বদলে গেল পোস্ট অফিসে টাকা রাখার নিয়ম! গ্রাহকদের সুবিধা বাড়লো নাকি অসুবিধা? জেনে নিন ঝটপট

আমাদের দেশে বিনিয়োগের অন্যতম জনপ্রিয় এবং সুরক্ষিত প্রতিষ্ঠান হল পোস্ট অফিস (Post Office)। অগুনতি দেশবাসী এখানে নিজের কষ্টার্জিত টাকা বিনিয়োগ (Investment) করেন। এখানে টাকা রেখে একদিকে যেমন নিশ্চিন্ত থাকা যায়, তেমনই পাওয়া যায় ভালো রিটার্ন। তবে এবার পোস্ট অফিসেরই ৪টি স্কিমের (Post Office Scheme) নিয়মে কিছু বদল এল। কোন কোন স্কিমে পরিবর্তন এল? কী সেই পরিবর্তন? তা জানার জন্য সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ার অনুরোধ রইল।

পোস্ট অফিসে একাধিক সুবিধাজনক স্কিম রয়েছে। যেমন- কিষাণ বিকাশ পত্র (Kisan Vikas Patra), সেভিংস অ্যাকাউন্ট স্কিম (Savings Account Scheme), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (Senior Citizen Savings Scheme), মহিলা সম্মান সেভিংস স্কিম (Mahila Samman Savings Scheme) ইত্যাদি। বহু মানুষ এখানে নিজের অর্থ বিনিয়োগ করেছেন। তবে এবার পোস্ট অফিসের ৪টি জনপ্রিয় স্কিমেই কিছু বদল এসেছে।

Post Office Scheme Rule Change : পোস্ট অফিসে টাকা রাখার নিয়ম বদল

পোস্ট অফিসে বিনিয়োগের নিয়ম বদল (Post Office Scheme Investment Rule Change)

২০২৩ সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের (Finance Ministry of India) তরফ থেকে ডাক বিভাগ সম্বন্ধে একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেখানেই উল্লেখ করে দেওয়া হয়, কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসবে এবং কী পরিবর্তন আসবে। তাই আপনি যদি পোস্ট অফিসে বিনিয়োগ করে থাকেন, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

আরও পড়ুনঃ ৫০০ টাকা লাগিয়েই মালামাল! পোস্ট অফিসের এই স্কিমে টাকা রাখলে হু হু করে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স

পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট (Post Office Fixed Deposit)

পোস্ট যদি যদি সাধারণ সেভিংস অ্যাকাউন্ট স্কিমে অর্থ বিনিয়োগ করা হয় তাহলে ৪% হারে সুদ পাওয়া যায়। তবে নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে যে বিনিয়োগকারীরা ৫ বছরের জন্য ফিক্সড ডিপোজিটে টাকা রাখবেন, অথচ ৪ বছরের মধ্যে সেই টাকা তুলে নেবেন তাঁরা নরম্যাল সেভিংস অ্যাকাউন্টের মতোই ৪% হারে সুদ পাবেন।

সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (Senior Citizen Savings Scheme)

৫৫-৬০ বছর বয়সসীমার ভেতর থাকা ব্যক্তি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বিনিয়োগ করতে পারেন। একা তথা সিঙ্গেল এবং যৌথ তথা জয়েন্ট, এই স্কিমে দুই ধরণের অ্যাকাউন্টই খোলা যায়। ১০০০ টাকার গুণিতকে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে অর্থ বিনিয়োগ করতে পারেন বিনিয়োগকারীরা। আগে পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগের ঊর্ধ্বসীমা ছিল ১৫ লাখ টাকা, তবে নতুন নিয়মে সেই সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন সর্বাধিক ৩০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে।

আরও পড়ুনঃ ব্যাঙ্ক না পোস্ট অফিস? ১ লাখ টাকা বিনিয়োগে কোথায় সুদ বেশি? ক্যালকুলেশন সহ নিজেই দেখে নিন

এই স্কিমে ৩ বছর এবং ৫ বছর দুই মেয়াদে বিনিয়োগ করা যায়। সুদ পাওয়া যাবে ৮.২ শতাংশ হারে। তবে এই স্কিমে টাকা বিনিয়োগ করার এক বছরের মধ্যেই যদি তা তুলে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ১% টাকা কেটে নেওয়া হবে। পাশাপাশি যদি কেউ বিনিয়োগের মেয়াদ বৃদ্ধি করেন তাহলে তিনি আগের মতো রেটেই সুদ পাবেন।

মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট (Mahila Samman Savings Certificate)

২০২৩ সালের বাজেটে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম চালু করা হয়েছিল। এই স্কিমে সর্বনিম্ন ২ বছর মেয়াদের জন্য অর্থ বিনিয়োগ করা যেতে পারে। তবে শুধুমাত্র কন্যাসন্তান কিংবা মহিলার নামেই রাখা যাবে। বিনিয়োগের ঊর্ধ্বসীমা হল ২ লাখ টাকা এবং সুদ পাওয়া যাবে ৭.৫% হারে। সম্প্রতি মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমেও বদল আনার কথা জানানো হয়েছে ডাক বিভাগের তরফ থেকে।

আরও পড়ুনঃ ৬০০০ লাগিয়ে ফেরত পাবেন ১০ লাখ টাকা! পোস্ট অফিসের এই স্কিমে লক্ষ্মীলাভ গ্যারান্টি

পোস্ট অফিস এমআইএস (Post Office MIS)

পোস্ট অফিস এমআইএস স্কিমে এখন ব্যক্তিগতভাবে ৪-৯ লাখ টাকা অবধি বিনিয়োগ করা যাবে। অপরদিকে যাঁদের জয়েন্ট অ্যাকাউন্ট তাঁদের ক্ষেত্রে সীমা হল ৯-১৫ লাখ টাকা। এছাড়া এই স্কিমে আগের মতোই ১,২,৩,৪,৫ বছরের জন্য নিজের টাকা বিনিয়োগ করতে পারবেন। সুদের হার হল ৭.৪%।

Leave a Comment