স্বস্তির হাসি হাসবে দেশবাসী! নতুন প্রকল্পে ৩৬০০০ টাকা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

দেশবাসীর সুবিধার্থে কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফ থেকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছে। এমনই একটি প্রকল্পের নাম হল প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা (Pradhan Mantri Shram Yogi Maandhan Yojana)। অনেকেই জানেন না, এই সরকারি যোজনার মাধ্যমে ৩৬,০০০ টাকা পর্যন্ত পাওয়া যায়! প্রাপ্তবয়স্ক হলেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

Pradhan Mantri Shram Yogi Maandhan Yojana

দেশবাসীর উন্নয়নের জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়। সাধারণ মানুষের সুবিধার্থে চালু করা হয় নানা প্রকল্প (Central Government Scheme)। দেশের সকল দিনমজুরের জন্য যেমন মানধন যোজনা (Maandhan Yojana) চালু করেছে কেন্দ্র।

প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা : Pradhan Mantri Shram Yogi Maandhan Yojana

এদেশে এমন বহু মানুষ আছেন যারা দিনমজুরের কাজ করেন। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক অসুস্থতা সহ নানান কারণে তাঁরা আর কাজ করতে পারেন না। ফলে তাঁদের সংসারে দেখা দেয় আর্থিক অনটন। দেশের এমন অসচ্ছল শ্রমিকদের সুবিধার্থেই কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফ থেকে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা (Maandhan Yojana) শুরু করা হয়েছে। নূন্যতম ১৮ বছর বয়স হলেই এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে। আবেদনের বয়সসীমা হল সর্বাধিক ৪০ বছর।

আরও পড়ুনঃ চড়া সুদ, অল্প সময়েই দুর্দান্ত রিটার্ন, SBI-র এই মালামাল স্কিমে ইনভেস্ট না করলে পস্তাবেন!

প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার সুবিধা ( Benefits of Pradhan Mantri Maandhan Yojana)

কেন্দ্রীয় সরকারের চালু করা এই প্রকল্পে অসচ্ছল শ্রমিকরা ৬০ বছর বয়স অবধি প্রত্যেক মাসে ৫৫ টাকা করে জমা দিতে হয়। এরপর সারাজীবন মাসিক ৩০০০ টাকা করে পেনশন পাওয়া যায়। অর্থাৎ এক বছরে পেনশন হিসেবে পাওয়া যায় ৩৬,০০০ টাকা। তবে আবেদনকারীর মাসিক আয় যদি ১৫,০০০ টাকার বেশি হলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না।

মানধান যোজনায় আবেদনের পদ্ধতি (Pradhan Mantri Shram Yogi Maandhan Yojana Apply Process)

প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার জন্য অফলাইনে আবেদন করতে হয়। শ্রম দপ্তর কিংবা পঞ্চায়েতে গিয়ে এই প্রকল্পের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তাই আপনার নিকটবর্তী শ্রমদফতরে বা পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করতে হবে।

আরও পড়ুনঃ পোস্ট অফিসের এই প্রকল্পে লক্ষ্মীলাভ গ্যারান্টি! হু হু করে বাড়বে মহিলাদের ব্যাঙ্ক ব্যালেন্স

প্রয়োজনীয় নথি (Required Documents for PM-SYM Application)

কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে আবেদনের জন্য বেশ কিছু নথি লাগে। তা নিম্নে তুলে ধরা হল।

  1. আবেদনকারীর ছবি।
  2. ভোটার কার্ডের জেরক্স।
  3. আধার কার্ডের জেরক্স।
  4. ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস সহ বেশ কিছু নথি জমা করতে হয়।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনার ফলে দেশের একাধিক অসচ্ছল শ্রমিক উপকৃত হয়েছেন। এই প্রকল্পের জন্য বৃদ্ধ অবস্থায় আর্থিক নিরাপত্তা পেয়েছেন তাঁরা। এই বিষয়ে বিশদে জানতে অফিশিয়াল ওয়েবসাইট একবার দেখে নিতে পারেন।

অফিশিয়াল ওয়েবসাইটঃ অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক

Leave a Comment