আঁধার কার্ড থাকলেই মিলবে ১০ লাখের লোন! এভাবে করুন আবেদন

দেশের বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করার উদ্দেশে কেন্দ্রীয় সরকার (Central Government) একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। বেকারত্ব সমস্যায় জর্জরিত যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য কেন্দ্রের চালু করা এমনই একটি স্কিম হল PMEGP তথা প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি (PMEGP Loan)।

কেন্দ্রের চালু করা এই প্রকল্পের আওতায় দেশের বেকার নাগরিকরা নিজেদের ব্যবসার জন্য ১০ লাখ টাকা পর্যন্ত লোন (PMEGP Loan) নিতে পারবেন। শুধু তাই নও, লোন পরিশোধে কেন্দ্রীয় সরকার ৩৫% অবধি ভর্তুকিও দেবে। ভারতে এমন অনেকে আছেন যারা হয়তো আর্থিক অভাবের কারণে ব্যবসা দাঁড় করাতে পারছেন না। সেক্ষেত্রে তাঁরা PMEGP Scheme’এর দ্বারা লোন নিতে পারেন। আধার কার্ডের মাধ্যমে মোটা টাকার লোনের জন্য অ্যাপ্লাই করা যাবে। কীভাবে আবেদন করবেন? এই লোনে সুদের হার কত সেই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইল।

Prime Ministers Employment Generation Programe Loan How to Apply and all details

কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন? (Who Can Apply for PMEGP?)

নির্দিষ্ট কয়েকটি শর্ত পূরণ করতে পারলেই PMEGP Scheme-এর জন্য আবেদন করা যায়। সেই শর্তগুলি নিম্নে তুলে ধরা হল।

  1. আবেদনকারীর বয়স ১৮ বছরের ঊর্ধ্বে হতে হবে।
  2. ব্যবসা শুরু করতে হবে।
  3. যে সকল ব্যক্তি ৫-১০ লাখ টাকার লোন নিতে চান তাঁদের অন্তত অষ্টম শ্রেণি পাশ হতে হবে।
  4. কেন্দ্র কিংবা রাজ্য সরকারের অন্য কোনও প্রকল্পের সুবিধা পেলে হবে না।
  5. কেন্দ্র কিংবা রাজ্য সরকারের তরফ থেকে ভর্তুকি পেলে হবে না।

এছাড়া এই বিষয়ে আরও বিশদে জানতে অফিশিয়াল ওয়েবসাইট থেকে আরও বিস্তারিত তথ্য দেখে নেওয়া যেতে পারে।

আরও পড়ুনঃ ব্যাঙ্ক না পোস্ট অফিস? ১ লাখ টাকা বিনিয়োগে কোথায় সুদ বেশি? ক্যালকুলেশন সহ নিজেই দেখে নিন

প্রকল্পের সুবিধা (Benifits of Prime Minister’s Employment Generation Programme)

এই প্রাইম মিনিস্টার্স এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম বা PMEGP Scheme-এ সাধারণত ১১-১২ শতাংশ হারে সুদ দিতে হয়। লোন পরিশোধ করার সময়সীমা হল ৩-৭ বছর। এছাড়া এই লোনের আর কী কী সুবিধা আছে তা নিম্নে তুলে ধরা হল।

  1. ক্ষুদ্র কিংবা মাঝারি ব্যবসা শুরু করার হলে PMEGP Scheme’এর মাধ্যমে ২-১০ লাখ টাকা অবধি লোন নিতে পারবেন।
  2. ঋণ পরিশোধে কেন্দ্রের তরফ থেকে ভর্তুকি প্রদান করা হবে। গ্রামাঞ্চলের ক্ষেত্রে সেই ভর্তুকির পরিমাণ হল ৩৫% এবং শহরাঞ্চলের ক্ষেত্রে তা হল ২৫%।

এছাড়াও এই প্রকল্পের আরও একাধিক সুবিধা রয়েছে।

প্রয়োজনীয় নথি (Documents needed to Applay for PMEGP Loan)

PMEGP Scheme-এর জন্য আবেদন করতে গেলে কী কী নথি লাগবে তা নিম্নে তুলে ধরা হল।

  1. আধার কার্ড।
  2. প্যান কার্ড।
  3. কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)।
  4. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
  5. প্রোজেক্ট রিপোর্ট।
  6. ব্যাঙ্ক পাসবই।
  7. রুরাল এরিয়া সার্টিফিকেট।

আরও পড়ুনঃ ৬০০০ লাগিয়ে ফেরত পাবেন ১০ লাখ টাকা! পোস্ট অফিসের এই স্কিমে লক্ষ্মীলাভ গ্যারান্টি

কীভাবে আবেদন করবেন?

অনলাইনের মাধ্যমে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। কীভাবে করবেন সেই পদ্ধতি স্টেপ বাই স্টেপ তুলে ধরা হল।

  1. প্রথমে www.kviconline.gov.in কিংবা www.my.msme.gov.in ওয়েবসাইট যেতে হবে।
  2. ‘PMEGP e Portal’ কিংবা ‘Prime Minister’s Employment Generation Programme’ লেখায় ক্লিক করুন।
  3. ‘Application Forom for Individual’ অপশন নির্বাচন করুন।
  4. যথাযথ তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন।
  5. এবার ‘Save Applicant Data’ লেখায় ক্লিক করুন।
  6. এরপর প্রয়োজনীয় নথি আপলোড করে সাবমিট করে দিন।

জমা দিয়ে দেওয়ার পর আপনার রেজিস্টার্ড মোবাইল ফোন নম্বরে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড এসে যাবে।

Leave a Comment