কৃষকদের জলের অভাব মেটাতে সোলার পাম্প দেবে সরকার! কিভাবে করবেন আবেদন? দেখে নিন পদ্ধতি

ভারত কৃষি নির্ভর দেশ। এদেশের অগুনতি মানুষ কৃষি ব্যবস্থার সঙ্গে জড়িত। সেই কারণে কৃষকদের উন্নয়নের জন্য সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী কুসুম প্রকল্প (Pradhan Mantri KUSUM Yojana), প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কারণে উপকৃত হয়েছে এদেশের একাধিক কৃষক। কৃষকদের যাতে কোনও প্রকার অসুবিধা না হয় সেই বিষয়টি সুনিশ্চিত করাই এই প্রকল্পগুলির উদ্দেশ্য।

Pradhan Mantri KUSUM Yojana

প্রধানমন্ত্রী কুসুম যোজনার (PM KUSUM YOJANA) পুরো নাম হল প্রধানমন্ত্রী কিষাণ উর্জা সুরক্ষা এবম উত্থান মহাভিযা। এই প্রকল্পের অধীনে সোলার পাম্প বসানোর জন্য কৃষকদের সরকারের তরফ থেকে ভর্তুকি প্রদান করা হয়। রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রের (Central Government) তরফ থেকেও এই ভর্তুকি প্রদান করা হয়। তবে রাজ্য ভেদে এই ভর্তুকির পরিমাণ ভিন্ন হয়। এই প্রকল্পের (Government Scheme) দ্বারা কৃষকরা নিজেদের জমিতে সোলার পাম্প স্থাপন করতে পারেন। এমনকি চাইলে অনুর্বর জমিতে এই পাম্প বসিয়ে আয় করতে পারেন মোটা টাকা।

সোলার পাম্প, পিএম কুসুম যোজনা, Free Solar Pump for Farmers in Pradhan Mantri KUSUM Yojana Know details

যোজনার সুবিধা (Pradhan Mantri KUSUM Yojana Benefits)

প্রধানমন্ত্রী কুসুম যোজনার একাধিক সুবিধা রয়েছে তা নিম্নে পয়েন্ট আকারে তুলে ধরা হল।

  1. দেশের সকল কৃষকরা এই প্রকল্পের সুবিধা পাবেন।
  2. কম দামে সৌর সেচ পাম্প প্রদান করা হয়।
  3. কুসুম যোজনা ২০২৪-এর প্রথম ধাপে ডিজেল চালিত ১৭.৫ লাখ ক্ষেত সেচ পাম্প সৌর শক্তির দ্বারা চালিত হবে। এর ফলে ডিজেলের ব্যবহার অনেকটা কমবে।
  4. ১০ লাখ গ্রিড সংযুক্ত কৃষি পাম্পের সোলারাইজেশন।
  5. অতিরিক্ত ইলেকট্রিসিটি উৎপাদিত হবে।
  6. কুসুম যোজনার অধীন সোলার পাম্প স্থাপন করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কৃষকদের ৬০% আর্থিক সহায়তা দেওয়া হবে, ব্যাঙ্কের তরফ থেকে ৩০% ঋণ সহায়তা দেওয়া হবে। কৃষকদের স্রেফ ১০% অর্থ দিতে হবে।
  7. যে সকল রাজ্য খরায় আক্রান্ত এবং যেখানে বিদ্যুতের সমস্যা আছে সেখানকার কৃষকরা এই সৌর পাম্পের দ্বারা উপকৃত হবেন। কারণ সোলার পাম্প বসালে সারাদিন কারেন্ট থাকবে। তাই তাঁদের ক্ষেতে সেচ দিতে অসুবিধা হবে না।
  8. কৃষকরা চাইলে সৌর প্যানেল থেকে উৎপাদিত অতিরিক্ত ইলেকট্রিসিটি সরকারি কিংবা বেসরকারি বিদ্যুৎ বিভাগে বিক্রয় করে দিতে পারেন। সেখান থেকে মাস গেলে ৬০০০ টাকা অবধি সহায়তা পেতে পারেন তাঁরা।
  9. অনুর্বর জমিতে সোলার পাম্প বসিয়ে আয় করতে পারবেন কৃষকরা।

