দেশের ৯ কোটি কৃষকের ব্যাঙ্কে ঢুকবে টাকা! কারা পাবে না? নিজেই দেখে নিন

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) মাধ্যমে গোটা দেশের কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদান করা হয়। এই প্রকল্পের অধীনে এদেশের কৃষকদের প্রত্যেক ৪ মাস অন্তর ২০০০ টাকা করে সরকারের তরফ থেকে দেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের (Central Government) এই স্কিমের ফলে কৃষকরা যে উপকৃত হচ্ছে তা বুঝে নিতে অসুবিধা হয় না।

সম্প্রতি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ১৬তম কিস্তির (PM Kisan 16th Installment) দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি মহারাষ্ট্রের ইয়াভাতমাল জেলা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) নিজে এই অর্থ ট্রান্সফার করবেন। DBT-র দ্বারা সরকারি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পৌঁছে যাবে।

PM Kisan Money will be deposited to Farmers account directly

কেন্দ্রের উদ্যোগে উপকৃত হবে ৯ কোটি কৃষক পরিবার!

কেন্দ্রীয় সরকারের কিষাণ সম্মান নিধি যোজনার (PM Kisan Yojana) মাধ্যমে এদেশের কৃষকদের বছরে ৬০০০ টাকা দেওয়া হয়। এখনও অবধি এই প্রকল্পের অধীনে ১১ কোটিরও বেশি কৃষকদের প্রায় ২.৮১ লাখ কোটি টাকা প্রদান করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি এই প্রকল্পের ১৬ তম কিস্তির টাকা দেবে সরকার। জানা যাচ্ছে, এই কিস্তির মাধ্যমে এদেশের প্রায় ৯ কোটি কৃষক পরিবারকে ২১ হাজার কোটি টাকারও বেশি দেওয়া হবে।

আরও পড়ুনঃ মাত্র ১০ টাকায় অত্যাধুনিক চিকিৎসা দেবে কল্যাণী AIIMS! কবে থেকে মিলবে সুবিধা? জানুন বিস্তারিত

কারা পাবেন না পিএম কিষাণের টাকা?

এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, সরকারি নিয়মানুযায়ী, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার (PM Kisan Samman Nidhi Yojana) আওতায় ১৬তম কিস্তির টাকা পেতে হলে কৃষককে নিজের জমির নথিপত্র আপলোড করতে হবে। সেই সঙ্গেই সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্কড হতে হবে এবং ই-কেওয়াইসি করাতে হবে। এদেশের যে কৃষকরা এই কাজগুলো করাননি, তাঁদের অ্যাকাউন্টে ১৬তম কিস্তির ২০০০ টাকা কিন্তু জমা করা হবে না।

এছাড়া প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (PM Kisan Yojana) টাকা পেতে হলে একজন কৃষকের নিজস্ব জমির মালিক হতে হবে। লিজ নিয়ে জমি চাষ করলে কিংবা ভাগ চাষি হলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। এছাড়া কোনও কৃষক পরিবারের স্বামী/স্ত্রীর মধ্যে কেউ যদি গত বছর আয়করের অধীনে পড়েন তাহলে তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাবেন না।

আরও পড়ুনঃ রাজ্যের মহিলাদের জন্য সুখবর, ২৫,০০০ টাকা দেবে সরকার! বিরাট ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

ই-কেওয়াইসি কীভাবে করতে হবে?

এক্ষেত্রে মনে রাখতে হবে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় রেজিস্ট্রেশন করা কৃষকদের জন্য ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক। প্রধানমন্ত্রী কিষাণ ওয়েবসাইটে ওটিপি ভিত্তি ই-কেওয়াইসির সুযোগ রয়েছে। কিংবা কোনও কৃষক যদি চান তাহলে নিকটবর্তী CSC কেন্দ্র গুলিতে গিয়ে বায়োমেট্রক ভিত্তিক ই-কেওয়াইসির জন্য যোগাযোগ করতে পারেন। বিস্তারিত জানতে নিম্নে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইটটি একবার দেখে নিতে পারেন।

অফিশিয়াল ওয়েবসাইটঃ ক্লিক করুন

Leave a Comment