এই লিস্টে নাম থাকলে পাবেন ঘর তৈরির টাকা, দু’মিনিটে দেখুন আবাস যোজনার নতুন তালিকা!

প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) কথা কমবেশি আমরা প্রত্যেকেই জানি। বহু বছর ধরে এই প্রকল্প চলে আসছে। এদেশের অগুনতি পরিবার এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন। দেশের নিম্নবিত্ত পরিবার, যাঁদের মাথার ওপর পাকা বাড়ি নেই, তাঁদের আবাস যোজনার মাধ্যমে বাড়ি তৈরির টাকা দেওয়া হয়। এই প্রকল্পে (Government Scheme) যারা আবেদন করেছেন, চলতি বছরের শুরুতেই তাঁদের জন্য চলে এল সুখবর।

সম্প্রতি আবাস যোজনার নতুন তালিকা (Pradhan Mantri Awas Yojana List 2024) প্রকাশিত হয়েছে। সেখানে যাঁদের নাম রয়েছে তাঁরা সরকারের তরফ থেকে বাড়ি তৈরির টাকা পাবেন। আপনি যদি কেন্দ্রীয় সরকারের (Central Government) এই প্রকল্পের জন্য আবেদন করে থাকেন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে পারে।

Pradhan Mantri Awas Yojana

প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana List 2024)

কেন্দ্রের এই প্রকল্পের দু’টি ভাগ রয়েছে। একটি হল গ্রামীণ আবাস যোজনা এবং দ্বিতীয়টি হল শহুরে আবসা যোজনা। নতুন বছরের শুরুতে গ্রামীণ আবাস যোজনার (PM Awas Yojana Gramin) তালিকা প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাওয়ার জন্য অবশ্য কয়েকটি শর্ত রয়েছে। পরিবারের কেউ সরকারি চাকরিজীবী হলে কিংবা অন্যত্র কোথাও পাকা বাড়ি থাকলে এই প্রকল্পের (PM Awas Yojana) অধীনে টাকা পাওয়া যায় না। দেশের নিম্নবিত্ত পরিবার যাঁদের পাকা বাড়ি নেই শুধুমাত্র তাঁদের এই যোজনার অধীনে টাকা দেয় সরকার।

আরও পড়ুনঃ ৮০০০ টাকা সঙ্গে বিনামূল্যে কোর্স! কেন্দ্র সরকারের এই যোজনার সুবিধা কারা পাবেন?

প্রধানমন্ত্রী আবাস যোজনায় কত টাকা পাওয়া যায়?

কেন্দ্রীয় সরকারের (Central Government) এই প্রকল্পে ১ লাখ ২০ হাজার টাকা দেওয়া হয়। এর মধ্যে প্রথম কিস্তিতে ৬০,০০০ টাকা দেওয়া হয়। সেই টাকা দিয়ে বাড়ি তৈরির কাজ যতখানি করার কথা তা সম্পূর্ণ হলে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে হয়। এরপর দ্বিতীয় কিস্তির ৫০,০০০ টাকা পাওয়া যায়। দ্বিতীয় ধাপের কাজ সম্পন্ন হওয়ার পর ফের ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিতে হয়। তাহলে তৃতীয় কিস্তিতে ১০,০০০ টাকা ঢোকে।

আবাস যোজনার তালিকা কীভাবে দেখবেন?

প্রধানমন্ত্রী আবাস যোজনার সদ্য প্রকাশিত তালিকা কীভাবে চেক করবেন তা নিম্নে তুলে ধরা হল।

  1. প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট https://pmaymis.gov.in/ -এ যেতে হবে।
  2. Awaassoft লেখায় ক্লিক করতে হবে।
  3. এরপর Report>Beneficiary Details for Verification অপশনে ক্লিক করতে হবে।
  4. রাজ্য, জেলা, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম এবং কোন সালের তালিকা চেক করতে চান তাহলে উল্লেখ করতে হবে। নতুন তালিকা দেখার জন্য সাল ২০২৩-২৪ নির্বাচন করতে হবে।
  5. প্রধানমন্ত্রী আবাস যোজনা অপশন সিলেক্ট করে সাবমিট করে দিন। তাহলে আপনার সামনে তালিকা চলে আসবে। সেখানে আপনি দেখে নিতে পারবেন আপনার নাম আছে কিনা।

আরও পড়ুনঃ কন্যাদের উন্নয়নের জন্য ১০টি ধামাকা প্রকল্প! এক ঝলকে দেখে নিন এই সরকারি স্কিমগুলির সুবিধা

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাওয়া নিয়ে পশ্চিমবঙ্গে একসময় ব্যাপক বিতর্ক হয়েছে। তবে সেসব বিতর্ক পিছনে ফেলে সম্প্রতি প্রকাশ্যে এসেছে আবাস যোজনার নতুন তালিকা। আপনি যদি আবেদন করে থাকেন তাহলে উপরিউক্ত পদ্ধতিতে চেক করে নিতে পারেন লিস্টে আপনার নাম আছে কিনা।

Leave a Comment