লক্ষীর ভাণ্ডার অতীত, মহিলাদের মাসে ৯০০০ টাকা দেওয়ার ঘোষণা রাজ্য সরকারের!

মহিলাদের উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) তরফ থেকে নিয়ে আসা হল সেবা সখী প্রকল্প (Seba Sakhi Prakalpa)। ২০১১ সালে রাজ্যের ক্ষমতা গ্রহণ করার পর থেকে একাধিক উন্নয়নমূলক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উদাহরণ হিসেবে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলা যায়। এবার সেই তালিকারই নবতম সংযোজন হল সেবা সখী প্রকল্প।

রাজ্যের সকল মহিলার উন্নয়নের দিকে নজর রেখে মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্প (Government Scheme) চালু করেছেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেমন পশ্চিমবঙ্গের অগুনতি মহিলা মাসে ৫০০ ও ১০০০ টাকা করে পান। এবার সদ্য চালু হওয়া সেবা সখী প্রকল্পে (Seba Sakhi Prakalpa) প্রত্যেক মাসে ৭৫০০ এবং ৯০০০ টাকা করে পাওয়া যাবে। গ্রাম এবং শহর- উভয় স্থানে বসবাসকারী মহিলারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। কোনও প্রকার অর্থ কিংবা বিশেষ যোগ্যতা লাগবে না। আজকের প্রতিবেদনে এই প্রকল্প সম্বন্ধেই বিস্তারিত আলোচনা করা হল।

West Bengal Government Schemes to Help Women FInancially

Seba Sakhi Prakalpa by West Bengal Government

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্প্রতি সেবা সখী প্রকল্পের কথা ঘোষণা করেছেন। রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে গ্রাম এবং শহর, দুই স্থানে বসবাসকারী মহিলারাই কর্মসংস্থানের সুযোগ পাবেন। এই সেবা সখী প্রকল্পের (Seba Sakhi Prakalpa) মাধ্যমে একদিকে যেমন রাজ্যের একাধিক বেকার মহিলা কাজ পাবেন, তেমনই গ্রামাঞ্চলে স্বাস্থ্য পরিষেবাও উন্নত হবে।

সেবা সখী প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের প্রত্যেকটি পৌরসভা থেকে ২০ জন এবং গ্রামের প্রত্যেকটি ব্লক থেকে ২০ জন করে মহিলাকে নির্বাচন করা হবে। এরপর তাঁদের ওজন মাপা, ইঞ্জেকশন দেওয়া, ব্লাড পেসার মাপা, ড্রেসিং-ব্যান্ডেজ করা সহ স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত নানান কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। এক মাস ধরে চলবে এই ট্রেনিং। এরপর সংশ্লিষ্ট মহিলাদের একটি সার্টিফিকেট দেওয়া হবে। সেই সার্টিফিকেট দেখিয়ে আগামী দিনে সংশ্লিষ্ট মহিলারা বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থায় কাজের সুযোগ পেতে পারেন।

আরও পড়ুনঃ মধ্যবিত্তের মুখে ফুটবে হাসি! হোমলোন নিয়ে বড় ঘোষণা করতে কোমর বাঁধছে কেন্দ্রীয় সরকার

Seba Sakhi Scheme by WB Government

সেবা সখী প্রকল্পে কত টাকা পাওয়া যাবে? (Seba Sakhi Prokalpa Benefits)

রাজ্য সরকারের সেবা সখী প্রকল্পের মাধ্যমে মহিলাদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি ভাতাও দেওয়া হবে বলে খবর। জানা গিয়েছে, গ্রামাঞ্চলের মহিলাদের প্রত্যেক মাসে ৭৬৫০ টাকা এবং শহরাঞ্চলের মহিলাদের প্রত্যেক মাসে ৯০০০ টাকা করে দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে দৈনিক ভাতা হিসেবে এই টাকা পাবেন তাঁরা। সেবা সখী প্রকল্পে গ্রামাঞ্চলের মহিলাদের দৈনিক ২৫৫ টাকা এবং শহরের মহিলারা ৩০০ টাকা করে পাবেন। প্রশিক্ষণ শেষে একবারে সেই অর্থ তাঁদের হাতে তুলে দেওয়া হবে।

কবে থেকে শুরু হবে সেবা সখী প্রকল্প? (Seba Sakhi Scheme Starting Date)

২০২৩ সালের সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানানো হয়, দুর্গাপুজোর পর থেকে সেবা সখী প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে। প্রথমে সরকারের প্রতিনিধিরা রাজ্যের নানান এলাকায় গিয়ে সেখানকার স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে একটি সমীক্ষা করবেন। সেই সঙ্গেই দেখবেন কোন মহিলারা এই প্রকল্পের জন্য নির্বাচিত হওয়ার যোগ্য।

আরও পড়ুনঃ পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি! মেধাবী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সংশ্লিষ্ট সমীক্ষার রিপোর্ট সরকারের কাছে জমা দেওয়ার পর শুরু হবে প্রশিক্ষণের কাজ। এতদিন ধরে এভাবেই এই প্রকল্পের কাজ এগোচ্ছিল। এবার বছরের শুরুতে এই প্রকল্প সম্বন্ধে নতুন আপডেট সামনে এল। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, সম্পূর্ণ রাজ্যে সেবা সখী প্রকল্প একসঙ্গে শুরু হবে না। দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর, হাওড়ার আমতা, উত্তর ২৪ পরগণার রাজারহাট এবং পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকে এই প্রকল্প প্রথমে শুরু হবে।

এরপর আস্তে আস্তে সারা রাজ্যে তা শুরু হবে। তবে এই সেবা সখী প্রকল্পের মাধ্যমে মূলত গ্রাম্য এলাকাগুলির স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নের ওপর ফোকাস করা হবে বলে খবর। কারণ সেখানকার স্বাস্থ্য পরিষেবা এমনিতেই খুব একটা উন্নত নয়। তাই এই প্রকল্পের মাধ্যমে গ্রামাঞ্চলের স্বাস্থ্য পরিষেবা উন্নত করার চেষ্টা করা হবে। সেই সঙ্গেই রাজ্যের একাধিক মহিলা স্বাবলম্বী হতে পারবেন।

Leave a Comment