আগের মতো সহজে পাওয়া যাবে না টাকা! স্বাস্থ্য সাথী প্রকল্প নিয়ে বিরাট ঘোষণা সরকারের

পশ্চিমবঙ্গের জনগণের উন্নয়নের জন্য রাজ্য সরকারের (Government of West Bengal) তরফ থেকে একাধিক প্রকল্প চালু করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে আসীন হওয়ার পর থেকে একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এমনই একটি প্রকল্প হল স্বাস্থ্যসাথী (Swasthya Sathi)। যার দ্বারা উপকৃত হয়েছে অগুনতি মানুষ।

পশ্চিমবঙ্গের বাসিন্দাদের স্বাস্থ্য খাতে খরচ করার জন্য রাজ্য সরকারের (Government of West Bengal) তরফ থেকে স্বাস্থ্য সাথী কার্ডে (Swasthya Sathi Scheme) ৫ লাখ টাকা করে দেওয়া হয়। ইতিমধ্যেই অগুনতি মানুষ সরকারি এই প্রকল্পের সুবিধা লাভ করেছেন। তবে সম্প্রতি এই প্রকল্পেই (Swasthya Sathi Scheme) একটি বড় বদল আনার কথা ঘোষণা করা হল। কী সেই বদল? এই বিষয়ে বিশদে জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ার অনুরোধ রইল।

স্বাস্থ্য সাথী প্রকল্পের নিয়ম বদল : Swasthya Sathi rule change

স্বাস্থ্য সাথী প্রকল্পের নতুন নিয়ম! (Swasthya Sathi Scheme Rule Change)

জনগণের কল্যাণের উদ্দেশে শুরু করা স্বাস্থ্য সাথী প্রকল্পে (Swasthya Sathi Scheme) যাতে কোনও প্রকার দুর্নীতি না হয়, এই প্রকল্পের মাধ্যমে যাতে বেসরকারি হাসপাতাল কিংবা অন্য কোনও প্রতিষ্ঠান আর্থিক কারচুপি না করতে পারে সেই জন্য বিভিন্ন সময় নিয়মে পরিবর্তন করা হয়েছে। সম্প্রতি এমনই একটি নতুন নিয়মের কথা জানানো হল। রাজ্য সরকারের (Government of West Bengal) এই নতুন ঘোষণার পর একপ্রকার স্পষ্ট হয়ে যায়, স্বাস্থ্য সাথী প্রকল্পের টাকা আগের মতো সহজে পাওয়া যাবে না। বরং তার জন্য রোগী, রোগীর পরিবার থেকে শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ সকলকে নির্দিষ্ট নিয়ম মানতে হবে।

আরও পড়ুনঃ নামমাত্র খরচে সিটি স্ক্যান! স্বাস্থ্যসাথীর অর্ধেকেরও কম দামে পরিষেবা পাবেন এখানে, জেনে নিন জায়গার নাম

কী বদল আনা হলো?

সম্প্রতি স্বাস্থ্য সাথী প্রকল্পে (Swasthya Sathi Scheme) এমার্জেন্সি অর্থোপেডিক সার্জারির ক্ষেত্রে নিয়ম বদলের কথা ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, দুর্ঘটনা ঘটার ৪৮ ঘণ্টার মধ্যে রোগীকে হাসপাতালে নিয়ে আসতে হবে। এরপর দুর্ঘটনা সম্বন্ধিত প্রামাণ্য সরকারি নথি জমা করতে হবে। এই নিয়ম মানলেই এবার বেসরকারি হাসপাতাল থেকে মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা। আর যদি এই নিয়ম না মানা হয় তাহলে এমার্জেন্সি অর্থোপেডিক সার্জারির ক্ষেত্রে স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না।

আরও পড়ুনঃ স্বাস্থ্যসাথী কার্ডে ৫ লাখ টাকা পেয়েছেন? ঝটপট চেক করে নিন ব্যালেন্স, রইল পদ্ধতি

পাশাপাশ এও বলা হয়েছে, বেসরকারি হাসপাতালে সার্জারির ক্ষেত্রে সরকারি পোর্টালে আগে থেকে নাম নথিভুক্ত করা সার্জেনদের দিয়েই সার্জারি করাতে হবে। যদি নাম নথিভুক্ত করা চিকিৎসক সার্জারি না করেন, তাহলে স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা মিলবে না। তাই এমার্জেন্সি অর্থোপেডিক সার্জারির ক্ষেত্রে স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা চাইলে অবশ্যই মানতে হবে এই নতুন নিয়ম।

Leave a Comment