 আরও পড়ুনঃ ২ কোটি নতুন ঘর থেকে বিনামূল্যে বিদ্যুৎ! বাজেটে মধ্যবিত্তদের জন্য বড় ঘোষণা মোদী সরকারের

আবেদনের যোগ্যতা (Pradhan Mantri KUSUM Yojana Application Eligibility)

প্রধানমন্ত্রী কুসুম যোজনায় কারা আবেদন করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক।

  1. আবেদনকারী কৃষককে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  2. এই প্রকল্পের অধীনে আবেদনকারী কৃষক ০.৫-২ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্রের জন্য অ্যাপ্লাই করতে পারেন।
  3. এছাড়া এই বিষয়ে বিশদে জানতে নিম্নে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইট একবার দেখে নিতে পারেন।

সোলার পাম্পের জন্য কত জমি লাগবে? (Required Land for PM KUSUM Yojana)

এখন প্রশ্ন উঠতেই পারে, একটি সৌর প্ল্যান্ট বসানোর জন্য কত জমির দরকার হবে? তাহলে বলে রাখি সোলার প্ল্যান্ট বসাতে হলে একজন কৃষকের ৪-৫ একর জমি লাগবে। এই পাম্পের দ্বারা প্রত্যেক বছর ১৫ লাখ ইউনিট ইলেকট্রিসিটি উৎপাদন করা যাবে। সেই বিদ্যুৎ বিক্রি করে মোটা টাকা আয় করা করতে পারবেন সংশ্লিষ্ট কৃষক।

আরও পড়ুনঃ একজন ভিখারীও থাকবে না! দেশের ভিক্ষুকদের জন্য বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents for Pradhan Mantri KUSUM Yojana)

প্রধানমন্ত্রী কুসুম যোজনার জন্য আবেদন করতে গেলে কী কী নথিপত্র লাগবে তা নিম্নে তুলে ধরা হল।

  1. আবেদনকারী কৃষকের আধার কার্ড।
  2. রেশন কার্ড।
  3. আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করার মোবাইল ফোন নম্বর।
  4. ব্যাঙ্কের পাসবইয়ের কপি।
  5. সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি।
  6. জমির নথির একটি অনুলিপি।

আবেদনের পদ্ধতি (How to Apply for PM KUSUM Yojana)

কুসুম যোজনায় কীভাবে আবেদন করতে হবে তা নিম্নে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।

  1. ইচ্ছুক কৃষকদের প্রথমে প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  2. হোম পেজ থেকে অনলাইন রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে।
  3. নাম, ঠিকানা, মোবাইল নম্বর সহ আবেদনপত্রে জিজ্ঞেস করা সকল তথ্য পূরণ করতে হবে। এরপর সাবমিট লেখায় ক্লিক করতে হবে।
  4. রেজিস্ট্রেশন সফল হওয়ার পর নির্বাচিত সুবিধাভোগীদের দফতর অনুমোদিত সরবরাহকারীদের কাছে গিয়ে সোলার পাম্প সেটের জন্য ১০% অর্থ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হবে।
  5. এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কয়েকদিনের মধ্যেই আবেদনকারী কৃষকের জমিতে সোলার পাম্প বসিয়ে দেওয়া হবে।

সব মিলিয়ে বলা যায়, প্রধানমন্ত্রী কুসুম যোজনার দ্বারা কৃষকরা নানান ভাবে উপকৃত হবে। একদিকে যেমন সৌর শক্তির মাধ্যমে ক্ষেতে সেচ দিতে পারবেন। তেমনই অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে আয় করতে পারবেন মোটা টাকা।

Leave a Comment