কমবে খরচ, আত্মনির্ভর হবে দেশের প্রতিটা ঘর! রাম মন্দির উদ্বোধনের পর বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের

২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা করেছেন। সেই অনুষ্ঠান থেকে ফিরেই দেশবাসীর জন্য নতুন প্রকল্প ঘোষণা করলেন তিনি। কেন্দ্রের এই নতুন প্রকল্পের নাম হল প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা (Pradhan Mantri Suryoday Yojana)। যার দ্বারা উপকৃত হবে এদেশের ১ কোটি পরিবার।

দেশবাসীর উন্নয়নের জন্য কেন্দ্র সরকারের (Central Government) তরফ থেকে মাঝেমধ্যেই নানান জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়। চালু করা হয় একাধিক প্রকল্প (Government Scheme)। এবার সেই তালিকাতেই যুক্ত হল প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা (PMSY Scheme)। এই স্কিমে কী সুবিধা পাওয়া যাবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) কী বললেন? চলুন দেখে নেওয়া যাক।

Solar Panels for Indian Homes

প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা (Pradhan Mantri Suryoday Yojana)

অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পরেই কেন্দ্রের নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে ১ কোটি পরিবার এই স্কিমের সুবিধা লাভ করবেন। প্রধানমন্ত্রীর কথায়, সূর্যোদয় যোজনার (Pradhan Mantri Suryoday Yojana) আওতায় এদেশের ১ কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল বসানো হবে। ভারতের নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের বাড়ির ছাদে এই সোলার প্যানেলগুলি (Solar Pannel) বসানো হবে। যার মাধ্যমে তাঁরা স্বল্প খরচে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুনঃ সব আশায় জল! বিদ্যুৎ বিল জমা নিয়ে নতুন ঘোষণা শুনে মাথায় হাত গ্রাহকদের

প্রধানমন্ত্রী কী বলেছেন?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এক্স বার্তার (পূর্বে টুইটার) মাধ্যমে জানিয়েছেন, এদেশের ১ কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল (Solar Pannel) বসানোর কাজ হবে। কেন্দ্রের এই প্রকল্পের দ্বারা একদিকে যেমন দেশের প্রচুর নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবার স্বল্প খরচে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। তেমনই ভারতবর্ষ বিদ্যুৎ উৎপাদন তথা পাওয়ার সেক্টরে স্বনির্ভর হয়ে উঠবে। যার দ্বারা এদেশের বিদ্যুৎ সঞ্চয় হবে।

আরও পড়ুনঃ মহিলাদের জন্য দুর্দান্ত সুযোগ, শুরু হল অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ, এখুনি করুন আবেদন

প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার আওতায় বাড়িতে সোলার প্যানেল বসানো হলে বিদ্যুতের খরচ যে অনেকটা কমে যাবে একথা পরিষ্কার। তবে বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর এই খরচ সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার দেবে নাকি বাড়ির মালিককে বহন করতে হবে সেই বিষয়ে এখনও খানিকটা ধোঁয়াশা আছে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী সবেমাত্র এই প্রকল্পটির কথা ঘোষণা করেছেন। এই বিষয়ে বিশদে জানানো হলে তা আপনাদের সামনে আমরা তুলে ধরবো।

Leave a Comment