একটাকাও লাগবে না, বিনামূল্যে পাওয়া যাবে সিলিন্ডার! সময় ফুরানোর আগে এভাবে করুন আবেদন

এই মুহূর্তে ভারতের বেশিরভাগ গৃহস্থ বাড়িতে এলপিজি গ্যাস সিলিন্ডারে (LPG Gas) রান্না হয়। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (Pradhan Mantri Ujjwala Yojana) হাত ধরে শহরের পাশাপাশি বহু গ্রামেও পৌঁছে গিয়েছে এলপিজি গ্যাসের কানেকশন। এই মুহূর্তে রান্নার গ্যাস কানেকশনের সঙ্গে আধার কার্ড লিঙ্ক (LPG-Aadhaar Link) করার কাজ চলছে গোটা ভারতে। প্রথমে ধাপে মূলত উজ্জ্বলা যোজনার গ্রাহকদের এই কাজ করা হচ্ছে। এরপর বাকি গ্রাহকদের কাজ হবে।

এলপিজি গ্যাসের (LPG Gas) সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার এই কাজ করানোর জন্য প্রথমে গ্যাস ডিলারদের অফিসের সামনে লাইন করছিলেন গ্রাহকরা। তবে এখন অনলাইনেও এই কাজ করা যাচ্ছে। যে কারণে গ্যাস ডিলারদের অফিসের সামনে ভিড় অনেকটাই কমেছে। তবে আপনি কি জানেন, শুধু এলপিজি গ্যাস কানেকশনের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা নয়, এখন ফ্রি-তে গ্যাস কানেকশনের (Free LPG Connection) জন্যেও অনলাইনে আবেদন করা যায়। যাতে বিনামূল্যে পাওয়া যায় একটি গ্যাস সিলিন্ডার (Free Gas Cylinder)! কীভাবে আবেদন করবেন? এই বিষয়ে বিশদে এই প্রতিবেদনে তুলে ধরা হল।

রান্নার গ্যাস নিয়ে বড় ঘোষণা : Big Announcement over LPG Gas Price in West Bengal

বিনামূল্যে পাবেন একটি গ্যাস সিলিন্ডার! (Free Gas Cylinder Scheme by Indian Government)

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (Pradhan Mantri Ujjwala Yojana) হাত ধরে ভারতবর্ষের মহিলাদের বিনামূল্যে এলপিজি গ্যাসের কানেকশন (LPG Gas Connection) করে দেওয়া হয়। এই যোজনার অধীনে একটি ওভেন এবং বিনামূল্যে একটি গ্যাস সিলিন্ডারও প্রদান করা হয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, গোটা ভারতে যত এলপিজি গ্রাহক রয়েছেন তার এক তৃতীয়াংশ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে গ্যাস কানেকশন নিয়েছেন। ভারতের আরও মহিলা যাতে এই যোজনার সুবিধা পান সেই জন্য এবার অনলাইনে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে।

আরও পড়ুনঃ আর পাওয়া যাবে না ফ্রি রেশন? কেন্দ্র টাকা বন্ধ করতেই বিস্ফোরক পশ্চিমবঙ্গ সরকার

ফ্রি গ্যাস কানেকশনের জন্য আবেদন পদ্ধতি (How to Apply for PM Ujjwala Yojana)

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (Pradhan Mantri Ujjwala Yojana) জন্য অনলাইনে কীভাবে আবেদন করতে বে তা নিম্নে স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।

  1. প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট https://www.pmuy.gov.in/ -এ যেতে হবে।
  2. ‘Apply for New Ujjwala 2.0 Connection’ লেখায় ক্লিক করতে হবে।
  3. আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর টাইপ করুন।
  4. মোবাইল নম্বরে একটি OTP আসবে, সেটি যথাস্থানে বসান।
  5. প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র সাবমিট করুন।

আরও পড়ুনঃ বদলে গেল ন্যাশানাল পেনশন সিস্টেমে টাকা তোলার নিয়ম! সমস্যায় পড়ার আগে জেনে নিন

অনলাইন ছাড়া অফলাইনে উজ্জ্বলা যোজনার জন্য আবেদন করা যায়। সেক্ষেত্রে আপনাকে নিকটবর্তী গ্যাস ডিলারের অফিসে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে।

কারা ফ্রি-তে গ্যাস পাওয়ার যোগ্য? (PM Ujjwala Yojana Eligibility)

উজ্জ্বলা যোজনার অধীনে কারা বিনামূল্যে গ্যাস পাওয়ার যোগ্য চলুন দেখে নেওয়া যাক। বর্তমানে অনলাইনেও উজ্জ্বলা যোজনার জন্য আবেদন (Apply for PM Ujjwala Yojana Online) করা যাচ্ছে।

  1. আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে।
  2. বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
  3. গ্রামাঞ্চলের মহিলাদের ক্ষেত্রে বার্ষিক আয় ১ লাখ এবং শহরাঞ্চলের ক্ষেত্রে বার্ষিক আয় ২ লাখ টাকা হতে হবে।
  4. পরিবারে যদি ইতিমধ্যেই এলপিজি কানেকশন থাকে তাহলে এই যোজনার জন্য আবেদন করা যাবে না।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র (Documents Required)

প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় আবেদনের জন্য আবেদনকারীর কী কী নথিপত্র লাগবে তা নিম্নে তুলে ধরা হল।

  1. আধার কার্ড।
  2. আবেদনকারীর পরিবারের বাকি সদস্যদের আধার কার্ড।
  3. মোবাইল নাম্বার লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক।
  4. ঠিকানার শংসাপত্র (আঁধার কার্ড, রেশন কার্ড বা ভোটার কার্ড ব্যবহার করা যেতে পারে)।

আরও পড়ুনঃ গরিব পরিবার পিছু ২,০০,০০০ টাকা দেবে সরকার! কীভাবে? ঝটপট দেখে নিন

প্রসঙ্গত, সাধারণ এলপিজি কানেকশনের গ্রাহকদের তুলনায় উজ্জ্বলা যোজনার গ্রাহকরা কম টাকায় গ্যাস কিনতে পারছেন। বর্তমানে একজন সাধারণ এলপিজি কানেকশনের গ্রাহককে প্রায় ৯০০ টাকা দিয়ে একটি গ্যাস সিলিন্ডার কিনতে হচ্ছে। সেক্ষেত্রে উজ্জ্বলা যোজনার গ্রাহকদের সরকারি ভর্তুকির জন্য প্রায় ৬০০ টাকায় একটি সিলিন্ডার পেয়ে যাচ্ছেন।

Leave a Comment