কয়েক মাসে টাকা ডাবল! পোস্ট অফিসের এই স্কিমে টাকা রাখলে লক্ষ্মীলাভ গ্যারান্টি

বর্তমানে মানুষের কাছে বিনিয়োগের একাধিক অপশন রয়েছে। তবে টাকা রাখার সবচেয়ে সুরক্ষিত এবং নিরাপদ প্রতিষ্ঠান হিসেবে এখনও বহু মানুষের পছন্দ ব্যাঙ্ক এবং পোস্ট অফিস (Post Office)। এই দুই প্রতিষ্ঠানে এমন বহু প্রকল্প (Post Office Scheme) আছে যেখানে টাকা রেখে পাওয়া যায় দুর্দান্ত রিটার্ন। আজ এমনই একটি প্রকল্পের বিষয়ে আলোচনা করবো আমরা।

পোস্ট অফিসে বিনিয়োগের জন্য প্রচুর স্কিম (Post Office Scheme) রয়েছে। স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী নানান স্কিমে টাকা রেখে আপনি পেতে পারেন দুর্দান্ত রিটার্ন। এমনই একটি প্রকল্প হল কিষাণ বিকাশ পত্র (Kisan Vikas Patra)। যেখানে টাকা রাখলে কয়েক মাসের মধ্যে আপনার টাকা ডাবল হয়ে যাবে! কত টাকা বিনিয়োগ করা যায়? এই প্রকল্পের সুবিধা কী কী? এই বিষয়ে বিশদে জানতে এই প্রতিবেদনটি শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

Post Office Investment Scheme with High Interest Rate

কিষাণ বিকাশ পত্র (Kisan Vikas Patra)

পোস্ট অফিসের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হল কিষাণ বিকাশ পত্র। সিঙ্গেল এবং জয়েন্ট দু’ধরণের অ্যাকাউন্ট খোলা যায় এই স্কিমে। ১০ বছর হয়ে গেলেই নাবালক/নাবালিকারা এই প্রকল্পে অ্যাকাউন্ট খুলতে পারেন। মাত্র ১০০০ টাকা দিয়ে কিষাণ বিকাশ পত্রে বিনিয়োগ শুরু করা যায়। এখানে টাকা রাখার কোনও সর্বোচ্চ সীমা নেই।

আরও পড়ুনঃ LIC না মিউচুয়াল ফান্ড, কোথায় বিনিয়োগ করলে লাভ হবে বেশি? সত্যিটা জানলে চমকে যাবেন

সুদের হার কত? (Kisan Vikas Patra Interest Rate)

KVP স্কিমে বর্তমানে ৭.৫% হারে সুদ পাওয়া যাচ্ছে। এই হিসেবে ১১৫ মাসের মধ্যে বিনিয়োগের টাকা দ্বিগুণ হয়ে যায়। অর্থাৎ এই হিসেবে আপনি যদি ১ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে ১১৫ মাস শেষে ২ লাখ টাকা পাবেন। একই রকমভাবে ১০ লাখ টাকা বিনিয়োগ করলে মেয়াদ শেষে ২০ লাখ  টাকা ফেরত পাবেন আপনি।

এই প্রকল্পে বিনিয়োগের সুবিধা (Kisan Vikas Patra Benefits)

পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্রের বিনিয়োগের একাধিক সুবিধা রয়েছে। সেই সুবিধাগুলি নিম্নে তুলে ধরা হল।

  1. এই প্রকল্প স্টক মার্কেটের ওপর নির্ভরশীল নয়। যেহেতু এটি সরকারি প্রকল্প সেই জন্য এখানে যেমন টাকা রাখা নিরাপদ, তেমনই পাওয়া যায় নিশ্চিত রিটার্ন।
  2. যে কোনও পোস্ট অফিস থেকে কিষাণ বিকাশ পত্রের অ্যাকাউন্ট খোলা যায়।
  3. এই প্রকল্পে ১১৫ মাসে বিনিয়োগ করা অর্থ দ্বিগুণ হয়। তবে যতদিন আপনি টাকা তুলবেন না, ততদিন সুদ পাবেন।
  4. এই স্কিমের দ্বারা লোন পাওয়া যায়।

আরও পড়ুনঃ SIP এর থেকেও বেশি সুদ! এই স্কিমে ইনভেস্ট করলেই হু হু করে বাড়বে টাকা

সব মিলিয়ে, পোস্ট অফিসের এই প্রকল্পে টাকা রাখলে টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি দুর্দান্ত রিটার্নও পাওয়া যাবে। এই বিষয়ে আরও বিশদে জানতে নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে কথা বলতে পারেন আপনি।

Leave a Comment