৬০০০ লাগিয়ে ফেরত পাবেন ১০ লাখ টাকা! পোস্ট অফিসের এই স্কিমে লক্ষ্মীলাভ গ্যারান্টি

কথাতেই আছে, সময় কারোর জন্য থেমে থাকে না। কালের নিয়মে বিদায় নিয়েছে ২০২৩। টলোমলো পায়ে চলতে শুরু করেছে ২০২৪। যত দিন যাবে তত সে পরিপক্ক হবে। নতুন বছরের মতো আমাদের অনেকের বিনিয়োগের (Financial Investment) অবস্থাও টলোমলো হয়ে আছে। কেউ ব্যাঙ্ক তো কেউ পোস্ট অফিসের স্কিম টাকা (Post Office Schemes) বিনিয়োগ করেন। কিন্তু প্রত্যাশা মতো রিটার্ন না আসায় আর্থিক অবস্থা এখনও ঠিক পরিপক্ক হয়ে উঠতে পারেনি অনেকেরই।

তবে ২০২৪ সালে কিন্তু এই দুরবস্থা কাটিয়ে নেওয়া যেতে পারে। কোনও রিস্ক না নিয়ে, শুধুমাত্র সরকারের ওপর আস্থা রেখে এই কাজ করতে পারেন আপনি। এখন মনে প্রশ্ন আসতেই পারে, কীভাবে পরিপক্ক করা যায় নিজের আর্থিক অবস্থা? তাহলে বলে রাখি পোস্ট অফিসে বিনিয়োগের (Post Office Investment) মাধ্যমে এই কাজ করতে পারেন আপনি।

Post Office Investment Scheme with High Interest Rate

পোস্ট অফিসে বিনিয়োগ করেই লক্ষ্মীলাভ! (Post Office High Interest RD)

প্রত্যেক মানুষই লাভের আশায় টাকা বিনিয়োগ করে থাকেন। ফলে বুদ্ধি খাটিয়ে এমন জায়গাতেই তা বিনিয়োগ করা উচিত যেখানে সেই অর্থ হারানোর কোনও ভয় থাকবে না। এমনই একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হল পোস্ট অফিস (Post Office)। এখানে রেকারিং ডিপোজিটে (Recurring Deposit) বিনিয়োগ করে আপনি পেতে পারেন মোটা টাকা রিটার্ন।

আরও পড়ুনঃ একটাকাও মার যাবে না, ভারতের সবচেয়ে নিরাপদ ব্যাঙ্কের তালিকা প্রকাশ করল RBI

সুদের হার বাড়ল পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে (Post Office Interest Rates on Recurring Deposit)

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রেকারিং ডিপোজিটের সুদের হার বাড়ানো হয়েছে। এরপর থেকে এই স্কিমে বিনিয়োগ করতে শুরু করেছেন একাধিক মানুষ। এখানে টাকা যেমন সম্পূর্ণ নিরাপদে থাকে, তেমনই নিশ্চিত রিটার্নও পাওয়া যায়।

Investment Schemes with Good Returns

১০ লক্ষ টাকা রিটার্ন পাওয়ার আর্থিক প্রকল্প (Investment Plan to get 10 Lakh)

আরডি-র মেয়াদ হল ৫ বছর। তবে চাইলে তা ১০ বছর অবধি বাড়ানো যায়। বর্তমানে এই স্কিমে সুদের হার ৬.৫%। তাহলে কোনও ব্যক্তি যদি প্রত্যেক মাসে এই স্কিমে ৬০০০ টাকা বিনিয়োগ করেন তাহলে ১০ বছর পর তিনি কত টাকা ফেরত পাবেন জানেন? টাকার অঙ্কটা শুনলে চমকে উঠতে পারেন আপনি।

আরও পড়ুনঃ মোটা টাকা আয় হবে সিনিয়র সিটিজেনদের, এই স্কিমে বিনিয়োগ করলে লক্ষ্মীলাভ গ্যারান্টি!

রেকারিং ডিপোজিট এমন একটি স্কিম যেখানে খুব স্বল্প টাকা বিনিয়োগ করা যায়। ১০০ টাকা দিয়ে এখানে বিনিয়োগ শুরু করতে পারেন বা ১০ টাকার গুণিতকে। পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করার কোনও সর্বোচ্চ সীমা নেই। যত ইচ্ছা বিনিয়োগ করতে পারেন আপনি।

এখন যদি কোনও ব্যক্তি ১০ বছরের জন্য রেকারিং ডিপোজিটে প্রত্যেক মাসে ৬০০০ টাকা বিনিয়োগ করেন তাহলে মেয়াদ শেষ তাঁর জমানো টাকার পরিমাণ হবে ৭,২০,০০০ টাকা। সেই সঙ্গে পাওয়া যাবে ৬.৫% হারে সুদ। অর্থাৎ মেয়াদ শেষে তিনি ২,৯৩,৯২৮ টাকা সুদ পাবেন। এভাবে রেকারিং ডিপোজিটে মাসিক ৬০০০ টাকা বিনিয়োগ করে মেয়াদ শেষে ১০,১৩,৯২৮ টাকা ফেরত পেতে পারেন আপনি।

Leave a Comment