চড়া সুদ, অল্প সময়েই দুর্দান্ত রিটার্ন, SBI-র এই মালামাল স্কিমে ইনভেস্ট না করলে পস্তাবেন!

দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যঙ্ক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। ভারতের অগুনতি নাগরিকের অ্যাকাউন্ট রয়েছে এই ব্যাঙ্কে (SBI)। আজ এই ব্যাঙ্কেরই একটি দুর্দান্ত সঞ্চয় প্রকল্প ফিক্সড ডিপোজিট স্কিম (SBI FD Scheme) নিয়ে আলোচনা করবো আমরা। যেখানে বিনিয়োগ করলে ভালো রকম রিটার্ন পাবেন আপনি।

গ্রাহকদের সুবিধার জন্য মাঝেমধ্যেই নানান রকম দুর্দান্ত স্কিম নিয়ে হাজির হয় SBI। এমনই একটি স্কিম হল অমৃত কলস এফডি স্কিম (Amrit Kalash FD Scheme)। মাত্র ৪০০ দিনের এই সঞ্চয় প্রকল্পের ওপর ভালো রকমের সুদ পাওয়া যাচ্ছে। আগামী ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত এই স্কিমে (SBI FD Scheme) আপনি বিনিয়োগ করতে পারেন। কী কী সুবিধা পাবেন এই প্রকল্পে তা জানতে হলে এই প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।

Low investment business idea

State Bank of India Amrit Kalash FD Scheme

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই স্কিমের (SBI FD Scheme) একাধিক সুবিধা রয়েছে। মাত্র ৪০০ দিনের বিনিয়োগ থেকে এখানে ভালো টাকা সুদ পাবেন আপনি। আর কী কী সুবিধা রয়েছে চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক-

  1. ৭.১০% সুদের হার।
  2. সিনিয়র সিটিজেনদের জন্য ৭.৬০% সুদের হার।
  3. সর্বোচ্চ বিনিয়োগের সীমা ২ কোটি।
  4. আয়কর ছাড় আছে।
  5. মেয়াদ শেষের আগেও টাকা তুলতে পারবেন।

আরও পড়ুনঃ বাতিল হয়ে যাবে এই ব্যক্তিদের রেশন কার্ড! আপনার নাম নেই তো?

অমৃত কলস এফডি স্কিমে সুদের হার (Amrit Kalash FD Scheme Interest Rate)

অমৃত কলস এফডি স্কিমের (Amrit Kalash FD Scheme) সবচেয়ে বড় সুবিধা হল এখানে ৭.১০ শতাংশ হাতে সুদ পাবেন সাধারণ গ্রাহকরা। প্রবীণ নাগরিক হলে সেই অঙ্কটা বৃদ্ধি পেয়ে হবে ৭.৬০%। এই স্কিমের মেয়াদ হল ৪০০ দিন। বলে রাখি, যে সকল গ্রাহকদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্যাকাউন্ট নেই তাঁরাও এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন।

আরও পড়ুনঃ ব্যাঙ্ক না পোস্ট অফিস? ১ লাখ টাকা বিনিয়োগে কোথায় সুদ বেশি? ক্যালকুলেশন সহ নিজেই দেখে নিন

অমৃত কলস এফডি স্কিমে কীভাবে বিনিয়োগ করবেন? (How to Invest in Amrit Kalash FD?)

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় গিয়ে আপনি অমৃত কলস ফিক্সড ডিপোজিট প্রকল্পে অ্যাকাউন্ট খুলতে পারবেন। ব্যাঙ্কে গিয়ে এই স্কিমের বিষয়ে আরও বিশদে জানতে পারবেন আপনি। এছাড়াও যদি আপনি বিশদে জানতে আগ্রহী তাহলে নিচে ব্যাঙ্কের তরফ থেকে প্রকাশ করা অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক দেওয়া রইল।

Official Scheme PDF : SBI Amrit Kalash FD Scheme

Leave a Comment