসি সার্টিফিকেট থাকতে হবে।
  4. পরিবারের বাৎসরিক আয় তিন লাখ টাকার মধ্যে হতে হবে।

স্বর্ণিমা প্রকল্পে আবেদনের প্রয়োজনীয় নথি

  1. ঋণগ্রহীতার আধার কার্ড (Aadhaar Card) লাগবে।
  2. প্যান কার্ড (Pan Card)।
  3. ভোটার আইডি কার্ড (Voter ID Card)।
  4. পরিবারের আয়ের সার্টিফিকেট (Income Certificate)।
  5. ব্যবসার প্রমাণপত্র (Business Certificate)।
  6. জাতিগত শংসাপত্রের কপি লাগবে (Caste Certificate)।
  7. বসবাস সংক্রান্ত সার্টিফিকেট (Residential Certificate)।

জানিয়ে রাখি, শুধুমাত্র ব্যবসা শুরু করা নয়, ব্যবসার সম্প্রসারণ, বাসস্থান তৈরি করা, সন্তানদের শিক্ষা এবং চিকিৎসার জন্যেও স্বর্ণিমা প্রকল্পের আওতায় মহিলারা ঋণ পেতে পারবেন। www.nbcfdc.gov.in – এই ওয়েবসাইটে গিয়ে খুব সহজেই স্বর্ণিমা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

1 thought on “মহিলাদের জন্য দুর্দান্ত প্রকল্প আনল মোদী সরকার, এই কাগজ থাকলেই মিলবে ২ লক্ষ টাকা”

Leave a Comment