হু হু করে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স! PNB-র লোভনীয় ফিক্সড ডিপোজিট স্কিমে বড়লোক হবে সবাই

এদেশের বহু মানুষ নিজের কষ্টার্জিত টাকা ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) সঞ্চয় করে রাখেন। ব্যাঙ্কের অন্যতম জনপ্রিয় স্কিমগুলির মধ্যে একটি হল এটি। একটা সময় শোনা যেত, মাত্র ৫ বছরের মধ্যে ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) মাধ্যমে টাকা ডাবল হয়ে যায়! এখন অবশ্য সেসব দিন নেই। কিন্তু তা সত্ত্বেও দেশবাসীর মধ্যে ফিক্সড ডিপোজিটের চাহিদা কিন্তু কমেনি।

সম্প্রতি যেমন পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের (Punjab National Bank) তরফ থেকে একটি দুর্দান্ত ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে আসা হয়েছে। স্বল্পমেয়াদী সেই স্কিমে টাকা রেখে চড়া হারে সুদ (Interest) পাবেন গ্রাহকরা! কয়েকদিন আগে ব্যাঙ্ক (PNB) কর্তৃপক্ষের তরফ থেকে অনলাইনে একটি নোটিশ প্রকাশ করে এই খবর জানানো হয়েছে। শুধু তাই নয়, বলা হয়েছে, ইতিমধ্যেই এই নতুন সুদের হার কার্যকরও হয়ে গিয়েছে! সেই প্রকল্প সম্বন্ধে বিশদে জানতে এই প্রতিবেদনটি শুরু থেকে শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

PNB 400 Days Fixed Deposit Scheme

পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট (Punjab National Bank Fixed Deposit)

ভারতের জনপ্রিয় একটি সরকারি ব্যাঙ্ক হল পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক। বহু মানুষেরই অ্যাকাউন্ট রয়েছে এখানে। এই ব্যাঙ্কে ৭ দিন থেকে শুরু করে ১০ বছর মেয়াদ পর্যন্ত নানান ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে। সেই সঙ্গে এবার একটি নতুন ফিক্সড ডিপোজিট স্কিম (FD Scheme) চালু করা হয়েছে। 

400 Days PNB Fixed Deposit

সম্প্রতি পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের তরফ থেকে ৪০০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিম চালু করা হয়েছে। এর প্রকল্পের ওপর চড়া হারে সুদ প্রদান করা হচ্ছে। ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে সিনিয়র সিটিজেন সকলেই এই প্রকল্পে টাকা রাখতে পারবেন। এই প্রকল্পে বর্তমানে তিনভাবে সুদ (Fixed Deposit Interest Rate) প্রদান করা হচ্ছে।

আরও পড়ুনঃ নতুন বছরে বদলে গেল পেনশনের নিয়ম! কী পরবর্তন হল? ঝটপট জেনে নিন

সাধারণ নাগরিকদের ৭.২৫% হারে সুদ দেওয়া হচ্ছে। অপরদিকে প্রবীণ নাগরিক এবং সুপার সিনিয়র সিটিজেনদের যথাক্রমে ৭.৭৫% এবং ৮.০৫% হারে সুদ দেওয়া হবে। সুদের হার দেখেই বোঝা যাচ্ছে, এই নতুন এফডি স্কিমের (Fixed Deposit) মাধ্যমে দেশের অসংখ্য মানুষের সুবিধা হতে চলেছে।

কত টাকায় কত রিটার্ন (FD Returns Caltulation)

এই ৪০০ দিনের প্রকল্পে কত টাকা বিনিয়োগ করলে কত টাকা রিটার্ন পাওয়া যাবে তা নিম্নে তুলে ধরা হল।

বিনিয়োগের পরিমাণ সাধারণ নাগরিক সিনিয়র সিটিজেন সুপার সিনিয়র সিটিজেন
১০,০০০ ১০,৮১৯ ১০,৮৭৮ ১০,৯১৩
২০,০০০ ২১,৬৩৮ ২১,৭৫৫ ২১,৮২৫
৫০,০০০ ৫৪,০৯৬ ৫৪,৩৮৮ ৫৪,৫৬৪
১,০০,০০০ ১,০৮,১৯২ ১,০৮,৭৭৬ ১,০৯,৩২৭
৫,০০,০০০ ৫,৪০,৯৬২ ৫,৪৩,৮৭৯ ৫,৪৫,৬৩৬

আরও পড়ুনঃ মেঘ না চাইতেই জল! আবারও মোটা টাকা মাইনে বাড়ার ইঙ্গিত সরকারি কর্মচারীদের

এই বিষয়ে বিস্তারিত জানতে আপনি ব্যাঙ্কে গিয়ে কথা বলতে পারেন। যদি বিনিয়োগ করা থাকে তাহলে আবেদনপত্র নিয়ে তা পূরণ করে প্রয়োজনীয় নথিপত্রের সঙ্গে জমে দিয়ে দিন। আপনি নিজের সুবিধা অনুযায়ী বিনিয়োগের অর্থ ঠিক করতে পারেন। তবে সবক্ষেত্রেই পাওয়া যাবে উচ্চহারে সুদ।

Leave a Comment